তারাক মেহতা কা উল্টা চশমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎অভিনয়ে: ভুল সংশোধন
৬ নং লাইন: ৬ নং লাইন:
'''তারাক মেথা কা উল্টা চশমা''' ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। যেটি [[সাব টিভি]] [[সোম থেকে শুক্র]] ভারত সময় অনুযায়ী রাত [[৮:৩০]] মিনিটে প্রচার করা হয়। এর জনপ্রিয়তা প্রচুর। এটি [[হাঁসির]] সাথে [[শিক্ষা]] দিয়ে থাকে। এটি [[গোকুলধাম]] নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।
'''তারাক মেথা কা উল্টা চশমা''' ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। যেটি [[সাব টিভি]] [[সোম থেকে শুক্র]] ভারত সময় অনুযায়ী রাত [[৮:৩০]] মিনিটে প্রচার করা হয়। এর জনপ্রিয়তা প্রচুর। এটি [[হাঁসির]] সাথে [[শিক্ষা]] দিয়ে থাকে। এটি [[গোকুলধাম]] নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।
== অভিনয়ে ==
== অভিনয়ে ==
[[চিত্র:TMKOC_Cast.jpg|thumb|তারক মেহতা কা উল্টা চশমার অভিনেতা ও অভিনেত্রীদের চিত্র]]
[[চিত্র:TMKOC_Cast.jpg|400px|thumb|তারক মেহতা কা উল্টা চশমার অভিনেতা ও অভিনেত্রীদের চিত্র]]


*জেটালাল গাডা: [[দিলিপ যোশী]]
*জেটালাল গাডা: [[দিলিপ যোশী]]

১৬:৫৯, ১৭ নভেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

তারাক মেহতা কা উল্টা চশমা
ধরনComedy
নির্মাতাসাব টিভি
লেখকRaju odedra,

Rajan upadhyay,

Jitendra parmar
পরিচালকHarshad joshi, Malav Raida
অভিনয়েডিলিপ জসি, ডিসা ভাকানি
মূল ভাষাহিন্দি
নির্মাণ
প্রযোজকNeel Asit modi
নির্মাণের স্থানমুম্বাই
ব্যাপ্তিকাল২০-২৫ মিনিট
নির্মাণ কোম্পানিনীলা টেলিফিল্মস
মুক্তি
মূল নেটওয়ার্কসাব টিভি
ছবির ফরম্যাট1O80i(HD TV)

তারাক মেথা কা উল্টা চশমা ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। যেটি সাব টিভি সোম থেকে শুক্র ভারত সময় অনুযায়ী রাত ৮:৩০ মিনিটে প্রচার করা হয়। এর জনপ্রিয়তা প্রচুর। এটি হাঁসির সাথে শিক্ষা দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।

অভিনয়ে

তারক মেহতা কা উল্টা চশমার অভিনেতা ও অভিনেত্রীদের চিত্র
  • জেটালাল গাডা: দিলিপ যোশী
  • দয়া গাডা : দিশা ভাকানি
  • চম্পকলাল: অমিত
  • তারক মেহতা : লোধাহ
  • অঞ্জলি মেহতা : নেহা মেহতা
  • রোশান সিংহ সোডি : গুরুচরণ সিংহ
  • আদবারাম কুকারাম ভিরে : চান্দারান
  • মাধবি ভিরে: সোনালিকা যোশী
  • ডক্টর হানসরাজ হাতি: আজাদ
  • ববিতা আইয়ার: মুনমুন দত্ত
  • পোপটলাল পান্ডে: শ্যাম পাঠক
  • টাপ্পু : ভহবিয়া গান্ধী
  • গোলি : কুষাণ
  • সোনু : ঝিলমিল মেহতা (অতীতে), নিধি (বর্তমানে)

চরিত্র সমূহ

গাডা পরিবার

  1. জেঠালাল: জেঠালাল গুজরাঠী ব্যবসায়ী। তার মোবাইল ও ইলেকট্রনেক্সের বড় দোকান আছে। সে জেলাপি ফাপড়া নামক গুজরাঠী খাবার খেতে পছন্দ করে। তার জীবনে বিপদের সীমা নেই।
  2. দয়া: দয়া জেঠালালের স্ত্রী। দয়া জেঠালালকে প্রচুর সম্মান করে। দয়া গারোয়া খেলতে পছন্দ করে। দয়া তার ছোট ভাই সুন্দর কে ভালোবাসে।
  3. চম্পাক: চম্পাক গোকুলধামে গুরুজন। চম্পাক জেঠালালে পিতা। জেঠালাল তার পিতাকে প্রচুর ভালোবাসে।
  4. টাপ্পু: টাপ্পু হচ্ছে জেঠালালের ছেলে। যে টাপ্পু সেনার নেতা
  5. সুন্দর:সুন্দর জেঠালালে শালা।

মেথা পরিবার

  1. তারাক: তারাক একজন লেখক। এবং জেঠালালের পরম মিত্র।
  2. অঞ্জলি: তারাকের স্ত্রী।

ভিরে পরিবার

  1. ভিরে: সোসাইটির সচিব। এবং পেশায় শিক্ষক।
  2. মাধবি: ভিরের স্ত্রী।
  3. সোনু: ভিরের মেয়ে।

পাঞ্জাবী পরিবার

  1. সোডি: গেরাজের মেকানিক।
  2. রোশান: সোডির স্ত্রী।
  3. গোগি: সোডির ছেলে।

হাতি পরিবার

  1. ডক্টর হাতি: যে একজন ডাক্তার।
  2. কোমল: হাতির স্ত্রী।
  3. গোলি: হাতির ছেলে।

আইয়ার পরিবার

  1. আইয়ার: একজন বিঙ্গানী। সে চেন্নাই থেকে।
  2. ববিতা: আইয়ারের স্ত্রী। সে বাঙ্গালি।

বাকি

  1. পোপাট: সাংবাদিক।
  2. পিঙ্কু: টাপ্পু সেনার সদস্য।
  3. আব্দুল: মুসলমান।

প্লট

গোকুলধাম নামক একটি সোসাইটি যেখানে নানা ধরণের মানুষ বাস করে। তারা পরিবারের মতো বাস করে। গাডা পরিবার এই কাহীনির প্রধান অংশ। জেটালাল নামে একজন গুজরাটী ব্যবসায়ী ও বাস করে। তার ভাগ্যে প্রচুর কষ্ট। তার জীবনে বিপদের সীমা নাই। দয়া তার স্ত্রী। দয়া খুব সাহসী। সে গারোয়া করতে পছন্দ করে। চাম্পাকলাল সোসাইটির গুরুজন। সে যে কথা বলে সেই কথা হয়। তারাক মেথা জেঠালালের প্রিয় বন্ধু। যে সব সময় জেটালাল কে সাহায্য করে। তিনি একজন লেখক। তার স্ত্রী অঞ্জলি মেথা। ভিরে সোসাইটির সচিব। সে একজন শিক্ষক। সে টাপ্পু সেনাকে পছন্দ করে না। তবুও সে টাপ্পু সেনার প্রতি কৃতঙ্গ। আইয়ার একজন বিঙ্গানী। সে চেন্নাই এর লোক। আইয়ার জেঠালালকে পছন্দ করে না। ববিতা তার স্ত্রী। ববিতা একজন বাঙ্গালী। সে জেঠালালকে পছন্দ করে। পোপাটলাল একজন সাংবাদিক। আব্দুল একজন মুসলমান। সে গোকুলধামের দোকানদার। সোডি পরিবার পাঞ্জাবী পরিবার। সে পার্টির জন্য পাগল। কিন্তু তার স্ত্রী জন্য পার্টি করতে পারেনা। টাপ্পু সেনা হচ্ছে সোসাইটির বাচ্চাদের সংঘ। তাদের নেতা জেঠালাল এর ছেলে টাপ্পু। যে সয়তানি করতে পছন্দ করে। মাঝেমধ্যে টাপ্পুর জন্য অপরাধীরা আটক হয়েছে।

আরো দেখুন

তথ্য সূত্র

বহিঃযোগ