ঈশ্বরদী সরকারি কলেজ
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে |
---|---|
ধরন | সরকারি কলেজ |
শিক্ষার্থী | ৫৬২০ জন[১] |
অবস্থান | , রাজশাহী , ২৪°০৭′৪৪″ উত্তর ৮৯°০৪′২৭″ পূর্ব / ২৪.১২৯০২৬° উত্তর ৮৯.০৭৪২৪৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | নিজস্ব |
ভাষা | বাংলা |
পোশাকের রঙ | সাদা |
ঈশ্বরদী সরকারি কলেজ বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা প্রতিষ্ঠান।
ভর্তি প্রক্রিয়া
[সম্পাদনা]মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার পরে ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তারপরে ফলাফল বিবেচনা করে ভর্তি প্রক্রিয়া করা হয়। এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত।
আসন সংখ্যা
[সম্পাদনা]এই কলেজে মেধা তালিকা অনুসারে আসন সংখ্যা নির্বাচন করা হয়ে থাকে।মোট আসন সংখ্যা ৫৫২০।
খেলাধুলা
[সম্পাদনা]নিজস্ব খেলার মাঠ থাকায় শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষে আন্তঃহাউজ ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন
[সম্পাদনা]সৃজনশীলতা ও ত্যাগী মনোভাব অর্জনের জন্য বিএনসিসি (সেনাবাহিনী), রোভার স্কাউট, গার্লস ইন গাইড চালু আছে।
কোর্সসমূহ
[সম্পাদনা]এই কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস এবং বিবিএস(পাশ) কোর্স চালু আছে। আগামীতে বিএ, বিএসসি(পাশ) এবং বিবিএ কোর্স চালু প্রক্রিয়াধীন আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]https://web.archive.org/web/20190830090853/http://www.igc.edu.bd/