ব্যবহারকারী আলাপ:অপূর্ব রায়-২৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nokib Sarkar কর্তৃক ৭ দিন আগে "একত্রে তথ্যসূত্র" অনুচ্ছেদে

একত্রে তথ্যসূত্র[সম্পাদনা]

ভাই, বিসিজিএস মনসুর আলী আপনি একত্রে ২৬টি তথ্যসূত্র দিয়েছেন। দয়া করে প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দিন। আজহোক কালহোক, আপনাকে বা অন্য কাউকে এটা ঠিক করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:৩৪, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি জানি না এটা কীভাবে করতে হয়। পারলে আপনি করে দিন। আমি আরো বেশ কয়েকটি জাহাজের পৃষ্ঠা তৈরির জন্য তথ্য সংগ্রহ করছি। আপনি সাহায্য করলে আমি কৃতজ্ঞ থাকবো। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৯:১২, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি কয়েকটি তথ্যসূত্র "এটি ইতালীয় কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় ফিনক্যান্টিয়েরি এস.পি.এ, ইতালি কর্তৃক নির্মিত হয়" লাইনের পাশে নিয়েছি। আর কয়েকটি "২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ দুটির কমিশনিং সম্পন্ন করেন" লাইনের পাশে নিয়েছি।
তবে আমি জানি না, আপনি কোন তথ্যসূত্র কোন তথ্য প্রমাণে দিয়েছেন। যেমন, স্মরণীয় দিন উদযাপন করলো কোস্টগার্ড, এটি কোন তথ্যের জন্য দিয়েছেন? কিংবা আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ ভারত ও শ্রীলঙ্কার পথে কোন তথ্যের জন্য দিয়েছেন? আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৯, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
২য় তথ্যসূত্রের প্রাপ্ত তথ্য পৃষ্ঠায় যুক্ত করা হয়নি। পারলে আপনি তা যুক্ত করে দিন। আর ১ম তথ্যসূত্রটি দিয়েছি বাড়তি হিসেবে। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৫:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের সিংহভাগ তথ্যসূত্র কোন কোন তথ্যের জন্য দিয়েছেন আমি তা জানি না। আপনি দৃশ্যমান সম্পাদনায় যান। তারপর তথ্যসূত্র কপি করে প্রযোজ্য লাইনের পাশে বসিয়ে দিন। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৮:৩৯, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
জনাব, আমার তৈরিকৃত সকল পৃষ্ঠায় সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া আছে। আর তথ্যসূত্র উপযুক্ত লাইনের পর স্থাপন না করলে কী ই বা আসে যাই? তথ্যসূত্র সঠিক হলেই তো হয়। দীর্ঘসময় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই তো প্রতিটি পাতা তৈরি করা, তাই নিজের সুবিধার্থে যদি সব তথ্যসূত্র একসাথে এক লাইনে স্থাপন করি তাতে কীবা হবে। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৯:১৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আসলে তথ্যসূত্রের মূল উদ্দেশ্য দুটি - তথ্য যাচাই এবং ক্রেডিট দেয়া। তো, আপনি যদি সকল তথ্যের শেষে তথ্যসূত্র দেন, সেক্ষেত্রে বোঝা যায় না আসলে কোন তথ্য কোন সূত্র থেকে যাচাই করতে হবে। কারণ সকল সূত্র একই সঙ্গে রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন, "আমি মাছ খাই। আমি ভাত খাই। কিন্তু অন্যরা তা খায় না। সূত্র১, সূত্র ২, সূত্র ৩"। এখন কারো মনে যদি প্রশ্ন আসে " আমি মাছ খাই" এটা যাচাই করতে, উনি কোন তথ্যসূত্র যাচাই করবেন? এরচেয়ে ভালো, "আমি মাছ খাই।আমি ভাত খাই [সূত্র ১]। কিন্তু অন্যরা তা খায় না। [সূত্র ২][সূত্র৩]"। এক্ষেত্রে বোঝা যায়, প্রথম দুটো বাক্যের জন্য ১ নং সূত্র যাচাই করা উচিত, তৃতীয় বাক্যের জন্য ২ ও ৩ নং। এবার বুঝতে পেরেছেন? নকীব সরকার বলুন... ১৩:০৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টি বিশ্লেষণ করার জন্য। এখন থেকে আমি আপনার নির্দেশনা মাথায় রেখে সম্পাদনা করবো এবং তথ্যসূত্র সাজাবো।
তবে বর্তমানে আমাকে কিছু নিরীক্ষকের আত্ম অহংকারের সন্তুষ্টির জন্য সম্পাদনা করা থেকে বাধা প্রদান করা হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি অন্য কোনো উপায়ে সম্পাদনা চালিয়ে যাবো।
আপনাকে পুণঃরায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৯:২৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@অপূর্ব রায়-২৩ উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনার জন্য আপনার অবিচল অবস্থানকে স্বাগত জানাচ্ছি, তবে অনুগ্রহপূর্বক নতুন একাউন্ট খুলতে যাবেন না (আরও জানতে, এখানে দেখুন)। অনুগ্রহপুর্বক অযৌক্তিকভাবে কোনো প্রশাসক কিংবা যেকোনো ব্যবহারকারীর প্রতি বিরূপ মনোভাব পোষণ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আমিও আপনার মতো ছিলাম শুরুতে, মনে হতো আমিই ঠিক, তারা ভুল করছে। আমি বলছি না যে প্রশাসক কিংবা অভিজ্ঞ ব্যবহারকারীরা ভুল করে না, কিন্তু তাদের পরিমাণ তুলনামূলক কম হয়। আমার শুরুর দিকে তৈরি নিবন্ধ সম্ভবত অনেকবার অপসারিত হয়েছিল, আমি বাধাপ্রাপ্তও হয়েছিলাম। এর প্রধান কারণ ছিল নীতিমালা না বোঝা। তখন মনের মধ্যে হালকা আক্রোশ জমতো প্রশাসকদের প্রতি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে, যদি তখনকার আমার মতো অবদানকারীদের সাময়িক বাধা না দেয়া হতো, তাহলে হয়তো আজ এই উইকিপিডিয়াকে বিশ্বকোষই বলা যেত না। উইকিপিডিয়ায় সবাই-ই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো স্বেচ্ছাসেবী, কেউই কোনো পারিশ্রমিক পান না, কেউই এতে শ্রম + সময় দিতে বাধ্য নন। সুতরাং উইকিপিডিয়ায় যদি কোনো গঠনমূলক অবদান রাখার পরও মগের মূল্লুক বা এজাতীয় শব্দ শুনতে হয়, সেক্ষেত্রে অন্তত আমি নিরুৎসাহিত হবো এভাবে বিনে পয়সায় অবদান রাখতে। পুনর্নির্দেশ রাখা হয় মূলত Web Indexing এ সহায়তা করার জন্য। অর্থাৎ যদি থেকে তে পুনর্নির্দেশ থাকে, তাহলে কেউ লিখে খুঁজলেও কে খুঁজে পাবে। এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই পুনর্নির্দেশ রেখে দেয়া হয়। আরো বিশেষভাবে বললে, মহাত্মা গান্ধীর আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। কিন্তু বেশিরভাগ সময়ই মানুষ মহাত্মা গান্ধী বা শুধু গান্ধী নামেই খুঁজবে। এখন যদি মহাত্মা গান্ধী বা গান্ধী থেকে মূল নিবন্ধ মোহনদাস করমচাঁদ গান্ধী নিবন্ধে পুনর্নির্দেশ না থাকে, সেক্ষেত্রে নিবন্ধটি খুঁজে পাওয়া কষ্টকর। উপরের উদাহরণটি কেবল আপনাকে বোঝানোর স্বার্থে দিয়েছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন পুনর্নির্দেশটি কেন রেখে দেয়া হয়েছে। আপনাকে পরামর্শ দেবো, ব্যক্তিগত আক্রোশ না জমিয়ে রেখে এই কয়েকদিন কিছু নীতিমালা পড়ুন কিংবা অভিজ্ঞ ব্যবহারকারীদের সম্পাদনাগুলো দেখুন আর ধৈর্য্য ধরুন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। নকীব সরকার বলুন... ০১:২৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল ২০২৪[সম্পাদনা]

এটি আপনার একমাত্র সতর্কবার্তা; আপনি যদি আবার উইকিপিডিয়ায় অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। বিষয়বস্তু নিয়ে মন্তব্য করুন, অন্য ব্যক্তি বা অবদানকারীকে নিয়ে নয়। Yahya (আলাপ) ১৫:১০, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সর্বশেষ সতর্কবার্তারও পরও নিজের আচরণের জন্য দুঃখ তো প্রকাশ করেনই নি। বরং নিজের আচরণকে সঠিক প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। তাই ৪৮ ঘন্টা মেয়াদে বাধাপ্রদান করা হলো। আশা করি, বাধার মেয়াদ শেষ হলে গঠনমূলক সম্পাদনা অব্যাহত রাখবেন। Yahya (আলাপ) ১৬:১৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
প্রথমত আপনি নিজেই প্রমাণ করলেন যে আমি সঠিক। আমাকে বাধাপ্রদান শুধুমাত্র আপনাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করা এবং আত্ম অহংকারের বহিঃপ্রকাশ। আপনি পুরো বিষয় না জেনে যে পক্ষপাতিত্ব করলেন তাতে আমার কিছু যাই আসে না। কারণ আমি আমার সম্পাদনাকে প্রাধান্য দেই, আত্ম অহংকারকে নয়। আপনি যদি আমাকে অনির্দিষ্ট কালের জন্যও বাধাপ্রদান করেন, তাহলেও আমি কোনো না কোনো ভাবে সম্পাদনা করবোই। আমি পূর্বে যেমন সঠিক ছিলাম, এখনও তাই আছি। আমার কর্ম আমাকে সকলের কাছে মনে করিয়ে রাখবে, নিরীক্ষক, পর্যবেক্ষক কিংবা প্রশাসকের আত্ম অহংকার নয়। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৯:২২, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি কাউকে কোনও আলাপে "মগের মুল্লুক" বলতে পারেন না। যাইহোক, দয়া করে নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না। দুই দিন অপেক্ষা করুন, দুদিন পর বাধা চলে গেলে ১ মে-তে সম্পাদনা করুন। আর বাংলাদেশ কোস্ট গার্ডের সক্রিয় জাহাজের তালিকা নামক পুনর্নির্দেশটি অপসারণ করা হবে না, দয়া করে এটিতে অপসারণ করার ট্যাগ লাগাবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৫, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন