তরুণদীপ রাই
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] নামচি, সিক্কিম, ভারত | ২২ ফেব্রুয়ারি ১৯৮৪
ক্রীড়া | |
দেশ | ভারত |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
তরুণদীপ রাই (হিন্দি: तरुणदीप राय; জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৮৪) হলেন একজন ভারতীয় তীরন্দাজ, যিনি ভারতের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
২০০৩ সালে তীরন্দাজীতে অভিষেক করা রাই ভারতের হয়ে ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তরুণদীপ রাই ১৯৮৪ সালের ২২শে ফেব্রুয়ারি তারিখে ভারতের নামচিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]তরুণদীপ ১৯ বছর বয়সে মিয়ানমারের ইয়াঙ্গনে অনুষ্ঠিত ২০০৩ এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে খেলার মাধ্যমে আন্তর্জাতিক তীরন্দাজীতে আত্মপ্রকাশ করেছিলেন।[৩] ২৪ নভেম্বর, ২০১০ চীন এর গুয়াংজুতে ১৬তম এশিয়ান গামসে তরুনদীপ রাই তীরন্দাজীতে পুরুষদের এককে প্রথম ভারতীয় হিসেবে রৌপ্য পদক জিতেন।[৪] তিনি ২০০৬ সালে দোহার ১৫ ম এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় তীরন্দাজ দলের সদস্য ছিলেন।[৩] ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে তরুণদীপ পুরুষদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে ৬৪৭ রানের ৭২-তীর স্কোর নিয়ে ৩২তম স্থানে ছিলেন।[৩] প্রথম এলিমিনেশন রাউন্ডে তিনি ১৪৭-১৪৩ ব্যাবধানে হেরে গ্রিসের আলেকজান্দ্রোস কারাগেরজিওর মুখোমুখি হয়েছিলেন। এই স্কোরের ফলে রাইকে চূড়ান্ত র্যাঙ্কিংয়ে ৪৩তম স্থান অর্জন করেন। রাই ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের একাদশ স্থান অধিকারী ভারতীয় পুরুষ তীরন্দাজ দলের সদস্য ছিলেন।
তরুনদীপ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ভারতীয় পুরুষ রিকার্ভ দলের সদস্য ছিলেন।[৫] তরুণদীপকে পুরুষদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে ৩১ তম এবং ভারতীয় পুরুষ দলকে দল র্যাঙ্কিংয়ে দ্বাদশ স্থান অর্জন করে। তিনি ভারতীয় তীরন্দাজী দলের একটি অংশ ছিলেন যা নিউ ইয়র্ক শহরে ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেছিল।[৩] স্পেনের মাদ্রিদে ২০০৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার দল রৌপ্যপদক জিতেছিল। তিনি ২০০৫ সালে বিশ্ব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া প্রথম ভারতীয়ও হয়েছিলেন, যেখানে ব্রোঞ্জ পদক ম্যাচের জন্য তিনি দক্ষিণ কোরিয়ার ওয়ান জং চোয়ের কাছে ১০৬-১১২ ব্যাবধানে হেরেছিলেন।
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]তরুণদীপ রাই অতনু এবং প্রবীণ যাদবকে নিয়ে টোকিও অলিম্পিকের কোটায় অংশগ্রহণ করেন।[৬] লকডাউন হওয়ার পরে তিনি এএসআই ক্যাম্পাসে থাকতে এবং তার শেষ অলিম্পিকের প্রশিক্ষণ নিতে পছন্দ করেন।[৭][৮]
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]রাই ভারতের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ৩১টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৭৪ পয়েন্ট নিয়ে তিনি ১৪তম স্থান অধিকার করেছিলেন।[৯] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৫১তম স্থান অধিকারী গ্রেট ব্রিটেনের টম হলের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[১০][১১]
এছাড়াও তিনি ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদবের সাথে ভারতীয় দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১২] তারা র্যাঙ্কিং পর্বে ৯৫টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ২০১৩ পয়েন্ট নিয়ে ৩য় স্থান অধিকার করেছিল।[১৩] অতঃপর কোয়ার্টার-ফাইনালে তারা তুরস্কের কাছে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[১৪]
পুরস্কার
[সম্পাদনা]২০০৫ সালে, তরুণদীপ তীরন্দাজীতে তার কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন।[১৫]
২০২০ সালে, ভারত সরকার তাকে প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম আওলো দিয়ে সম্মানিত করেছে।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "RAI Tarundeep" [তরুণদীপ রাই]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ ক খ গ ঘ "Tarundeep Rai Profile"। iloveindia.com। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Tarundeep Rai creates history at Asian Games"। The Times of India। ২৪ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১০।
- ↑ "Indian archery team books Olympic ticket"। ২৩ জুন ২০১২।
- ↑ Stanley, John (২০১৯-০৬-১২)। "Indian men upset Canada to qualify three places for Tokyo 2020 Olympic Games"। World Archery (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ Scroll Staff। "Archer Tarundeep Rai using lockdown time to build shoulder muscles, stay in shape for Tokyo Olympics"। Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "Bonding in isolation: Archers Tarundeep and Pravin stay sharp amid lockdown"। ESPN (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Pankaj Advani named for Khel Ratna"। The Hindu। ১৮ আগস্ট ২০০৬। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Padma Awards: 2020" (পিডিএফ)। Ministry of Home Affairs (India)। ২৫ জানুয়ারি ২০২০। পৃষ্ঠা 2–6। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে তরুণদ্বীপ রাই (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় তরুণদ্বীপ রাই (ইংরেজি)
- ১৯৮৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় পুরুষ তীরন্দাজ
- ভারতের অলিম্পিক তীরন্দাজ
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ক্রীড়ায় পদ্মশ্রী প্রাপক
- ২০১০ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২০১৪ এশিয়ান গেমসের তীরন্দাজ
- ২০১০ এশিয়ান গেমসের তীরন্দাজ
- অর্জুন পুরস্কার প্রাপক
- ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- তীরন্দাজীতে এশিয়ান গেমস পদক বিজয়ী
- ২০০৬ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- নামচি জেলার ব্যক্তি
- ভারতীয় গোর্খা
- এশিয়ান গেমসে রৌপ্যপদক বিজয়ী ভারতীয়
- এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী ভারতীয়
- কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী ভারতীয়
- ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০০৬ এশিয়ান গেমসের তীরন্দাজ
- তীরন্দাজীতে কমনওয়েলথ গেমস পদক বিজয়ী
- ২০১০ কমনওয়েলথ গেমসের তীরন্দাজ