আলাপ:লি না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "Templet" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

আমার দেখা সংক্ষিপ্ততম নাম এটা !!

এসএসসির সময়ে কম্পিউটারে গোল্লা ভরাটের ফর্ম পূরণ করতে হতো, তাতে দেখা সবচেয়ে ছোট নাম ছিলো রনি সাহা, তাতেও ৮ অক্ষর লাগতো (স্পেস সহ ৯)। কিন্তু লি না এর নাম তো দেখি ৪ অক্ষরেই শেষ (স্পেস সহ ৫) !! --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩৯, ১২ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

মজার তথ্য পরিবেশনের জন্য ধন্যবাদ রাগিব। ইদানিং এসএসসি > এইচএসসিতেও এক শব্দের নামের দিকে ঝুঁকছেন অনেক অভিভাবকই। কিন্তু "লি না" চীনা তথা গর্বিত এশীয় নারীর নামটি দু'শব্দের অথচ নামটি বেশ মিষ্টি বলেই অনেকের কাছে মনে হতে পারে; যেমনটি .....! দৃষ্টি আকর্ষণের জন্য আবারো ধন্যবাদ। আরেকটু ধন্যবাদ পেতে পারেন মোহাম্মদ রফি নিবন্ধের ইনফোতে যদি ছবিটা এনে দিতে পারেন। অপেক্ষায় রইলাম কিছুক্ষণ!! Subrata Roy (আলাপ) ১৬:৫৫, ১২ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Templet[সম্পাদনা]

এখানে ইংরেজী থেকে নিয়ে আসা টেমপ্লেট:Infobox tennis biography কাজ করছে না। কেউ একটু দেখবেন। আমি অনেকদিন পরে আসলাম বুঝতে পারছি না। --মনিরুজ্জামান (আলাপ) ১৮:১৪, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আমার ক্ষুদ্র জ্ঞানে ঠিক করার আন্তরিক চেষ্টা করেছি। Template:Infobox tennis biography নামে বাংলা উইকিপিডিয়ায় কোনো পাতা না থাকায় সমস্যাটা করছিল। সেটা করে দেয়ার চেষ্টা করলাম অনুবাদসহ। তারপরও ঝামেলা হলে দয়া করে পিনপয়েন্ট জানাবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৪৭, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ভাই Infobox ভিতর লি নার যে ছবিটা ছিল সেটা আসছে না তো!! প্রথম যখন এডিট করলাম তখন ছিল, কিন্তু পরে আর আসছে না। --মনিরুজ্জামান (আলাপ) ০৫:১৪, ১৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
এবার কাজ করছে। image কথাটিকে বাংলায় লিখে ফেলেছিলাম, তাই ওরকম করছিল। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৩, ১৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন