আলাপ:লি না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার দেখা সংক্ষিপ্ততম নাম এটা !!

এসএসসির সময়ে কম্পিউটারে গোল্লা ভরাটের ফর্ম পূরণ করতে হতো, তাতে দেখা সবচেয়ে ছোট নাম ছিলো রনি সাহা, তাতেও ৮ অক্ষর লাগতো (স্পেস সহ ৯)। কিন্তু লি না এর নাম তো দেখি ৪ অক্ষরেই শেষ (স্পেস সহ ৫) !! --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩৯, ১২ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

মজার তথ্য পরিবেশনের জন্য ধন্যবাদ রাগিব। ইদানিং এসএসসি > এইচএসসিতেও এক শব্দের নামের দিকে ঝুঁকছেন অনেক অভিভাবকই। কিন্তু "লি না" চীনা তথা গর্বিত এশীয় নারীর নামটি দু'শব্দের অথচ নামটি বেশ মিষ্টি বলেই অনেকের কাছে মনে হতে পারে; যেমনটি .....! দৃষ্টি আকর্ষণের জন্য আবারো ধন্যবাদ। আরেকটু ধন্যবাদ পেতে পারেন মোহাম্মদ রফি নিবন্ধের ইনফোতে যদি ছবিটা এনে দিতে পারেন। অপেক্ষায় রইলাম কিছুক্ষণ!! Subrata Roy (আলাপ) ১৬:৫৫, ১২ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে ইংরেজী থেকে নিয়ে আসা টেমপ্লেট:Infobox tennis biography কাজ করছে না। কেউ একটু দেখবেন। আমি অনেকদিন পরে আসলাম বুঝতে পারছি না। --মনিরুজ্জামান (আলাপ) ১৮:১৪, ১৩ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমার ক্ষুদ্র জ্ঞানে ঠিক করার আন্তরিক চেষ্টা করেছি। Template:Infobox tennis biography নামে বাংলা উইকিপিডিয়ায় কোনো পাতা না থাকায় সমস্যাটা করছিল। সেটা করে দেয়ার চেষ্টা করলাম অনুবাদসহ। তারপরও ঝামেলা হলে দয়া করে পিনপয়েন্ট জানাবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৪৭, ১৩ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই Infobox ভিতর লি নার যে ছবিটা ছিল সেটা আসছে না তো!! প্রথম যখন এডিট করলাম তখন ছিল, কিন্তু পরে আর আসছে না। --মনিরুজ্জামান (আলাপ) ০৫:১৪, ১৪ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
এবার কাজ করছে। image কথাটিকে বাংলায় লিখে ফেলেছিলাম, তাই ওরকম করছিল। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৩, ১৪ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]