হাসিবুর রশীদ
মোহাম্মদ হাসিবুর রশীদ | |
---|---|
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য | |
কাজের মেয়াদ ১৪ জুন ২০২০ – ৯ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | নাজমুল আহসান কলিম উল্লাহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | রেহানা বেগম |
সন্তান | হৈমন্তী হাসিব |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র বাথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
হাসিবুর রশীদ একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। উপাচার্য পদে নিয়োগ লাভের আগে তিনি বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর পৌর এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হাজের আলী।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]হাসিবুর রশীদ ১৯৭০ সালে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৭২ সালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে ১৯৭৫ সালে স্নাতক ও ১৯৭৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অধ্যাপক রশীদ যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে দ্বিতীয় মাস্টার্স, ১৯৯৭ সালে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]হাসিবুর রশীদ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ২০০০ সালে বিভাগটির অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৫ সাল থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে অধ্যাপনা শুরু করেন।[৩]
দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন।[৪]
হাসিবুর রশীদ ২০২১ সালের ৯ জুন পরবর্তী চার বছরের জন্য বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং এ নিয়োগ ১৪ জুন থেকে কার্যকর হবে বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সে অনুযায়ী ২০২১ সালের ১৪ জুন তিনি বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[৫][৬][৭] ২০২৪ সালের ৯ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।[৮]
গবেষণা ও প্রকাশনা
[সম্পাদনা]তিনি দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে বহু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন।[৩]
সদস্যপদ
[সম্পাদনা]হাসিবুর রশীদ আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান অপারেশনস ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন স্বনামধন্য পেশাজীবী সংগঠনের সদস্য।[৩]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তিনি রাজশাহী শিক্ষা বোর্ড বৃত্তি, ইউজিসি বৃত্তি, বিশ্বব্যাংক বৃত্তি এবং কমনওয়েলথ বৃত্তি-সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বেরোবির নতুন ভিসি অধ্যাপক হাসিবুর রশীদ"। কালের কণ্ঠ। ৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ "ঈশ্বরদীর কৃতি সন্তান ড. মোঃ হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য"। দৈনিক ঈশ্বরদী নিউজ। ১০ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ "ড. মো. হাসিবুর রশীদের জীবনবৃত্তান্ত"। ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
- ↑ "বেরোবিতে প্রথম প্রোভিসি ড. ডিনা, ট্রেজারার ড. হাসিবুর"। যুগান্তর। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
- ↑ "বিদায় নিচ্ছেন কলিমউল্লাহ, বেরোবির নতুন উপাচার্য হাসিবুর রশিদ"। দৈনিক ইত্তেফাক। ৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ "বেরোবির নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ"। রাইজিংবিডি.কম। ৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ "বেরোবির দায়িত্ব নিলেন ড. হাসিবুর রশীদ"। রাইজিংবিডি.কম। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১।
- ↑ "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে হাসিবুর রশীদের পদত্যাগ"। প্রথম আলো। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৪।