সুবল দাস
সুবল দাস | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | সুবল দাস |
জন্ম | ব্রাহ্মণবাড়িয়া, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ২৭ ডিসেম্বর ১৯২৭
মৃত্যু | ১৬ আগস্ট ২০০৫ কোলকাতা, ভারত | (বয়স ৭৭)
ধরন | ফোক, সাউন্ডট্র্যাক |
পেশা | সঙ্গীত পরিচালক, সুরকার |
বাদ্যযন্ত্র | বেহালা, অর্কেস্ট্রা, সেতার |
কার্যকাল | ১৯৫৯ |
সুবল দাস (২৭ ডিসেম্বর, ১৯২৭ - ১৬ আগস্ট, ২০০৫) ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি খ্যাতি অর্জন করেন। তবে তিনি বেতার ও টেলিভিশনের সাথেও যুক্ত ছিলেন। তার সুরকৃত অসংখ্য গান বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেন। তার সুরকৃত গান গেয়ে অনেক শিল্পী জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সুবল দাস ১৯২৭ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা রশিকলাল দাস এবং মা কামিনী দাস। পরিবারের আগ্রহেই তিনি সঙ্গীতচর্চা শুরু করেন। তিনি সেতারে তালিম নেন ওস্তাদ খাদেম হোসেন খান এবং ওস্তাদ আয়াত আলী খান এর কাছ থেকে। সঙ্গীতে পারদর্শিতা অর্জন করে তিনি সুর ও সঙ্গীত পরিচালনায় মনোনিবেশ করেন। সঙ্গীতের পাশাপাশি ফুটবল খেলায় ঝোঁক ছিল প্রবল। নিয়মিত খেলতেন ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে।[১]
কর্মজীবন
[সম্পাদনা]সুবল দাস ১৯৫৯ সালে চলচ্চিত্রকার ফতেহ লোহানী পরিচালিত আকাশ আর মাটি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তার সুরকৃত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া "তবে কি আমার নেই কোন ঠাঁই" গানটি বিপুল প্রশংসিত হয়। ১৯৬৩ সালে পাকিস্তান বেতারের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৬৭ সালে পাকিস্তান টেলিভিশনের সুরকার হিসেবে যোগ দেন। এ সময় তিনি কিছু উর্দু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।[১] বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে স্বরলিপি চলচ্চিত্রের "গানেরই খাতায় স্বরলিপি লিখে", আলো তুমি আলেয়া চলচ্চিত্রের "আমি সাত সাগর পাড়ি দিয়ে", যোগ বিয়োগ চলচ্চিত্রের "এই পৃথিবীর পান্থশালায়" উল্লেখযোগ্য।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- আকাশ আর মাটি (১৯৫৯)
- আলিবাবা (১৯৬৭)
- জুলেখা (১৯৬৭)
- স্বর্ণ কমল (১৯৬৯)
- ভানুমতি (১৯৬৯)
- স্বরলিপি (১৯৭০)
- তানসেন (১৯৭০)
- দর্পচূর্ণ (১৯৭০)
- স্বরলিপি (১৯৭১)
- এখানে আকাশ নীল (১৯৭৩)
- অনির্বাণ (১৯৭৩)
- অনেক দিন আগে (১৯৭৪)
- অনেক প্রেম অনেক জ্বালা (১৯৭৫)
- ডাক পিয়ন (১৯৭৫)
- আলো তুমি আলেয়া (১৯৭৫)
- নকল মানুষ (১৯৭৫)
- উপহার (১৯৭৫)
- হাসি কান্না (১৯৭৫)
- গোলমাল (১৯৮৬)
- যোগ বিয়োগ
- গৃহলক্ষ্মী
- অনুরাগ
- ভালো মানুষ
- পুত্রবধূ
- ভাঙ্গাগড়া
- শীষনাগ
- অচেনা অতিথি
- ওরাও মানুষ
- বিষকন্যার প্রেম (১৯৮৬)
- সোনার সংসার (১৯৮৯)
- রাঙা ভাবী (১৯৮৯)
- ববি (১৯৯০)
- অন্ধ বিশ্বাস (১৯৯২)
- অবুঝ সন্তান (১৯৯৩)
- আঞ্জুমান (১৯৯৫)
মৃত্যু
[সম্পাদনা]সুবল দাস ২০০৫ সালের ১৬ই আগস্ট মৃত্যুবরণ করেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ রেজাউল করিম খোকন (১৬ আগস্ট ২০১৫)। "সুরস্রষ্টা সুবল দাস"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৬।
- ↑ এস মাহবুব। "বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় ২০টি গান"। জাপান বাংলাদেশ ডটকম। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুবল দাস (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুবল দাস
- বাংলাপিডিয়ায় সুবল দাস