ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ গোষ্ঠী
অবয়ব
গঠিত | ১৯৮৭ |
---|---|
সদস্যপদ | ৩৫ |
ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ গোষ্ঠী বা এমটিসিআর হল ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোণ প্রভৃতি অস্ত্র নিয়ন্ত্রণ গোষ্ঠী। এই গোষ্ঠী বিশ্বে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের এক শক্তিশালী সংগঠন।বর্তমানে এই গোষ্ঠীর সদস্য সংখ্যা ৩৫। সংগঠনটিতে যুক্ত হওয়ার প্রধান শর্ত হল সদস্য দেশটি ৫০০ কেজি ও ৩০০ কিমির বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা ও ছোড়া যাবে না।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৭ সালে জি৭ গোষ্ঠীর সদস্য জাপান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে "এমটিসিআর" প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালের ২৭ জুনের আগে গোষ্ঠীটির মোট সদস্য ছিল ৩৪টি। ২০১৬ সালের ২৭ জুন নতুন সদস্য হিসাবে ভারত[১] সংগঠনে যুক্ত হয়।ভারত বর্তমানে সংগঠনটির ৩৫তম পূর্ণ সদস্য।
সদস্য
[সম্পাদনা]সংগঠনটির সদস্য সংখ্যা ৩৫।
- অস্ট্রিয়া, ১৯৯১
- অস্ট্রেলিয়া, ১৯৯০
- আইসল্যান্ড, ১৯৯৩
- আর্জেন্টিনা, ১৯৯৩
- আয়ারল্যান্ড, ১৯৯২
- ইউক্রেন, ১৯৯
- ইতালি, ১৯৮৭
- কানাডা, ১৯৮৭
- টেমপ্লেট:দেশের উপাত্ত ROK কোরীয় প্রজাতন্ত্র, ২০০১
- গ্রিস, ১৯৯২
- চেক প্রজাতন্ত্র, ১৯৯৮
- জার্মানি, ১৯৯৮৭
- জাপান, ১৯৮৭
- ডেনমার্ক, ১৯৯০
- তুরস্ক, ১৯৯৭
- দক্ষিণ আফ্রিকা, ১৯৯৫
- নরওয়ে, ১৯৯০
- নিউজিল্যান্ড, ১৯৯১
- নেদারল্যান্ড, ১৯৯০
- পর্তুগাল, ১৯৯২[২]
- পোল্যান্ড, ১৯৯৭
- ফিনল্যান্ড, ১৯৯১
- ফ্রান্স, ১৯৮৭
- বুলগেরিয়া, ২০০৪
- বেলজিয়াম, ১৯৯০
- ব্রাজিল, ১৯৯৫
- ভারত, ২০১৬[২]
- মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৮৭
- যুক্তরাজ্য, ১৯৮৭
- রাশিয়ান ফেডারেশন, ১৯৯৫
- লাক্সার্মবার্গ, ১৯৯০
- সুইজারল্যান্ড, ১৯৯২
- সুইডেন, ১৯৯১
- স্পেন, ১৯৯০
- হাঙ্গেরি, ১৯৯৩
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সোমবারই এমটিসিআর-এ আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হতে পারে ভারতের"। আনন্দবাজার প্রত্রিকা। ২৯ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Members of Missile Technology Control Regime"। mtcr.info। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।