বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কালপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NasrinatWiki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Faysal (আলোচনা | অবদান)
৫৮৪ নং লাইন: ৫৮৪ নং লাইন:


==১৫ই মার্চ, ২০১১==
==১৫ই মার্চ, ২০১১==
;দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর; পরবর্তী শুনানি হবে ২০শে এপ্রিল
;দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর; পরবর্তী শুনানি ২০শে এপ্রিল

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সাঈদীসহ একই অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে আগামী ২০শে এপ্রিল পুনরায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তদন্ত সংস্থাকে আগামী ২০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।<ref> {{cite news | title = Sayedee to remain in jail | date = 2011-03-15 | url = http://bdnews24.com/details.php?id=189857&cid=2 | work = bdnews24 | accessdate = 2011-03-25}}</ref><ref> {{cite news | title = সাঈদীর জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২০ এপ্রিল | date = ২০১১-০৩-১৫ | url = http://www.prothom-alo.com/detail/date/2011-03-15/news/138652 | work = প্রথম আলো | accessdate = ২০১১-০৩-২৫}}</ref>


একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সাঈদীসহ একই অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে পরবর্তি ২০শে এপ্রিল পুনরায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তদন্ত সংস্থাকে আগামী ২০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।<ref> {{cite news | title = Sayedee to remain in jail | date = 2011-03-15 | url = http://bdnews24.com/details.php?id=189857&cid=2 | work = bdnews24 | accessdate = 2011-03-25}}</ref><ref> {{cite news | title = সাঈদীর জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২০ এপ্রিল | date = ২০১১-০৩-১৫ | url = http://www.prothom-alo.com/detail/date/2011-03-15/news/138652 | work = প্রথম আলো | accessdate = ২০১১-০৩-২৫}}</ref>


==প্রাসঙ্গিক নিবন্ধ==
==প্রাসঙ্গিক নিবন্ধ==

০১:১০, ১১ মে ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আক্রমণকারী তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দেশীয় সহযোগী বাহিনীগুলির (রাজাকার, আলবদর, আল শামস) দ্বারা যুদ্ধকালীন সময়ে সংঘটিত আন্তর্জাতিক অপরাধ সমূহের (এর মধ্যে পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ) অভিযোগে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে।[১][২][৩][৪]

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য এই পুরাতন হাইকোর্ট ভবনেই অনুষ্ঠিত হচ্ছে।

পটভূমি

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধকারীদের বিচারের বিষয়ে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী বিশেষত তরুণ প্রজন্মের মাঝে এই বিষয়ে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়।[৫][৬][৭][৮] এই গণদাবীই প্রতিফলিত হয় নির্বাচনে নিরন্কুশভাবে বিজয়ী দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে।[৯][১০][১১]একই বছরের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরন্কুশভাবে বিজয় লাভ করার পর পরই নির্বাচিত দল আওয়ামী লীগ কর্তৃক গঠিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে।[১২][১৩] এরপর ২০০৯ সালের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হয়।[১৪][১৫]

বিচারের উদ্যোগ নেওয়ার এই প্রস্তাবটি উত্থাপন করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রধানমন্ত্রীসহ সিনিয়র সাংসদরা প্রস্তাবটিকে সমর্থন জানালে স্পিকার তা অনুমোদন দেওয়া হবে কিনা এই প্রশ্ন ভোটে নেন। মৌখিক ভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।[১৬]

সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণাটি আসে ২০০৯ সালের ২৫শে মার্চ।[১৭][১৮] নাগরিক সমাজ এবং দেশের শীর্ষ আইনজীবীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সরকার ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার ২০০৯ সালের ২১শে মে বিশেষজ্ঞদের মতামত চেয়ে ট্রাইব্যুনাল অ্যাক্টটি আইন কমিশনে পাঠায়।[১৯] এরই পরিপ্রেক্ষিতে আইন কমিশন দেশের বিশেষজ্ঞ আইনজীবী, বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরও কয়েকজন আইনজ্ঞের মতামতের ভিত্তিতে ১৯৭৩ সালে প্রণীত ট্রাইব্যুনালে কিছু নির্দিষ্ট বিষয়ে সংশোধন আনার জন্য সরকারকে পরামর্শ দেয়।[২০][২১] অতঃপর আইন কমিশনের সুপারিশ বিবেচনা করে ১৯৭৩ সালে প্রণীত আইনকে যুগোপযোগী করার জন্য ২০০৯ সালের ৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সংশোধনী জাতীয় সংসদে মৌখিক ভোটে পাশ করা হয়।[২২][২৩][২৪]


সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা এবং 'ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবে' এই মর্মে সুস্পষ্ট আইনগত বিধান সন্নিবেশ করা সহ আরও কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়। [২৫][২৬][২৭]

অবশেষে স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। [২৮] এরই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের অপরাধের বিষয়ে তদন্তের উদ্যোগ নেয় ট্রাইব্যুনাল। নাগরিক সমাজের দাবি এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করা হয়।

তারিখের ক্রমানুসারে ট্রাইব্যুনালের কার্যক্রম


২৬ জুলাই ২০১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম শুনানি

এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্তদের বিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হকের নেতৃত্বে অপর দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারক এ কে এম জহির আহমেদ আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানি পরিচালনা করেন।[২৯][৩০][৩১] [৩২][৩৩]

শুনানি শেষে স্বাধীনতা যুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর চার নেতা — মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামানআব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।[৩৪][৩৫][৩৬][৩৭][৩৮][৩৯][৪০] [৪১] [৪২]

২৭ জুলাই ২০১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও সদস্য এ টি এম ফজলে কবীরের নিয়োগ এবং দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ

এর আগে ৪ জুলাই অ্যাডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে এই রিট পিটিশনটি দায়ের করেন।[৪৩][৪৪] তারা ট্রাইব্যুনালের বেশ কিছু বিষয় চ্যালেঞ্জ করেন।[৪৫][৪৬]সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ যথাযথ কারন প্রদর্শন করে ঐ পিটিশনটি প্রাথমিক বিবেচনায় খারিজ করে দেয়।[৪৭]

২৯ জুলাই ২০১০

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের চার শীর্ষ নেতাকে ২রা আগস্ট অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ২রা আগস্ট সোমবার ট্রাইব্যুনালের সামনে সশরীরে হাজির করার নির্দেশ দেন।[৪৮][৪৯][৫০]

২রা আগস্ট ২০১০

অভিযুক্ত জামায়াত নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির

এই দিন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়। আদালত অভিযুক্তদের হাজিরা গ্রহণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আটক রাখার আদেশ দেয়। [৫১][৫২] [৫৩][৫৪]

৪ঠা আগস্ট

সাঈদী কে ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করার নির্দেশ

এই দিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আদালতের কাছে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এরপর আদালতকে জানানো হয় অভিযুক্ত ব্যক্তি অন্য একটি মামলায় কারাগারে আছেন। এই অবস্থায় আদালত অভিযুক্তকে ১০ই আগস্ট ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে।[৫৫][৫৬][৫৭]

১০ আগস্ট ২০১০

দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২৪শে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ।

গত ৪ই আগস্ট ট্রাইব্যুনাল ১০ই আগস্টে সাঈদীকে আদালতে হাজির থাকার নির্দেশ জারি করে। কিন্তু ১০ই আগস্ট সাঈদীর পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। ট্রাইব্যুনাল ২৪শে আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পরিবর্তিত নির্দেশ জারি করে। ।[৫৮][৫৯]

১৬ আগস্ট ২০১০

আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান বাদী হয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্বলিত সংবিধানের প্রথম সংশোধনীর বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এই দিন কারাবন্দী জামায়াতের দুই নেতা আব্দুল কাদের মোল্লামুহাম্মদ কামারুজ্জামান বাদী হয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্বলিত সংবিধানের প্রথম সংশোধনীর বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। এই রিটে তারা ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সাতটি ধারা ও উপ-ধারা সংবিধান পরিপন্থী ঘোষণার দাবি করে। এই রিট আবেদনে ট্রাইব্যুনালে দায়ের করা যুদ্ধাপরাধ সংশ্লিষ্টতার যে মামলার কারণে জামায়াতের শীর্ষ চার নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয় তার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হককে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ১৭ই আগস্ট ২০১০ তারিখে রিট আবেদনটির শুনানির দিন হিসেবে নির্দিষ্ট করা হয়।[৬০][৬১][৬২]

১৭ আগস্ট ২০১০

যুদ্ধাপরাধের বিচার সম্বলিত সংবিধানের ১ম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনের শুনানি।

বিচারপতি মোঃ আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সংবিধানের প্রথম সংশোধনী ও ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি হয়। এর আগে ১৬ই আগস্ট কারাগারে আটক জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে রিটটি করা হয়।[৬৩][৬৪][৬৫][৬৬]

২৩ আগস্ট ২০১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি ধারা বাতিল করার আবেদন উপস্থাপিত হয়নি (not pressed) মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট

এই দিন সকালে বিচারকাজের শুরুতে এবং সরকারপক্ষ থেকে কোনোরকম শুনানি আদালতে উপস্থাপন করার পূর্বেই বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক গত ১৬ই আগস্ট করা রিট আবেদন প্রত্যাহার করেন। এর প্রেক্ষিতে সংবিধানের প্রথম সংশোধনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি ধারা বাতিল চেয়ে দায়ের করা রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট। এখানে লক্ষ্যণীয়, রিট আবেদনটি প্রত্যাখ্যাত (rejected) হয়নি বরং উপস্থাপিত হয়নি (not pressed) মর্মে খারিজ হয়েছে। ফলে ভিন্ন আদালতে এই রিট পুনরায় আবেদন করার সুযোগ রয়ে যায়।

২২শে আগস্ট শুনানি গ্রহণ শেষে বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা আদালতকে তাঁর প্রতিক্রিয়ায় জানান যে তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্টের প্রতিটি ধারা ও উপধারা নীরিক্ষা করেছেন এবং 'অভিযুক্ত ব্যক্তিগণ মামলা চলাকালে আপিল বিভাগে যেতে পারবেন না বরং দোষী সাব্যস্ত হলেই তা পারনবে, এটুকু বাদে তাঁর কাছে ট্রাইব্যুনাল অ্যাক্টের কোনো সমস্যা প্রতীয়মান হচ্ছে না এবং তিনি এটর্নী জেনারেল মাহবুবে আলমকে ২৩শে আগস্টে এ বিষয়টির সমাধানে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এই দিন অর্থাৎ ২৩শে আগস্টের শুনানিতে উপরোল্লিখিত প্রসংগটি উত্থাপন করা হয়নি।[৬৭] [৬৮]


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে

এই দিন সকালে জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তারা ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় উপপরিদর্শক শিরু মিয়া ও তার ছেলে হত্যার দায়ে দায়ের করা অভিযোগের তদন্ত করেছেন। তদন্তের প্রথম দিন দলটি ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন এবং নতুন জেলখানা, কুরুলিয়া ব্রিজের কাছে অবস্থিত গণকবর, পইরতলা বধ্যভূমি পরিদর্শন করে। তদন্ত দল ঐদিন বিকেলে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন।[৬৯][৭০][৭১] [৭২]

আগস্ট ২৪, ২০১০

সাঈদীকে ২১শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় আগামী ২১শে সেপ্টেম্বর হাজির করার নতুন তারিখ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে অর্থাৎ ২১শে সেপ্টেম্বর জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার রিট আবেদনসমূহেরও শুনানি অনুষ্ঠিত হবে। [৭৩][৭৪][৭৫]

২১শে সেপ্টেম্বর, ২০১০

দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির এবং ২২শে আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারন

এই দিন দেলাওয়ার হোসেন সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য আনা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদ এর নেতৃত্বে শুনানির কাজ শুরু হয়। [৭৬] গ্রেফতারী পরোয়ানা জারী করতে রাষ্ট্রপক্ষের আবেদন যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী না করে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠায়। ট্রাইব্যুনাল এই আবেদনের ওপর সাঈদীর উপস্থিতিতে ২২শে সেপ্টেম্বর তারিখকে ফের শুনানির দিন ধার্য করে।[৭৭][৭৮][৭৯][৮০]

একই দিনে আদালত এরইমধ্যে গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীসহ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামানআব্দুল কাদের মোল্লার আইনজীবীদের দায়ের করা চারটি আবেদন শুনানি শেষে খারিজ করে দেয়। আবেদনগুলো হলো- কারাবন্দীদের বিরুদ্ধে জারী করা গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার, তাদের কারামুক্তি, ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত রাখা এবং মামলার সার্টিফায়েড কপি সরবরাহ করা না পর্যন্ত পরবর্তী কার্যক্রম স্থগিত করা। এ ছাড়াও দুইটি আবেদন জামায়াত নেতাদের আইনজীবীরা প্রত্যাহার করে নেন।[৮১][৮২][৮৩][৮৪] এই দিন আদালতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। [৮৫]

২২শে সেপ্টেম্বর সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে না

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে পূর্বনির্ধারিত তারিখ ২২শে সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হবে না বলে ২১শে সেপ্টেম্বর বিকেলে কারা কর্তৃপক্ষ আদালতকে অবহিত করে। [৮৬][৮৭][৮৮][৮৯][৯০]

২২শে সেপ্টেম্বর, ২০১০

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ১২ই অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ

২২শে সেপ্টেম্বর সাঈদীর অনুপস্থিতিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ১২ই অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করে। গত ২১শে সেপ্টেম্বর সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ২২শে সেপ্টেম্বর তাকে আদালতে উপস্থিত করা হয়নি বলে কারা কর্তৃপক্ষ জানায়। আদালতের কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাঈদীর গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে ২১শে সেপ্টেম্বর তারিখে দেওয়া আবেদনের সঙ্গে একটি সম্পূরক আবেদন পেশ করেন।[৯১][৯২][৯৩]

১২ অক্টোবর, ২০১০

দেলাওয়ার হোসাইন সাঈদী আদালতে অনুপস্থিত, ২রা নভেম্বর শুনানির তারিখ ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পূর্বনির্ধারিত ১২ই অক্টোবর তারিখে অসুস্থ থাকায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়নি। সাঈদীর অনুপস্থিতিতে শুনানিকালে ট্রাইব্যুনাল আগামী ২রা নভেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এই নিয়ে তৃতীয়বারের মতো সাঈদীকে অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থাপন বিলম্বিত করা হয়। ২রা নভেম্বর সাঈদীকে প্রয়োজনে অ্যাম্বুলেন্সে করে হলেও দরকারী কাগজপত্রসহ আদালতে হাজির করার নির্দেশ দেন।[৯৪][৯৫][৯৬]

২রা নভেম্বর, ২০১০

দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত আটক রাখার নির্দেশ

এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দিয়েছে। ট্রাইব্যুনাল একই সাথে ২৩শে ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন অথবা তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদন করে আদালতকে জানান যে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের তথ্য-প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে বিধায় তাকে তদন্তের স্বার্থে গ্রেপ্তার রাখা প্রয়োজন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম এ আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত উপরিউক্ত আদেশ দেন।[৯৭][৯৮]

১৯শে ডিসেম্বর, ২০১০

সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়

যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তারিখে শুনানি অনুষ্ঠিত হয়। ১৫ই ডিসেম্বরে ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল এই আবেদনটি করেছিলেন । পুরনো হাইকোর্ট ভবনে শুনানিটির শেষে হওয়ার পর বিচারপতি নিজামুল হকের নের্তৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে ৩০শে ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়।[৯৯] [১০০] [১০১]

১৭ই জানুয়ারি, ২০১১

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯শে এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দেয়া হয়

এই দিন আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আগামী ১৯শে এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দেয়। আদালতের কার্যক্রম চলার সময় সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দায়ের করা চারটি আবেদনের মধ্যে তিনটির আবেদন খারিজ এবং একটি নিষ্পত্তি হয়। এই দিনে ট্রাইব্যুনাল যত দ্রুত সম্ভব সালাহউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত দলকে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতকে সরবরাহ করার নির্দেশনাও দেয়।[১০২][১০৩]

২০শে ফেব্রুয়ারি, ২০১১

দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ১৫ই মার্চ তারিখে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়

ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার পক্ষ থেকে আদালতে সাঈদীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ১৫ই মার্চ তারিখ পর্যন্ত কারাগারে আটক রাখার এবং একই তারিখে তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়। সেই সাথে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে ১৫ই মার্চে সাঈদীর বিরুদ্ধে ‘কেস ডায়েরি’ উপস্থাপন করার নির্দেশও প্রদান করে।[১০৪][১০৫]

১৫ই মার্চ, ২০১১

দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর; পরবর্তী শুনানি ২০শে এপ্রিল

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সাঈদীসহ একই অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে পরবর্তি ২০শে এপ্রিল পুনরায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তদন্ত সংস্থাকে আগামী ২০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।[১০৬][১০৭]

প্রাসঙ্গিক নিবন্ধ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩
রাজাকার
আলবদর
আল শামস

বহিঃসংযোগ



তথ্যসূত্র

  1. "Bangladesh sets up 1971 war crimes tribunal"BBC News। United Kingdom। Thursday, 25 March 2010। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Bangladesh to Hold Trials for 1971 War Crimes, 26 March 2010"Voice of America। ২৬ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  3. "Bangladesh sets up war crimes court"। Aljazeera। ২৫ মার্চ ২০১০।  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  4. "Bangladesh war crimes trial all set to begin"। The Hindu। মার্চ ২৭, ২০১০।  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  5. "Trial of war criminals"The Daily Star। ঢাকা। ২০০৬ মার্চ ১০। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. "Dhaka body lists `war criminals' of 1971"The Indian। Fri 04 April 2008। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  7. "Bangladesh's Unfinished Revolution"Thaindian News। ঢাকা। জুলাই ১১, ২০০৮। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  8. "On Bangladesh Martyrs' Day, calls for war trials"The Daily Star। ১৪ ডিসে ২০০৭। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  9. "Manifesto of Awami League (modified upto 24th July 2009 ), page No. 21" (পিডিএফ)http://www.albd.org। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  10. "Election Manifesto of Bangladesh Awami League for General Election 2008 (In Bangla), page 6, para-5.1" (পিডিএফ)http://www.albd.org। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  11. "(Election Manifesto of Bangladesh Awami League-2008 (In english), Title-"Establishment of Good Governance:" Para-5(i))"http://www.albd.org। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  12. "A historic landslide for Hasina"bdnews24.com। Dhaka। Tuesday, Dec 30th, 2008। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  13. "Awami League wins Bangladesh election"CNN। ডিসেম্বর ৩০, ২০০৮। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  14. "যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সংসদে পাস"প্রথম আলো। ঢাকা বাংলাদেশ। জানুয়ারি ৩০, ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  15. "JS passes proposal to try war criminals"The Daily Star। জানুয়ারি ৩০, ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  16. "যুদ্ধাপরাধের বিচারে সংসদ সর্বসম্মত"The Daily Star। Dhaka, Bangladesh। Thu, Jan 29th, 2009। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  17. "৭৩ এর আইনে যুদ্ধাপরাধীদের বিচার হবে"bdnews24। Dhaka, Bangladesh। Wed, Mar 25th, 2009। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  18. "(Opinion of the Law Commission on the technical aspects of the International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)" (পিডিএফ)http://www.lawcommissionbangladesh.org/। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  line feed character in |title= at position 77 (সাহায্য); |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  19. "(Opinion of the Law Commission on the technical aspects of the International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)" (পিডিএফ)http://www.lawcommissionbangladesh.org/। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  line feed character in |title= at position 77 (সাহায্য); |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  20. "(Opinion of the Law Commission on the technical aspects of the International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)" (পিডিএফ)http://www.lawcommissionbangladesh.org/। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  line feed character in |title= at position 77 (সাহায্য); |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  21. "Int'l law on war crimes trial being updated: Shafiq"bdnews24.com। Dhaka, Bangladesh। Thu, May 21st, 2009। সংগ্রহের তারিখ 2010-09-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  22. "যুদ্ধাপরাধ বিচারে সংসদে বিল পাস মানবাধিকার কমিশন বিলও পাস"প্রথমআলো। Dhaka, Bangladesh। ২০০৯-০৭-১০। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  line feed character in |title= at position 32 (সাহায্য)
  23. "Law amended for war crime trials"The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  24. "JS passes amended war crimes trial bill"New Age। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  25. "যুদ্ধাপরাধ বিচারে সংসদে বিল পাস মানবাধিকার কমিশন বিলও পাস"প্রথমআলো। Dhaka, Bangladesh। ২০০৯-০৭-১০। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  line feed character in |title= at position 32 (সাহায্য)
  26. "Law amended for war crime trials"The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  27. "JS passes amended war crimes trial bill"New Age। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  28. "Justice and Parliamentary Affairs issued S.R.O No. 87-AvBb/2010-wePvi-4/5wm-2/2010/506"http://www.bgpress.gov.bd। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  29. "নিজামী মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট"Ittefaq। Dhaka, Bangladesh। জুলাই ২৭, ২০১০, মঙ্গলবার।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  30. The Daily Star http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=148250  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  31. Ittefaq। 2010/07/26 http://ittefaq.com.bd/content/2010/07/26/news0855.htm  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  32. Hindustan Times http://www.hindustantimes.com/Bangladesh-begins-war-crimes-trial-process/Article1-577394.aspx  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  33. The Statesman http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=335927&catid=37  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  34. Daily Prothom alo http://www.prothom-alo.com/detail/date/2010-07-26/news/81858  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  35. The Daily Star http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=148383  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  36. "নিজামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"bdnews24.com। Jul 26th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  37. Hindustan Times http://www.hindustantimes.com/Bangladesh-s-war-crimes-tribunal-issues-first-warrants/Article1-577926.aspx  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  38. Telegraph India http://www.telegraphindia.com/1100727/jsp/frontpage/story_12729788.jsp  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  39. Daily Times। 27-7-2010 http://www.dailytimes.com.pk/default.asp?page=2010\07\27\story_27-7-2010_pg20_5  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  40. Fox News। 2010/07/26 http://www.foxnews.com/world/2010/07/26/warrants-issued-bangladeshi-islamic-party-leaders-charges-crimes-humanity/  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  41. BBC http://www.bbc.co.uk/news/world-south-asia-10758267  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  42. । ২০১০-০৭-২৬ http://news.smh.com.au/breaking-news-world/bangladesh-issues-war-crime-warrants-20100726-10s7e.html  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  43. "Dhaka court rejects Jamaat challenge to war tribunal judges)"The Indian। July 27th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  44. "Dhaka court rejects Jamaat challenge to war tribunal judges"India Vision। জুলাই ২৭, ২০১০। 
  45. "যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত রিট খারিজ"bdnews24.com। Jul 27th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  46. "HC upholds tribunal chairman appointment"bdnews24.com। Jul 27th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  47. "the source link of aforementioned Judgment delivered by Mr Justice Mamnoon Rahman and Lady Justice Syeda Afsar Jahan" (পিডিএফ) 
  48. "Four Jamaat leaders asked to appear"The Daily Star  অজানা প্যারামিটার |Date= উপেক্ষা করা হয়েছে (|date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  49. "জামায়াতের চার শীর্ষ নেতাকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সোমবার"Ittefaq। জুলাই ৩০, ২০১০। 
  50. "Bangladesh: Bringing a Forgotten Genocide to Justice"। Tuesday, Aug. 03, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  51. "নিজামীদের গ্রেপ্তার রাখার আদেশ"bdnews24.com। Aug 2nd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  52. "Jamaat leaders to be kept in custody"www.bdnews24.com। Aug 2nd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  53. "4 Jamaat leaders in war trial dock"। Tuesday, August 3, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  54. "Bangladesh Jamaat leaders to be kept in jail indefinitely) (Arab News"Arab News। আগস্ট ২, ২০১০। 
  55. bdnews24.com http://bdnews24.com/details.php?cid=3&id=169813&hb=top  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  56. http://www.prothom-alo.com/detail/news/84153  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  57. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=149471  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  58. "সাঈদীকে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ"। ১১-০৮-২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  59. "Prisons asked to produce Sayedee on August 24"The Daily Star। আগস্ট ১১, ২০১০। 
  60. "Provisions of law challenged"The Daily Star। আগস্ট ১৭, ২০১০। 
  61. । ১৮-০৮-২০১০) (জামায়াতের দুই নেতার রিটের শুনানি শুরু) http://www.prothom-alo.com/detail/date/2010-08-18/news/87534 (জামায়াতের দুই নেতার রিটের শুনানি শুরু) |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  62. "যুদ্ধাপরাধের বিচার সম্বলিত সংবিধানের ১ম সংশোধনীর বৈধতা চ্যাল"। আগস্ট ১৭, ২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  63. [{http://ittefaq.com.bd/content/2010/08/17/news0529.htm "যুদ্ধাপরাধের বিচার সম্বলিত সংবিধানের ১ম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ"] |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)Ittefaq। আগস্ট ১৭, ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১১-০৯ 
  64. "Provisions of law challenged"। আগস্ট ১৭, ২০১০। 
  65. "জামায়াতের দুই নেতার রিটের শুনানি শুরু"। ১৮-০৮-২০১০)।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  66. "Next hearing on August 22"। আগস্ট ১৮, ২০১০। 
  67. bdnews24.com http://bdnews24.com/bangla/details.php?id=134531&cid=37  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  68. bdnews24.com http://bdnews24.com/details.php?cid=37&id=171448&hb=2  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  69. "Police start Ghulam Azam investigation"bdnews24.com। Mon, Aug 23rd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  70. "গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু"। Mon, Aug 23rd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  71. "War crime probe against Ghulam Azam begins"The Daily Star। Tuesday, August 24, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  72. "গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শুরু"। মঙ্গলবার,২৪ আগস্ট ২০১০।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  73. "Jamaat quintet to appear before ICT on Sep 21"bdnews24.com। Tue, Aug 24th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  74. "সাঈদীকে ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে"bdnews24.com। Tue, Aug 24th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  75. "২১শে সেপ্টেম্বর সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ,"। ২৪-০৮-২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  76. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  77. "সাঈদীকে গ্রেপ্তারে পরোয়ানা হয়নি, কাল আবার শুনানি,"। ২১-০৯-২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  78. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  79. "যুদ্ধাপরাধ বিচারের কাঠগড়ায় সাঈদী"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  80. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  81. "6 pleas of Jamaat leaders rejected"The Daily Star। Tuesday, September 21, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  82. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  83. "যুদ্ধাপরাধ বিচারের কাঠগড়ায় সাঈদী"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  84. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  85. "সাঈদীকে গ্রেপ্তারে পরোয়ানা হয়নি, কাল আবার শুনানি,"। ২১-০৯-২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  86. "সাঈদীকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে না,"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  87. "যুদ্ধাপরাধ বিচারের কাঠগড়ায় সাঈদী"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  88. "সাঈদীকে গ্রেপ্তারে পরোয়ানা হয়নি, কাল আবার শুনানি,"। ২১-০৯-২০১০।  অজানা প্যারামিটার |newspapre= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  89. "Sayedee back to jail"bdnews24.com। Tue, Sep 21st, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  90. "6 pleas of Jamaat leaders rejected"The Daily Star। Tuesday, September 21, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  91. "সাঈদীর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পরবর্তী শুনানি ১২ অক্টোবর"। Wed, Sep 22nd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  92. "সাঈদীকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে ১২ অক্টোবর শুনানি"। বুধবার, ২২ সেপ্টেম্বর ২০১০।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  93. "Next hearing of Sayedee case on Oct 12"। Wed, Sep 22nd, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  94. "Sayedee must come: ICT"। Tue, Oct 12th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  95. "সাঈদীকে অ্যাম্বুলেন্সে করে হাজির করার নির্দেশ"। Tue, Oct 12th, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  96. "প্রয়োজনে লাইফ সাপোর্ট দিয়ে ২ নভেম্বর সাঈদীকে হাজির করার নির্দেশ"। মঙ্গলবার , ১২ অক্টোবর ২০১০।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  97. "Keep Sayedee in jail till Dec 29"। Wednesday, November 3, 2010।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  98. "সাঈদীকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার নির্দেশ"। ০৩-১১-২০১০।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  99. "SQ Chy shown arrested for war crimes"bdnews24। ২০১০-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০ 
  100. "Probe agency seeks to arrest SQC"bdnews24। ২০১০-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০ 
  101. "Bangladesh grinds axe on war criminals, SQ Chowdhury arrested"THE TIMES OF INDIA। ২০১০-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০ 
  102. "Keep SQ Chy detained until 19 Apr: ICT"daily Sun। ২০১১-০১-১৮। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০ 
  103. "সাকা চৌধুরীকে ১৯শে এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ"মানবজমিন। ২০১১-০১-১৮। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০ 
  104. "Produce Sayedee on Mar 15: ICT"bdnews24। ২০১১-০২-২০। সংগ্রহের তারিখ ২০১১-০২-২১ 
  105. "Sayedee to be produced in tribunal on Mar 15"The Daily Star। ২০১১-০২-২১। সংগ্রহের তারিখ ২০১১-০২-২১ 
  106. "Sayedee to remain in jail"bdnews24। ২০১১-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২৫ 
  107. "সাঈদীর জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২০ এপ্রিল"প্রথম আলো। ২০১১-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২৫