কাল আজ অর কাল
কাল আজ অর কাল | |
---|---|
পরিচালক | রণধীর কাপুর |
প্রযোজক | রাজ কাপুর |
রচয়িতা | বীরেন্দ্র সিনহা |
শ্রেষ্ঠাংশে | পৃথ্বীরাজ কাপুর রাজ কাপুর রণধীর কাপুর ববিতা শিবদাসানি ড্যাভিড আব্রাহাম আঁচলা সাচদেব ইফতেখার |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
চিত্রগ্রাহক | তরু দত্ত |
সম্পাদক | এস আর কাব্রে |
পরিবেশক | শেমারু (ডিভিডি) |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৬ মিনিট (আসল) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
কাল আজ অর কাল (হিন্দি: कल आज और कल, অনুবাদ 'গতকালকে, আজকে এবং আগামীকালকে') হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটি রাজ কাপুর প্রযোজনা করেন এবং পরিচালনা করেন তার পুত্র রণধীর কাপুর।[১] চলচ্চিত্রটিতে পৃথ্বীরাজ কাপুর, তার পুত্র রাজ কাপুর এবং রাজের পুত্র রণধীর কাপুর অভিনয় করেন দাদা, পিতা এবং পুত্র চরিত্রে, এছাড়াও চলচ্চিত্রটিতে ববিতা শিবদাসানি রণধীরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন যিনি ১৯৭১ সালেই তার আসল পত্নী হন।[২] চলচ্চিত্রটিতে বর্ষীয়ান অভিনেতা ইফতেখার (১৯২০-১৯৯৫) ও ছিলেন।[৩]
রাজ কাপুরের চলচ্চিত্রে শঙ্কর জয়কিষণ আগে থেকেই সঙ্গীত পরিচালনা করে আসছিলেন এবং এই কাল আজ অর কাল ছিলো তাদের সঙ্গীত পরিচালনা করা সর্বশেষ রাজ কাপুরের চলচ্চিত্র, চলচ্চিত্রটির গান 'আপ ইয়াহাঁ আয়ে কিস লিয়ে' এবং 'ভাঁবরে কি গুঞ্জন' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো, দুটো গানই কিশোর কুমারের গাওয়া ছিলো। এই চলচ্চচিত্রটি রাজের 'মেরা নাম জোকার' (১৯৭০) এর পরে এসেছিলো এবং 'মেরা নাম জোকার'-এর মত এই চলচ্চিত্রটিও তেমন একটা ব্যবসা করতে না পারলেও ধীরে ধীরে একটি 'কাল্ট' মর্যাদা আয়ত্ত করে নেয় এবং বর্তমানে একটি বলিউডের একটি অন্যতম কিংবদন্তি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে রাজ কাপুরের পিতা পৃথ্বীরাজ কাপুরের অভিনয় ছিলো তার মৃত্যুর কাছাকাছি সময়ে, ১৯৭২ সালে তিনি মারা যান।[৪]
বিষয়বস্তু
[সম্পাদনা]চলচ্চিত্রটির মূল বিষয় হচ্ছে তিনটি প্রজন্ম নিয়েঃ দাদা (পৃথ্বীরাজ), বাবা (রাজ) এবং নাতি (রণধীর) কে নিয়ে। তাদের মতাদর্শ আলাদা আলাদা। রাজেশ (রণধীর) তার প্রেমিকা (ববিতা) কে বিয়ে করতে চাইলে তার দাদা রাজী হয়না। চলচ্চিত্রটির শেষে নাতির তার নিজ পছন্দ অনুযায়ীই বিয়ে হয় অর্থাৎ সে তার প্রেমিকাকে বিয়ে করতে সফল হয়।
চরিত্র
[সম্পাদনা]- পৃথ্বীরাজ কাপুর - দিওয়ান বাহাদুর কাপুর
- রাজ কাপুর - রাম বাহাদুর কাপুর
- রণধীর কাপুর - রাজেশ রাম কাপুর
- ববিতা শিবদাসানি - মণিকা 'মোনা'
- রূপেশ কুমার - সানি (রাজেশের সহপাঠী)
- আঁচলা সাচদেব - মণিকার মাতা আঁচলা
- নরেন্দ্র নাথ - রাজেশের ক্লাসমেট
- ইফতেখার - রামের বন্ধু
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RK Studio may vanish, but the legend will live on! Take a walk down memory lane here"। The Free Press Journal। আগস্ট ২৭, ২০১৮। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮।
- ↑ Mamta Sonar (ফেব্রুয়ারি ১৪, ২০১৮)। "Randhir Kapoor turns 71: Here are some lesser known facts about the legendary actor"। The Free Press Journal। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮।
- ↑ Ranjan Das Gupta (ফেব্রুয়ারি ৪, ২০১৬)। "Kal Aaj Aur Kal (1971)"। The Hindu। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮।
- ↑ "Kal Aaj Aur Kal will always be my favourite: Randhir Kapoor"। Hindustan Times। এপ্রিল ১৬, ২০১৬। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাল আজ অর কাল (ইংরেজি)