মহাশ্বেতা দেবীর সাহিত্যকর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহাশ্বেতা দেবী (১৪ জানুয়ারি, ১৯২৬ – ২৮ জুলাই, ২০১৬) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও আদিবাসী অধিকার আন্দোলনকর্মী। তিনি মূলত উপন্যাস ও ছোটোগল্প রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচনা ইংরেজি, সুইডিস, জার্মান, জাপানি, ফরাসী ও ইতালীয় ভাষায় এবং ভারতের হিন্দি, তামিল, কন্নড়, মালয়লাম, মারাঠি, তেলুগু, গুজরাতি, অসমীয়া, ওডিয়া ও হো ভাষায় অনূদিত হয়। এই পৃষ্ঠায় তাঁর সাহিত্যকর্মের বিস্তারিত বিবরণ দেওয়া হল:[১]

জীবনী[সম্পাদনা]

শিরোনাম প্রকাশকাল প্রকাশক অতিরিক্ত তথ্য তথ্যসূত্র
ঝাঁসির রানি ১৯৫৬ নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জীবনী। মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ। রানির পৌত্র জি. সি. তাম্বে কর্তৃক সংগৃহীত ঐতিহাসিক নথিপথ-সহ অন্যান্য নথি, লোককথা, কথা ও জনসাধারণের মধ্যে মৌখিকভাবে প্রচলিত কিংবদন্তিগুলি নিয়ে গবেষণার পর এই বইটি লেখা হয়।

উপন্যাস[সম্পাদনা]

শিরোনাম প্রকাশকাল প্রকাশক অতিরিক্ত তথ্য তথ্যসূত্র
নটী ১৯৫৭ নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস।
যমুনা-কি-তীর ১৯৫৮ বসুধারা প্রকাশনী, কলকাতা
মধুরে মধুর ১৯৫৮ এ মুখার্জি অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড, কলকাতা
তিমির লগন ১৯৫৯ করুণা প্রকাশনী, কলকাতা
এতটুকু আশা ১৯৫৯ করুণা প্রকাশনী, কলকাতা
প্রেমতারা ১৯৫৯ এম. সি. সরকার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড, কলকাতা
পরম পিপাসা ১৯৬০ ডি. এম. লাইব্রেরি, কলকাতা
রূপরাখা ১৯৬০ করুণা প্রকাশনী, কলকাতা
তারার আঁধার ১৯৬০ কথাকলি, কলকাতা
সন্ধ্যার কুয়াশা ১৯৬২ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
লায়লী আশমানের আয়না ১৯৬২ করুণা প্রকাশনী, কলকাতা
অমৃতসঞ্চয় ১৯৬২ ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিমিটেড, কলকাতা
বায়োস্কোপের বাক্স ১৯৬৪ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
দিনের পারাবার ১৯৬৪ ডি. এম. লাইব্রেরি, কলকাতা
অজানা ১৯৬৫ অমর সাহিত্য প্রকাশন, কলকাতা
আঁধারমানিক ১৯৬৬ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
তীর্থ শেষের সন্ধ্যা ১৯৬৬ সংযোগ, কলকাতা
বিপন্ন আয়না ১৯৬৬ ডি. এম. লাইব্রেরি, কলকাতা
দুস্তর ১৯৬৭ করুণা প্রকাশনী, কলকাতা
কবি বন্দ্যঘটী গাঞির জীবন ও মৃত্যু ১৯৬৭ চতুষ্পর্ণা, কলকাতা
স্বামীর ঘর ১৯৬৮ উজ্জ্বল সাহিত্য মন্দির, কলকাতা
ধানের শীষে শিশির ১৯৭২ করুণা প্রকাশনী, কলকাতা
হাজার চুরাশির মা ১৯৭৪ করুণা প্রকাশনী, কলকাতা ১৯৭০-এর দশকের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। এই উপন্যাসটির জন্য ১৯৯৬ সালে মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। [২][৩]
স্বাহা ১৯৭৭ বাণীশিল্প, কলকাতা
অরণ্যের অধিকার ১৯৭৭ করুণা প্রকাশনী, কলকাতা
ঘরে ফেরা ১৯৭৯ শরৎ পাবলিশিং, কলকাতা
চোট্টি মুণ্ডা ও তার তীর ১৯৮০ করুণা প্রকাশনী, কলকাতা
অক্লান্ত গৌরব ১৯৮২ নবপত্র প্রকাশন, কলকাতা
পলাতক ১৯৮৩ নবপত্র প্রকাশন, কলকাতা
বিবেক বিদায় পালা ১৯৮৩ মণ্ডল বুক হাউস, কলকাতা
সুরজ গাগরাই ১৯৮৩ সমকাল প্রকাশনী, কলকাতা
তিতুমীর ১৯৮৪ সমকাল প্রকাশনী, কলকাতা
শৃঙ্খলিত ১৯৮৫ শরৎ পাবলিশিং, কলকাতা
আশ্রয় ১৯৮৫ মণ্ডল বুক হাউস, কলকাতা
স্বেচ্ছা সৈনিক ১৯৮৬ নবপত্র প্রকাশন, কলকাতা
নীল ছবি ১৯৮৬ করুণা প্রকাশনী, কলকাতা
বিশ-একুশ ১৯৮৬ প্রমা প্রকাশনী, কলকাতা
বৈসূচনের সেনা ১৯৮৭ প্রমা প্রকাশনী, কলকাতা
বন্দোবস্তী ১৯৮৮ করুণা প্রকাশনী, কলকাতা
টেরাড্যাকটিল, পূরণসহায় ও পিরথা ১৯৮৯ প্রমা প্রকাশনী, কলকাতা
সতী ১৯৮৯ প্রমা প্রকাশনী, কলকাতা
ক্ষুধা ১৯৯২ দে’জ পাবলিশিং, কলকাতা
মার্ডরারের মা ১৯৯২ দে’জ পাবলিশিং, কলকাতা
হিরো: একটি ব্লু-প্রিন্ট ১৯৯৩ দে’জ পাবলিশিং, কলকাতা
আই. পি. এস. ৩৭৫ ১৯৯৩ করুণা প্রকাশনী, কলকাতা
সাত নম্বর আত্মহত্যা ১৯৯৪ বিকাশ গ্রন্থ ভবন, কলকাতা
আগুন জ্বলেছিল ১৯৯৪ দে’জ পাবলিশিং, কলকাতা
ব্যাধখণ্ড ১৯৯৪ দে’জ পাবলিশিং, কলকাতা
কৈবর্তখণ্ড ১৯৯৪ দে’জ পাবলিশিং, কলকাতা
সাংবাদিক ১৯৯৪ বিকাশ গ্রন্থ ভবন, কলকাতা
বেনেবউ ১৯৯৪ করুণা প্রকাশনী, কলকাতা
প্রতি চুয়ান্ন মিনিটে ১৯৯৪ করুণা প্রকাশনী, কলকাতা
৬ই ডিসেম্বরের পর ১৯৯৪ করুণা প্রকাশনী, কলকাতা
প্রস্থানপর্ব ১৯৯৫ দে’জ পাবলিশিং, কলকাতা
মিলুর জন্য ১৯৯৬ করুণা প্রকাশনী, কলকাতা
ঘোরানো সিঁড়ি ১৯৯৭ করুণা প্রকাশনী, কলকাতা
যে যুদ্ধ থামল না ১৯৯৮ দে’জ পাবলিশিং, কলকাতা
ঊনত্রিশ নম্বর ধারার আসামি ১৯৯৮ দে’জ পাবলিশিং, কলকাতা
জটায়ু ২০০১ বিকাশ গ্রন্থ ভবন, কলকাতা

উপন্যাস সংকলন[সম্পাদনা]

শিরোনাম প্রকাশকাল প্রকাশক উপন্যাস-সূচি তথ্যসূত্র
শ্রীশ্রীগণেশ মহিমা ১৯৮১ করুণা প্রকাশনী, কলকাতা (১) শ্রীশ্রীগণেশ মহিমা,
(২) সরসতীয়া
প্রথম পাঠ ১৯৮৯ অমৃতধারা, কলকাতা (১) প্রথম পাঠ,
(২) সন্ধ্যার পাঠশালা
দশটি উপন্যাস ২০০২ করুণা প্রকাশনী, কলকাতা (১) গান্ধারী পর্ব,
(২) পোস্টমর্টেম,
(৩) সাংবাদিক,
(৪) ঝাঁঝরি-কড়া-বেড়ি-হাতা,
(৫) মনে মনে,
(৬) রেজিস্টার্ড নং ১০৩৪,
(৭) ওয়ান্টেড,
(৮) গোহ,
(৯) বেদনাবালার আত্মকথা,
(১০) দুস্তর
স্বপ্ন দেখার অধিকার ২০০৪ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা (১) স্বপ্ন দেখার অধিকার,
(২) ধানকুড়ানি,
(৩) সম্পর্ক,
(৪) একটি রাত কহানি,
(৫) এলাটিং বেলাটিং সই লো
দিয়া ও মেয়ে নামতা ২০০৪ দে’জ পাবলিশিং, কলকাতা (১) দিয়া,
(২) মেয়ে নামতা
তিন কন্যা ও অধবা ২০০৯ দে’জ পাবলিশিং, কলকাতা (১) তিন কন্যা,
(২) অধবা
পাঁচটি উপন্যাস ২০১০ করুণা প্রকাশনী, কলকাতা (১) রূপরাখা,
(২) নিরুদ্দেশ যাত্রা,
(৩) মধুরে মধুর,
(৪) দুর্ঘটনা,
(৫) মিলুর জন্য
নানা রসের ৯টি উপন্যাস ২০১০ দীপ প্রকাশন, কলকাতা (১) মিলুর জন্য,
(২) প্রস্থানপর্ব,
(৩) আই. পি. এস. ৩৭৫,
(৪) প্রতি চুয়ান্ন মিনিটে,
(৫) পারিবারিক,
(৬) মুখ,
(৭) কেয়ারটেকার,
(৮) ঘোরানো সিঁড়ি,
(৯) ন্যাদোশ
পরিশিষ্ট: ছিন্ন পাতার ভেলা
অস্থির পঞ্চম ২০১১ পাল পাবলিশার্স, কলকাতা (১) রাহুকাল,
(২) মৃত্যুসংবাদ,
(৩) বিনীতা মিত্র,
(৪) লক্ষ্মণরেখা,
(৫) অস্থির পঞ্চম
পছন্দের পাঁচ উপন্যাস ২০১৩ দিয়া পাবলিকেশন, কলকাতা (১) কবি বন্দ্যঘটী গাঞির জীবন ও মৃত্যু,
(২) অরণ্যের অধিকার,
(৩) মাস্টার সাব,
(৪) চোট্টি মুণ্ডা ও তার তীর,
(৫) বেনেবউ

পৃথক গ্রন্থাকারে অপ্রকাশিত উপন্যাস[সম্পাদনা]

এই উপন্যাসগুলি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এগুলির মধ্যে কয়েকটি উপন্যাস মহাশ্বেতা দেবীর কোনও কোনও উপন্যাস সংকলনে অন্তর্ভুক্ত হলেও পৃথকভাবে গ্রন্থাকারে প্রকাশিত হয়নি।

শিরোনাম পত্রিকা (সংখ্যা) প্রকাশক অতিরিক্ত তথ্য তথ্যসূত্র
আকাশছোঁয়া উল্টোরথ (৮ম বর্ষ, ৩য় সংখ্যা) ১৯৫৯
স্বয়ংবর বসুধারা (৪র্থ বর্ষ, ১ম খণ্ড, ১ম সংখ্যা) ১৯৬০ রূপরাখা উপন্যাসের আদিরূপ। রূপরাখা উপন্যাসটি সেই বছরই করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
ফানুস বসুধারা (শারদীয়া) ১৯৬১
সামনে তাকাও গল্পভারতী (কার্তিক, ১৩৬৮) ১৯৬১
শেষ অঙ্ক: শেষ দৃশ্য সিনেমা জগৎ (আশ্বিন, ১৩৭২) ১৯৬৫
গোলাপের যুদ্ধ গল্পভারতী (শারদীয়া, ১৩৭২) ১৯৬৫
বাসস্টপে বর্ষা দীপান্বিতা (শারদীয়া, ১৩৭৩) ১৯৬৬
ক্ষুর উল্টোরথ (১৫শ বর্ষ, ৪র্থ সংখ্যা) ১৯৬৬
তিনটি জলছবি সিনেমাজগৎ (বিশেষ শারদীয় সংখ্যা) ১৯৬৬
জনমত উল্টোরথ (বিশেষ জন্মদিন সংখ্যা) ১৯৬৭ স্বামীর ঘর উপন্যাসের আদিরূপ।
চণ্ডালিকা উল্টোরথ (নববর্ষ সংখ্যা, বৈশাখ) ১৯৬৮
বৈশাখী ঝড় উল্টোরথ (আষাঢ় সংখ্যা) ১৯৬৯
মোমবাতি জলসা (শারদ সংখ্যা) ১৯৬৯
দেবিকার জন্মদিন উল্টোরথ (জন্মদিন সংখ্যা) ১৯৭২
রণক্ষেত্র গল্পভারতী (শারদীয়া) ১৯৭২
জন্ম যদি তব দক্ষিণীবার্তা (শারদীয়া সংখ্যা) ১৯৭৬ মাইকেল মধুসূদন দত্তের জীবনভিত্তিক উপন্যাস।
মাস্টার সাব প্রমা (শারদীয়া সংখ্যা) ১৯৭৯ সরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ও রত্নাবলী প্রকাশিত অন্যস্বরের উপন্যাস: লিটল ম্যাগাজিনের নির্বাচিত উপন্যাস (২০০১) গ্রন্থে সংকলিত।
হুলমাহা যুগান্তর (শারদ সংখ্যা) ১৯৮২
পিতা দৈনিক বসুমতী (শারদীয়া সংখ্যা) ১৯৮৫
বর্ণমালা সত্যযুগ (শারদ সংখ্যা) ১৯৮৫ সত্য ও অসভ্য উপন্যাসের আদিরূপ।
জঙ্গল ঋতুপত্র গাঙ্গেয় ১৯৮৬
কুড়ানি কলকাতা (শারদীয় সংখ্যা) ১৯৮৯
পোস্টমর্টেম নবকল্লোল (শারদীয় সংখ্যা) ১৯৮৯
জনক প্রসাদ (শারদ সংখ্যা) ১৯৮৯
মহাকাল দৈনিক বসুমতী (শারদীয়া সংখ্যা) ১৯৯০
সময়, এই সময় ওভারল্যান্ড (শারদ সংখ্যা) ১৯৯০
গান্ধারী পর্ব প্রসাদ (শারদ সংখ্যা) ১৯৯১ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
সংবাদ নবকল্লোল (শারদ সংখ্যা) ১৯৯২
রাহুকাল ওভারল্যান্ড (উৎসব সংখ্যা) ১৯৯২ অস্থির পঞ্চম গ্রন্থে সংকলিত।
মৃত্যুসংবাদ নবকল্লোল (শারদ সংখ্যা) ১৯৯৪ অস্থির পঞ্চম গ্রন্থে সংকলিত।
লক্ষ্মণরেখা সংবাদ প্রতিদিন (শারদ সংখ্যা) ১৯৯৫ অস্থির পঞ্চম গ্রন্থে সংকলিত।
স্রু প্রতিক্ষণ (শারদ সংখ্যা) ১৯৯৫
বিনীতা মিত্র নবকল্লোল (শারদ সংখ্যা) ১৯৯৫ অস্থির পঞ্চম গ্রন্থে সংকলিত।
অস্থির পঞ্চম প্রসাদ (পূজাসংখ্যা) ১৯৯৫ অস্থির পঞ্চম গ্রন্থে সংকলিত।
হাইরাইজ মনোরমা (শারদীয়া সংখ্যা) ১৯৯৬
রেজিস্টার্ড নং ১০৩৪ নবকল্লোল (শারদ সংখ্যা) ১৯৯৬ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
রাতকাহিনী (প্রথম পর্ব) প্রতিক্ষণ (শারদ সংখ্যা) ১৯৯৭
বেদনাবালার আত্মকথা বর্তমান (শারদ সংখ্যা) ১৯৯৭ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
ধানকুড়ানি প্রসাদ (শারদ সংখ্যা) ১৯৯৮ স্বপ্ন দেখার অধিকার গ্রন্থে সংকলিত।
মনে মনে প্রসাদ (শারদ সংখ্যা) ১৯৯৯ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
একটি রাত কহানী আজকাল (শারদ সংখ্যা) ২০০০ স্বপ্ন দেখার অধিকার গ্রন্থে সংকলিত।
ঝাঁঝরি-কড়া-বেড়ি-হাত সংবাদ প্রতিদিন (শারদ সংখ্যা) ২০০০ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
সম্পর্ক প্রসাদ (শারদ সংখ্যা) ২০০০ স্বপ্ন দেখার অধিকার গ্রন্থে সংকলিত।
ওয়ান্টেড সংবাদ প্রতিদিন (শারদ সংখ্যা) ২০০১ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
গোহ আজকাল (শারদ সংখ্যা) ২০০১ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
পোস্টমর্টেম প্রসাদ (শারদ সংখ্যা) ২০০১ দশটি উপন্যাস গ্রন্থে সংকলিত।
স্বপ্ন দেখার অধিকার সংবাদ প্রতিদিন (শারদ সংখ্যা) ২০০২ স্বপ্ন দেখার অধিকার গ্রন্থে সংকলিত।
এলাটিং বেলাটিং সই লো প্রসাদ (শারদ সংখ্যা) ২০০২ স্বপ্ন দেখার অধিকার গ্রন্থে সংকলিত।
দিয়া প্রসাদ (শারদ সংখ্যা) ২০০৩ দিয়া ও মেয়ে নামতা গ্রন্থে সংকলিত
মেয়ে নামতা সংবাদ প্রতিদিন (শারদ সংখ্যা) ২০০৩ দিয়া ও মেয়ে নামতা গ্রন্থে সংকলিত।
নৃসিংহ দূরবতার চতুষ্পর্ণা প্রকাশকাল অজ্ঞাত

ছোটোগল্প[সম্পাদনা]

ছোটোগল্প সংকলন[সম্পাদনা]

শিরোনাম প্রকাশকাল প্রকাশক গল্পসূচি অতিরিক্ত তথ্য তথ্যসূত্র
কি বসন্তে কি শরতে ১৯৫৯ বুক সোসাইটি, কলকাতা (১) "যশবন্তী",
(২) "সতীরানির ঘাট",
(৩) "পদ্মিনী",
(৪) "শুধু পটে লিখা",
(৫) "জলে ঢেউ দিয়ো দিও না",
(৬) "চম্পা",
(৭) "পরম আত্মীয়",
(৮) "চিন্তা",
(৯) "ছায়াবাজি"।
প্রথম প্রকাশিত গল্প-সংকলন।
সপ্তপর্ণী ১৯৬০ বিশ্ববাণী প্রকাশনী, কলকাতা (১) "তৃষ্ণা",
(২) "সোনালি মাছ",
(৩) "দাহ",
(৪) "বেড়াল",
(৫) "ছেঁড়া চিঠি",
(৬) "রঙ্গওয়ালী",
(৭) "আশু ডাক্তারের বাড়ি"।
সোনা নয় রুপো নয় ১৯৬২ আর. এন. চ্যাটার্জি, কলকাতা (১) "সোনা নয়, রুপো নয়",
(২) "শৈবাললতা"।
সুভগা বসন্ত ১৯৬৮
জানুয়ারি ২০১০ (পুনর্মুদ্রণ)
অমর সাহিত্য প্রকাশন, কলকাতা
করুণা প্রকাশনী, কলকাতা (পুনর্মুদ্রণ)
(১) "দেওয়ানা খইমালা ও ঠাকুরবটের কাহিনী",
(২) "রোমথা"।
‘অনবরত’র অবিশ্বাস্য ১৯৭২ মণ্ডল বুক হাউস, কলকাতা - ‘অনবরত বাগচী’র ১১টি সরস গল্প। গল্পগুলির পৃথক নাম নেই। মণ্ডল বুক হাউস থেকেই ১৯৯৯ সালে অবিশ্বাস্য নামে বইটি পুনর্মুদ্রিত হয়।
অগ্নিগর্ভ ১৯৭৮ করুণা প্রকাশনী, কলকাতা (১) "অপারেশন ? বসাই টুডু",
(২) "দ্রৌপদী",
(৩) "জল",
(৪) "এম. ডবলু. বনাম লখিন্দ"।
বেহুলা ১৯৭৯ অন্যধারা প্রকাশনী, কলকাতা (১) "গুরু",
(২) "জাতুধান",
(৩) "অস্থি",
(৪) "জল",
(৫) "বেহুলা"।
মূর্তি ১৯৭৯ নবপত্র প্রকাশন, কলকাতা (১) "মূর্তি",
(২) "মোহনপুরের রূপকথা"।
নৈঋতে মেঘ ১৯৭৯ করুণা প্রকাশনী, কলকাতা (১) "জগমোহনের মৃত্যু",
(২) "শিকার",
(৩) "শিশু",
(৪) "নুন",
(৫) "বিছন",
(৬) "ধৌলী",
(৭) "রুদালী",
(৮) "ডাইনি"।
স্তনদায়িনী ও অন্যান্য গল্প (১) "জগন্নাথের রথ",
(২) "যশোমতী",
(৩) "বান",
(৪) "সন্দেশ",
(৫) "বাঁয়েন",
(৬) "সাঁজ-সকালের মা",
(৭) "ভীষ্মের পিপাসা",
(৮) "বিশালাক্ষীর ঘর",
(৯) "হারুণ সালেমের মাসি", (১০) "নেশা",
(১১) "যমুনাবতীর মা",
(১২) "আজীর",
(১৩) "মাদার ইন্ডিয়া",
(১৪) "এইচ. এফ. ৩৭: রিপোর্টাজ",
(১৫) "নিহত ও মৃত",
(১৬) "স্তনদায়িনী",
(১৭) "অনন্ত খাটুয়া: এইচ. এম."।
হরিরাম মাহাতো ১৯৮২ প্রকাশক প্রকাশন সংস্থা, কলকাতা (১) "হরিরাম মাহাতো",
(২) "সাগোয়ানা"।
ইঁটের পরে ইঁট ১৯৮২ করুণা প্রকাশনী, কলকাতা (১) "এজাহার",
(২) "শনিচরী",
(৩) "রাজা বাসার রূপকথা",
(৪) "ইঁটের পরে ইঁট"।
মায়ের মূর্তি ১৯৮২ সমকাল প্রকাশনী, কলকাতা (১) "মায়ের মূর্তি",
(২) "জাহ্নবী মা",
(৩) "সাঁঝ-সকালের মা",
(৪) "যমুনাবতীর মা",
(৫) "মাদার ইন্ডিয়া",
(৬) "যশোমতী",
(৭) "বান",
(৮) "কানাই বৈরাগীর মা"।
শালগিরার ডাকে ১৯৮২ করুণা প্রকাশনী, কলকাতা (১) "শালগিরার ডাকে",
(২) "প্রেতোৎসব",
(৩) "হুলমাহার মা"।
পাঁকাল ১৯৮৩ প্রকাশক প্রকাশন সংস্থা, কলকাতা (১) "চরণদাসী",
(২) "পাঁকাল"।
গ্রাম বাংলা: ১ ১৯৮৪ করুণা প্রকাশনী, কলকাতা (১) "গ্রাম বাংলা",
(২) "সীমান্ত",
(৩) "অন্ধকারের সন্ততি"।
গ্রাম বাংলা: ২ ১৯৮৪ করুণা প্রকাশনী, কলকাতা (১) "রাজা",
(২) "স্বদেশের ধূলি",
(৩) "লাইফার",
(৪) "তেপান্তরী"।
মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প ১৯৮৪ প্রমা, কলকাতা (১) "চম্পা",
(২) "পরম আত্মীয়",
(৩) "চিন্তা",
(৪) "ছায়াবাজি",
(৫) "সোনালি মাছ",
(৬) "দেওয়ানা খইমালা ও ঠাকুরবটের কাহিনী",
(৭) "শরীর",
(৮) "ধীবর",
(৯) "পিণ্ডদান", (১০) "জল",
(১১) "রং নাম্বার",
(১২) "উর্বশী ও জনি",
(১৩) "বাঁয়েন",
(১৪) "আজীর",
(১৫) "স্তনদায়িনী"।
দৌলতি ১৯৮৫ নবপত্র প্রকাশন, কলকাতা (১) "দৌলতি",
(২) "পালামৌ",
(৩) "গোহুমণি"।
আশ্রয় ও সত্য-অসত্য ১৯৮৫ মণ্ডল বুক হাউস, কলকাতা (১) "আশ্রয়",
(২) "সত্য-অসত্য"।
সিধু কানুর ডাকে ১৯৮৫ শরৎ পাবলিশিং, কলকাতা (১) শিরোনামহীন গল্প,
(২) "ঘণ্টা বাজে"।
এই সংকলনের প্রথম গল্পটির কোনও শিরোনাম নেই। এটি যুগান্তর পত্রিকায় "হুলমাহা" নামে মুদ্রিত হয়েছিল।
নির্বাচিত সংকলন / মহাশ্বেতা দেবী ১৯৮৬ শরৎ পাবলিশিং, কলকাতা (১) "জল",
(২) "তরাস",
(৩) "ভাতুয়া",
(৪) "পিতাপুত্র",
(৫) "এইচ. এফ. ৩৭: রিপোর্টাজ",
(৬) "সমাজবাদ ববুয়া",
(৭) "চড়ক",
(৮) "ভীষণ যুদ্ধের পর",
(৯) "জাতুধান",
(১০) "গিরিবালা",
(১১) "ভাত",
(১২) "চড়ক",
(১৩) "বড়াম মায়ের থানে",
(১৪) "ভাসাভাসি",
(১৫) "মানত",
(১৬) "কুড়োনির বেটা",
(১৭) "অর্জুন"।
বর্তিকা সাহিত্যপত্রিকার মহাশ্বেতা দেবী বিশেষ সংখ্যা। ১৯৮৫ সালে সংকলিত ১৭টি গল্প পৃথক গ্রন্থাকারে এই নামে প্রকাশিত হয়।
ঘাতক ১৯৮৭ নির্মল বুক এজেন্সি, কলকাতা (১) "ঘাতক",
(২) "মুখ"।
পারিবারিক ১৯৮৯ শশধর প্রকাশনী, কলকাতা (১) "পিতা",
(২) "পুত্র",
(৩) "স্ত্রী"।
মহাশ্বেতা দেবীর ছোটগল্প ১৯৯০ প্রতিক্ষণ পাবলিকেশনস, কলকাতা (১) "কালিদাসের হেঁয়ালি",
(২) "ডবল",
(৩) "সংরক্ষণ",
(৪) "ভারতবর্ষ",
(৫) "রাম রহিমের কথা",
(৬) "ভূমিদাত্রী",
(৭) "স্বদেশের ধূলি",
(৮) "মৃত্যুর কারণ"।
অজ্ঞাত পরিচয় ১৯৯১ অনন্য প্রকাশন, কলকাতা (১) "অজ্ঞাত পরিচয়",
(২) "সমাজবিরোধীর মা"।
সাম্প্রতিক ১৯৯১ করুণা প্রকাশনী, কলকাতা (১) "নিরুদ্দেশ যাত্রা",
(২) "দুর্ঘটনা"।
তালাক ও অন্যান্য গল্প ১৯৯১ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা (১) "তালাক",
(২) "আশ্রয়",
(৩) "কাগা বগা গীতিকা",
(৪) "পরবাসী",
(৫) "পথিকৃৎ",
(৬) "ভালবাসা",
(৭) "কবিপত্নী",
(৮) "ময়না রায়",
(৯) "জন্মতিথি",
(১০) "দ্রব্যমূল্য",
(১১) "হেলেন মাসির কাকা",
(১২) "বিশালাক্ষীর ঘর",
(১৩) "জন্মদিন",
(১৪) "রাক্ষস",
(১৫) "ভাত",
(১৬) "নিজের জন্য",
(১৭) "তীর্থশেষের সন্ধ্যা"।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মহাশ্বেতা: তথ্যপঞ্জি", সংকলক: অজয় গুপ্ত, মহাশ্বেতা দেবী অমনিবাস, মহাশ্বেতা দেবী, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০২০ মুদ্রণ, পৃ. ৫৯১-৬৬৭
  2. Hajar Churashir Maa Retrieved 17 July 2012
  3. JNANPITH LAUREATES ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে Retrieved 18 July 2012

টেমপ্লেট:মহাশ্বেতা দেবী