শারমিন সুলতানা সুমি
শারমিন সুলতানা সুমি সুমি | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ১৬ সেপ্টেম্বর খুলনা, বাংলাদেশ |
উদ্ভব | খুলনা |
ধরন | আধুনিক, ব্যান্ড |
পেশা | সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ২০০২–বর্তমান |
লেবেল | জি সিরিজ |
শারমিন সুলতানা সুমি (সুমি নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী। তিনি জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রধান গায়িকা।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শারমিন সুলতানা সুমি খুলনায় বাবা মকবুল হোসেন এবং মাতা শেলি খাতুন এর ঘরে জন্মগ্রহণ করেন।[৪][৫] সুমি এর পরিবারে ৫ বোন ও ২ ভাই আছেন।[৬] এরপর পড়াশোনা করতে ঢাকায় পাড়ি জমান। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং এখান থেকে পড়াশোনা সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]সুমি ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা।[৭] এছাড়া তিনি অন্যান্য শিল্পীদের জন্যও তিনি গান লেখেন, গান করেন, সুর করেন।[৮] টেলিভিশন, আয়নাবাজি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে সুমি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।[৯]
প্লেব্যাক করা চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | সঙ্গীত পরিচালক | গীতিকার | গান | টীকা |
---|---|---|---|---|---|
২০১৬ | আয়নাবাজি | চিরকুট | শারমিন সুলতানা সুমি | "দুনিয়া" | |
২০১৬ | আইসক্রিম | "ভালো থাকা মন্দ থাকা" | |||
২০১৭ | ডুব | চিরকুট | শারমিন সুলতানা সুমি | "আহারে জীবন" | ৩য় ইস্ট ফিল্মফেয়ার এওয়ার্ড এর বেস্ট ফিমেল সিঙ্গার এবং বেস্ট লিরিক্স এর নোমিনেশান |
২০১৭ | ভয়ংকর সুন্দর | চিরকুট | শারমিন সুলতানা সুমি | "এই শহরের কাকটাও জেনে গেছে" |
অর্জন
[সম্পাদনা]সুমি বাংলা একাডেমি কর্তৃক অনন্যা শীর্ষ দশ পুরস্কারে ভূষিত হন।[১০] সমাজে বিশেষ অবদানের জন্য অনন্যা ম্যাগাজিন কর্তৃক সুমিসহ ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হয়।[১১] এছাড়াও তিনি ২০১৮ সালের ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা[১২] এবং সেরা গানের কথা[১৩]-র জন্য মনোনয়ন পান।[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ইসহাক, মারুফ (১ এপ্রিল ২০১৫)। "আকাশে দিয়েছি টিপ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Please stay at home: Sumi"। newagebd.net। মার্চ ৩০, ২০২০। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০।
- ↑ "করোনা নিয়ে যা বললেন চিরকুটের সুমি"। ittefaq.com.bd। ২৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০।
- ↑ "খেলতে গিয়ে ইফতারের কথা ভুলে যেতাম : শারমিন সুমি"। জাগো নিউজ। ৮ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০।
- ↑ "স্টার ওমেন"। দ্যা ডেইলি স্টার। মার্চ ৮, ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭।
- ↑ "মা হারালেন চিরকুটের সুমি"। bangla.report। ১৭ জানুয়ারি ২০২২। সেপ্টেম্বর ১০, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১০, ২০২২।
- ↑ "Chirkut's new music video 'Ontore Bahire' released"। ২২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "'তুই তো মেয়েদের ব্যান্ডে আছিস!'"। বাংলা ট্রিবিউন। মার্চ ৮, ২০১৬। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭।
- ↑ "চিরকুটের বাদ্যযন্ত্র ও সুমির নাকের নথ বিক্রি হলো ১০ লাখে - মত ও পথ"। matopath.com। মে ১৪, ২০২০। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০।
- ↑ "Femme Fabulous -Sharmin Sultana Sumi"। দি ডেইলি স্টার। ১৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Chirkutt's Sumi receives Ananya Shirsha Dosh award"। বাংলা ট্রিবিউন। ৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Nominations for Filmfare Awards East 2018"। Filmfare। The Times of India। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "NOMINATIONS FOR Filmfare Awards East 2018 - Best Lyrics"। Filmfare। The Times of India। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Chirkut earns nominations for Filmfare Awards"। The Financial Express। ফেব্রুয়ারি ১৭, ২০১৮। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।