বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর
বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන්තොටුපළ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் Baṇḍāranāyaka Jāthyanthara Guwanthotupala Paṇṭāranāyakka Carvatēca Vimāṉa Nilaiyam | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক, সামরিক | ||||||||||
পরিচালক | এএএসএল[১] | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | কলম্বো | ||||||||||
চালু | ১৯৬৭ | ||||||||||
সময় অঞ্চল | শ্রীমাস (ইউটিসি+০৫:৩০) | ||||||||||
স্থানাঙ্ক | ০৭°১০′৫২″ উত্তর ৭৯°৫৩′০১″ পূর্ব / ৭.১৮১১১° উত্তর ৭৯.৮৮৩৬১° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | https://airport.lk | ||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
শ্রীলঙ্কা সরকার |
বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (সিংহলি: බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන්තොටුපළ; তামিল: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்) (আইএটিএ: CMB, আইসিএও: VCBI) শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী কলম্বোতে অবস্থিত। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকেের নামে এই বিমানবন্দরটি তৈরি করা হয়।[২] এই বিমানবন্দরে মোট ৩টি টার্মিনাল রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]শ্রীলঙ্কার একমাত্র বিমান বন্দর এটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ বিমান বাহিনীর ব্যবহারের জন্য ব্রিটিশরাই এটি সর্বপ্রথম তৈরি করে এবং ১৯৪৮ শ্রীলঙ্কার স্বাধীনতার সময়ে ব্রিটিশরা বিমান বন্দরটি পরিত্যক্ত ফেলে যায়, স্বাধীন শ্রীলঙ্কায় ১৯৫৪ সালে বিমান বন্দরটি চালু করার চিন্তা করা হয় এবং ১৯৬৭ সালে চালু হয়। শ্রীলঙ্কার বিদেশগামী যাত্রীরা আগে জাহাজের মাধ্যমে বিদেশে গমন করতেন। এই বিমানবন্দরটি কটুনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর নামে ১৯৬৭ সালে ভালো করে চালু হয়। ১৯৭০ সালে বিমান বন্দরটির নাম 'বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর' রাখা হলেও ১৯৭৭ সালে 'কটুনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর' রাখা হয়; ১৯৯৫ সালে পুনরায় এটির নাম রাখা হয় 'বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর'।[২]
রানওয়ে
[সম্পাদনা]বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দরে একটি একক রানওয়ে (০৪/২২) রয়েছে, একটি পিচ পৃষ্ঠের সাথে। টেক অফ এবং অবতরণ দূরত্ব যথাক্রমে ৩,৪৪১ মিটার এবং ৩,৩৫০ মি.। তদুপরি, বন্দরের সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় ধাপের দ্বিতীয় রানওয়েটিও রয়েছে, এটিও দ্বিতীয় রানওয়েতে আরও একটি ট্যাক্সিওয়ের সাথে এ-৩৮০ সামঞ্জস্য করতে সক্ষম।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Airport & Aviation Services (Sri Lanka) Limited"। www.airport.lk। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "Sri Lankan Aviation history"। airport.lk। ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- ↑ "CMB - Colombo [Bandaranaike Intl], 1, LK - Airport - Great Circle Mapper"। www.gcmap.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৩।
শ্রীলঙ্কা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |