বিষয়বস্তুতে চলুন

আইরিস মার্ডক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
জীবনী
৪৫ নং লাইন: ৪৫ নং লাইন:
==জীবনী==
==জীবনী==
===জন্ম ও শিক্ষাজীবন===
===জন্ম ও শিক্ষাজীবন===
মার্ডক ১৯১৯ সালের ১৫ই জুলাই [[আয়ারল্যান্ড]]ের [[ডাবলিন]]ের ফিবসবরায় জন্মগ্রহণ করেন। তার মাতা আইরিন অ্যালিস (বিবাহপূর্ব রিচার্ডসন, ১৮৯৯-১৯৮৫) এবং পিতা উইলস জন হিউজ মার্ডক। তার পিতা উইলস একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি কাউন্টি ডাউনের হিলহলের এক প্রেসবাইটেরিয়ান মেষ পালনকারী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৫ সালে উইলস রাজা এডওয়ার্ডের ঘোড় সওয়ার দলের সৈনিক হিসেবে যোগদান করেন। তিনি [[প্রথম বিশ্বযুদ্ধ]]ে ফ্রান্সে যুদ্ধ করেন এবং এরপর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। আইরিসের জন্মের আগে তার মাতা সঙ্গীতের তালিম নিয়েছিলেন। তিনি ডাবলিনের এক মধ্যবিত্ত আয়ারল্যান্ডীয় গির্জাভুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আইরিসের পিতামাতার প্রথম সাক্ষাৎ হয় ডাবলিনে এবং তারা ১৯১৮ সালে বিয়ে করেন। আইরিস তাদের একমাত্র সন্তান। তার যখন কয়েক সপ্তাহ বয়স তখন তারা সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তার পিতা দ্বিতীয় শ্রেণির কেরানি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি আইরিস গণিতবিদ ব্রায়ান মার্ডকের চাচাতো ভাই।
মার্ডক ১৯১৯ সালের ১৫ই জুলাই [[আয়ারল্যান্ড]]ের [[ডাবলিন]]ের ফিবসবরায় জন্মগ্রহণ করেন। তার মাতা আইরিন অ্যালিস (বিবাহপূর্ব রিচার্ডসন, ১৮৯৯-১৯৮৫),<ref name=Meyers>{{cite book|last1=মেয়ার্স |first1=জেফ্রি |title=Remembering Iris Murdoch: Letters and Interviews|date=২০১৩ |publisher=প্যালগ্রেভ ম্যাকমিলান |location=নিউ ইয়র্ক |isbn=9781137352415|access-date=১০ জানুয়ারি ২০২১ |url=https://books.google.com/books?id=qtQl_UyY928C&pg=PT24|url-status=live|archive-url=https://web.archive.org/web/20180207070113/https://books.google.com/books?id=qtQl_UyY928C&pg=PT24|archive-date=7 February 2018|df=dmy-all}}</ref> এবং পিতা উইলস জন হিউজ মার্ডক। তার পিতা উইলস একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি কাউন্টি ডাউনের হিলহলের এক প্রেসবাইটেরিয়ান মেষ পালনকারী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৫ সালে উইলস রাজা এডওয়ার্ডের ঘোড় সওয়ার দলের সৈনিক হিসেবে যোগদান করেন। তিনি [[প্রথম বিশ্বযুদ্ধ]]ে ফ্রান্সে যুদ্ধ করেন এবং এরপর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। আইরিসের জন্মের আগে তার মাতা সঙ্গীতের তালিম নিয়েছিলেন। তিনি ডাবলিনের এক মধ্যবিত্ত আয়ারল্যান্ডীয় গির্জাভুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আইরিসের পিতামাতার প্রথম সাক্ষাৎ হয় ডাবলিনে এবং তারা ১৯১৮ সালে বিয়ে করেন।<ref name=Conradi2001>{{cite book | last =কনরাডি | first =পিটার জে. | title = Iris Murdoch : A Life | publisher =নর্টন | location =নিউ ইয়র্ক | year =২০০১ | isbn = 0393048756 | url = https://archive.org/details/irismurdochlife00conr }}</ref>{{rp|১৪}} আইরিস তাদের একমাত্র সন্তান। তার যখন কয়েক সপ্তাহ বয়স তখন তারা সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তার পিতা দ্বিতীয় শ্রেণির কেরানি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন।<ref name=Wilson>{{cite book | last =উইলসন | first =এ. এন. | title = Iris Murdoch as I knew her | publisher =হাচিনসন | location =লন্ডন | year =২০০৩ | isbn = 9780091742461 | url = https://archive.org/details/irismurdochasikn00wils }}</ref>{{rp|৬৭}} তিনি আইরিস গণিতবিদ [[ব্রায়ান এইচ. মার্ডক]]ের চাচাতো বোন।<ref name=Conradi2001/>

মার্ডক প্রগতিশীল স্বাধীন বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯২৫ সালে তিনি ফ্রোয়েবেল ডেমোনস্ট্রেশন স্কুলে ভর্তি হন। ১৯৩২ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি [[ব্রিস্টল]]ের ব্যাডমিন্টন স্কুলে পড়াশোনা করেন। ১৯৩৮ সালে তিনি সমারভিল কলেজ, অক্সফোর্ডে ইংরেজি বিষয়ে পড়তে ভর্তি হন, কিন্তু পরবর্তীকালে এই বিষয় পরিবর্তন করে চিরায়ত সাহিত্য, প্রাচীন ইতিহাস ও দর্শন সম্পর্কিত "লিটারি হিউম্যানিয়রেস" বিষয়ে অধ্যয়ন করেন।<ref>{{cite web |last1=সুজান |first1=ব্রাউন |last2=প্যাট্রিশিয়া |first2=ক্লেমেন্টস |last3=ইসোবেল |first3=গ্রান্ডি |title=Iris Murdoch |url=http://orlando.cambridge.org |website=Orlando: Women's Writing in the British Isles from the Beginnings to the Present |publisher=কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস |access-date=১০ জানুয়ারি ২০২১}}</ref> অক্সফোর্ডে তিনি ডোনাল্ড এম. ম্যাকিননের সাথে পড়াশোনা করেন এবং [[এডুয়ার্ড ফ্রাঙ্কেল]]ের ''[[আগামেমনন (নাটক)|আগামেমেনন]]'' নাটক বিষয়ক সেমিনারে অংশ নেন।<ref name=Conradi2001/> ১৯৪২ সালে তিনি প্রথম শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন।<ref>{{cite web | url = http://www.some.ox.ac.uk/3591/Iris%20Murdoch.html | title = Iris Murdoch | access-date =১০ জানুয়ারি ২০২১ |work =সমারভিল স্টোরিজ | url-status = dead | archive-url = https://web.archive.org/web/20120623102346/http://www.some.ox.ac.uk/3591/Iris%20Murdoch.html | archive-date = 23 June 2012 | df = dmy-all }}</ref>


==তথ্যসূত্র==
==তথ্যসূত্র==

১৩:০৫, ১০ জানুয়ারি ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ


আইরিস মার্ডক

Iris Murdoch
জন্ম
জিন আইরিস মার্ডক

(১৯১৯-০৭-১৫)১৫ জুলাই ১৯১৯
মৃত্যু৮ ফেব্রুয়ারি ১৯৯৯(1999-02-08) (বয়স ৭৯)
জাতীয়তাআইরিশ, ব্রিটিশ
শিক্ষা
দাম্পত্য সঙ্গীজন বেইলি (বি. ১৯৫৬–১৯৯৯)
পুরস্কারবুকার পুরস্কার
জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল পুরস্কার
যুগসমকালীন দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারাবিশ্লেষণধর্মী দর্শন
Virtue ethics
আধুনিক প্লেটোবাদ
উল্লেখযোগ্য অবদান
ভালোর সার্বভৌমত্ব
উৎকৃষ্টতার ধারণা

ডেম জিন আইরিস মার্ডক ডিবিই (১৫ জুলাই ১৯১৯ - ৮ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন আইরিশ ও ব্রিটিশ ঔপন্যাসিক ও দার্শনিক ছিলেন। তিনি ভালো ও মন্দ, যৌন সম্পর্ক, নৈতিকতা ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কিত উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত। তার প্রথম প্রকাশিত উপন্যাস আন্ডার দ্য নেট ১৯৯৮ সালে মডার্ন লাইব্রেরি কর্তৃক ২০শ শতাব্দীর ১০০ সেরা ইংরেজি ভাষার উপন্যাসের একটি হিসেবে নির্বাচিত হয়। তার ১৯৭৮ সালের উপন্যাস দ্য সি, দ্য সি বুকার পুরস্কার অর্জন করে। সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে ডেম উপাধিতে ভূষিত করে। ২০০৮ সালে দ্য টাইমস মার্ডককে "১৯৪৫ সালের পর থেকে ৫০ সেরা ব্রিটিশ লেখক" তালিকায় ১২তম স্থান প্রদান করে।[১]

তার রচিত অন্যান্য বই হল দ্য বেল (১৯৫৮), আ সিভিয়ার্ড হেড (১৯৬১), দ্য রেড অ্যান্ড দ্য গ্রিন (১৯৬৫), দ্য নাইস অ্যান্ড দ্য গুড (১৯৬৮), দ্য ব্ল্যাক প্রিন্স (১৯৭৩), হেনরি অ্যান্ড ক্যাটো (১৯৭৬), 'দ্য ফিলসফার্স পিউপিল (১৯৮৩), দ্য গুড অ্যাপ্রেন্টিস (১৯৮৫), দ্য বুক অ্যান্ড দ্য ব্রাদারহুড (১৯৮৭), দ্য মেসেজ টু দ্য প্লেনেট (১৯৮৯), ও দ্য গ্রিন নাইট (১৯৯৩)।

জীবনী

জন্ম ও শিক্ষাজীবন

মার্ডক ১৯১৯ সালের ১৫ই জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনের ফিবসবরায় জন্মগ্রহণ করেন। তার মাতা আইরিন অ্যালিস (বিবাহপূর্ব রিচার্ডসন, ১৮৯৯-১৯৮৫),[২] এবং পিতা উইলস জন হিউজ মার্ডক। তার পিতা উইলস একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি কাউন্টি ডাউনের হিলহলের এক প্রেসবাইটেরিয়ান মেষ পালনকারী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৫ সালে উইলস রাজা এডওয়ার্ডের ঘোড় সওয়ার দলের সৈনিক হিসেবে যোগদান করেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে যুদ্ধ করেন এবং এরপর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। আইরিসের জন্মের আগে তার মাতা সঙ্গীতের তালিম নিয়েছিলেন। তিনি ডাবলিনের এক মধ্যবিত্ত আয়ারল্যান্ডীয় গির্জাভুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আইরিসের পিতামাতার প্রথম সাক্ষাৎ হয় ডাবলিনে এবং তারা ১৯১৮ সালে বিয়ে করেন।[৩]:১৪ আইরিস তাদের একমাত্র সন্তান। তার যখন কয়েক সপ্তাহ বয়স তখন তারা সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তার পিতা দ্বিতীয় শ্রেণির কেরানি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন।[৪]:৬৭ তিনি আইরিস গণিতবিদ ব্রায়ান এইচ. মার্ডকের চাচাতো বোন।[৩]

মার্ডক প্রগতিশীল স্বাধীন বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯২৫ সালে তিনি ফ্রোয়েবেল ডেমোনস্ট্রেশন স্কুলে ভর্তি হন। ১৯৩২ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ব্রিস্টলের ব্যাডমিন্টন স্কুলে পড়াশোনা করেন। ১৯৩৮ সালে তিনি সমারভিল কলেজ, অক্সফোর্ডে ইংরেজি বিষয়ে পড়তে ভর্তি হন, কিন্তু পরবর্তীকালে এই বিষয় পরিবর্তন করে চিরায়ত সাহিত্য, প্রাচীন ইতিহাস ও দর্শন সম্পর্কিত "লিটারি হিউম্যানিয়রেস" বিষয়ে অধ্যয়ন করেন।[৫] অক্সফোর্ডে তিনি ডোনাল্ড এম. ম্যাকিননের সাথে পড়াশোনা করেন এবং এডুয়ার্ড ফ্রাঙ্কেলের আগামেমেনন নাটক বিষয়ক সেমিনারে অংশ নেন।[৩] ১৯৪২ সালে তিনি প্রথম শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন।[৬]

তথ্যসূত্র

  1. "The 50 greatest British writers since 1945"দ্য টাইমস। ৫ জানুয়ারি ২০০৮। ২৫ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১০ 
  2. মেয়ার্স, জেফ্রি (২০১৩)। Remembering Iris Murdoch: Letters and Interviews। নিউ ইয়র্ক: প্যালগ্রেভ ম্যাকমিলান। আইএসবিএন 9781137352415। ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১ 
  3. কনরাডি, পিটার জে. (২০০১)। Iris Murdoch : A Life। নিউ ইয়র্ক: নর্টন। আইএসবিএন 0393048756 
  4. উইলসন, এ. এন. (২০০৩)। Iris Murdoch as I knew her। লন্ডন: হাচিনসন। আইএসবিএন 9780091742461 
  5. সুজান, ব্রাউন; প্যাট্রিশিয়া, ক্লেমেন্টস; ইসোবেল, গ্রান্ডি। "Iris Murdoch"Orlando: Women's Writing in the British Isles from the Beginnings to the Present। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১ 
  6. "Iris Murdoch"সমারভিল স্টোরিজ। ২৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ