খন্দকার আনোয়ারুল ইসলাম
খন্দকার আনোয়ারুল ইসলাম | |
---|---|
২২তম মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০১৯ – ১৫ ডিসেম্বর ২০২২ | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | শফিউল আলম |
উত্তরসূরী | কবির বিন আনোয়ার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | টাঙ্গাইল জেলা | ৩১ ডিসেম্বর ১৯৬০
জাতীয়তা | বাংলাদেশি |
দাম্পত্য সঙ্গী | বেগম কামরুন নাহার |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | মন্ত্রিপরিষদ সচিব |
খন্দকার আনোয়ারুল ইসলাম একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। [১] এছাড়াও, তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করেছেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]আনোয়ারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।[১] কর্মজীবনের শুরুতে তিনি উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক দাতা সংস্থা পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পেও পরিচালনার দায়িত্ব পালন করেন।[১]
২০১১ সালের ১৩ নভেম্বর তিনি প্রথমে ভারপ্রাপ্ত সচিব হিসেবে সেতু বিভাগে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব ও ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। ২০১৯ সালে বাংলাদেশের সংবাদপত্রে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বরাতে তাকে বাংলাদেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সংবাদ প্রকাশিত হয়।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আনোয়ারুল ব্যক্তিগত জীবনে বেগম কামরুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কামরুন নাহার অবসরপ্রাপ্ত সচিব । এই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "সেতু বিভাগ"। সেতু বিভাগ। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "নতুন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, বিশ্বব্যাংকে শফিউল আলম | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩।
- ↑ "নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯।