নাট বল্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাট বল্টু
ধারাবাহিকের পোস্টার
নাট-বল্টুর কাণ্ডকারখানা
ধরনহাস্যরসাত্মক, অ্যানিমেশন
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা৮০০+
নির্মাণ
ব্যাপ্তিকালপ্রতি পর্ব ১৭-২৩ মিনিট
নির্মাণ কোম্পানিসনি ডিস্ট্রিবিউটর লিমিটেড
মুক্তি
মূল মুক্তির তারিখ২০১৬ –
বর্তমান

নাট বল্টু হলো বাংলা ভাষার কৌতুকধর্মী, হাস্যরসাত্মক ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক। ছোটদের জন্য নির্মিত পারিবারিক এই ধারাবাহিকটি ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে সনি আট টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।[১][২][৩]

পটভূমি[সম্পাদনা]

নাট বল্টু ধারাবাহিকটি নাট এবং বল্টু নামের দুই শিশুর ঘটনা এবং কার্যকলাপের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যাদের বয়স প্রায় ১০ বছর। তারা দুইজন দুষ্টু, সেই সাথে একজন মোটা ও একজন চিকন; যারা ভালো এবং খারাপ সময়ে একে অপরের পাশাপাশি থাকে। তারা সবসময় অন্যদের সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, কিন্তু ব্যক্তিত্ব এবং অনন্য চিন্তার কারণে তারা সবসময়ই কিছু ঝামেলায় পড়ে। অবশেষে তাদের বন্ধুত্ব, সততা এবং বিশ্বাস সমস্যা সমাধানে সাহায্য করে।[৪]

চরিত্রসমূহ[সম্পাদনা]

  • নাট – কেন্দ্রীয় চরিত্র, স্বাস্থবান ও বুদ্ধিমান বালক। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে অধিকাংশ সময় সবুজ রংয়ের টি-শার্ট,কমলা রংয়ের প্যান্ট ও বাদামি রংয়ের জুতো পড়ে[৩]
  • বল্টু – দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র, চিকন ও নাটের বন্ধু।[৩]
  • বড়বাবু – দাশপাড়া পুলিশ স্টেশনের ইন্সপেক্টর গোপী দারোগা।[৩]
  • চিমটি – নাট-বল্টুর মেয়ে বন্ধু(ছোট বোন সদৃশ), বড়বাবুর ভাগ্নি
  • রজনী বাবু - নাটের বাবা
  • রাঙা দাদু - নাটের মায়ের মামা। নাটের দুঃসম্পর্কের দাদু
  • রেঞ্জ – রতন চচ্চরি, নাট-বল্টুর প্রতিদ্বন্দ্বী দলের প্রধান।[৩]
  • হুলো – রেঞ্জের সহযোগী, নিজের আন্টির বাড়িতে থেকে দাশপাড়া স্কুলে পড়াশোনা করে।[৩]
  • ভ্যাবলাই – রেঞ্জের সহযোগী
  • বাটালি - মিত্তির আন্টির বোন পো। রেঞ্জের সহযোগী।
  • করালি দাদু – অবসরপ্রাপ্ত উকিল
  • মিত্তির আন্টি – হুলোর আন্টি
  • কর্মকর্তা – দাশপাড়া ক্লাবের সভাপতি
  • মুড়িলাল, কাকাতুয়া, কানু সর্দার – ডাকাত, যারা প্রতিবার চুরি অথবা ডাকাতি করার পর নাট-বল্টুর কারণে ধরা পড়ে

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]