স্বপ্নজাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বপ্নজাল
পরিচালকগিয়াস উদ্দিন সেলিম
প্রযোজকআবুল খায়ের
রচয়িতাগিয়াস উদ্দিন সেলিম
শ্রেষ্ঠাংশে
সুরকাররশীদ শরীফ শোয়েব
চিত্রগ্রাহককামরুল হাসান খসরু
সম্পাদকইকবাল আহসানুল কবির
প্রযোজনা
কোম্পানি
বেঙ্গল ক্রিয়েশন্‌স
মুক্তি
  • ৬ এপ্রিল ২০১৮ (2018-04-06)
স্থিতিকাল১৪৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

স্বপ্নজাল হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মনপুরা নির্মাণের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্‌স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৮ সালের ৬ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।[১][২]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির মূল চিত্রগ্রহণ শুরু হয়। চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর পারে এবং কলকাতায়ও কিছু দৃশ্যের চিত্রায়ন হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।[৪]

মুক্তি[সম্পাদনা]

২০১৭ সালের ৩১শে ডিসেম্বর ইউটিউবে স্বপ্নজাল চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়।[৫] ছবিটি ২০১৮ সালের ৬ই এপ্রিল বাংলাদেশে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটি মুক্তির আগের দিন ৫ এপ্রিল, ২০১৮ প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলে "এমন করে বলছি" শীর্ষক গানটি প্রকাশিত হয়। গানটির গীত রচনা করেছেন উম্মে রায়হানা মুমু ও সুর করেন রশীদ শরীফ শোয়েব। গানে কণ্ঠ দেন শোয়েব ও আরমিন মুসা।[৭]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এমন করে বলছি"উম্মে রায়হানা মুমুরশীদ শরীফ শোয়েবরশীদ শরীফ শোয়েব ও আরমিন মুসা২:১০

প্রতিক্রিয়া[সম্পাদনা]

দ্য ডেইলি স্টারের ফাহমিম ফেরদৌস ছবিটি সম্পর্কে লিখেন, "স্বপ্নজাল-এ চলচ্চিত্রের সকল উপাদান রয়েছে যা ধ্রুপদী দক্ষিণ এশীয় চলচ্চিত্রের স্বাক্ষর - প্রণয়, দ্বন্দ্ব, বিয়োগ, নায়কোচিত পণ, কাব্যিক ন্যায় বিচার ও সমাজ বাস্তবতা - সবকিছু সমানভাবে রয়েছে। সেলিমের এই উপাদানগুলোর ব্যবহার প্রশংসার যোগ্য।"[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Swapnajaal' receive praises all over social media"ঢাকা ট্রিবিউন। ৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  2. "Swapnajaal Giasuddin Selim's Finest Work!"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ 
  3. "'স্বপ্নজাল' ছবিতেও সেই সোনাই-পরী!"দৈনিক প্রথম আলো। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  4. "পরীর 'স্বপ্নজাল' বিনা কর্তনে ছাড়পত্র পেল"দৈনিক ইত্তেফাক। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  5. "প্রকাশিত হলো গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল'র ট্রেলার"দৈনিক ইত্তেফাক। ৩১ ডিসেম্বর ২০১৭। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  6. "২০ প্রেক্ষাগৃহে'স্বপ্নজাল'"পরিবর্তন.কম। ৫ এপ্রিল ২০১৮। ৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  7. "'স্বপ্নজাল'-এর নতুন গান প্রকাশ হল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  8. ফেরদৌস, ফাহমিম (৮ এপ্রিল ২০১৮)। "FILM REVIEW: SWAPNAJAAL - Giasuddin Selim delivers on his promise"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]