উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

YahyA[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বিশেষ:অমীমাংসিত পরিবর্তন -এ ৬ দিন পর্যন্ত অমীমাংসিত পর্যালোচনা পরে আছে বা থাকছে। এসব সম্পাদনা পর্যালোচনা করার জন্য আমি নিরীক্ষক অধিকারের জন্য আবেদন করছি। যে সব কারণে আমি অধিকারটি পাওয়ার যোগ্য-

  1. আমার রোলব্যাক অধিকার আছে এবং আমি ধ্বংসপ্রবণতার নীতি সম্পর্কে অবগত।
  2. উইকিপিডিয়ার সকল মৌলিক নীতিমালা সম্পর্কে আমি অবগত।
  3. উইকিপিডিয়া:নিরীক্ষক পড়েছি এবং পর্যালোচনার নির্দেশাবলি জানা আছে। —ইয়াহিয়াবলুন... ০৭:৫৪, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি আপনার তৈরি বেশ কিছু নিবন্ধ ঘেঁটে দেখলাম। যান্ত্রিক অনুবাদ আপনি যথেষ্ট সংশোধনের চেষ্টা করেছেন কিন্তু বেশ কিছু নিবন্ধে বাংলা বাক্যগঠন আড়ষ্ট হয়েছে। সুহাই আব্রো নিবন্ধটি হুবহু গুগল অনুবাদ (কিছু পরিবর্তন ছাড়া), এমনিতে বাংলাভাষাভাষী কেউ পড়লে নিবন্ধের তথ্য উদ্ধার কঠিন হবে না কিন্তু অনুবাদ প্রত্যক্ষ ও আড়ষ্ট। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৫, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: কিন্তু ভাই, উইকিপিডিয়া:নিরীক্ষক অনুসারে আড়ষ্ট অনুবাদ তো নিরীক্ষক অধিকার পাওয়ার অন্তরায় হওয়ার কথা নয়। অনেক দিনের জমে থাকা অমীমাংসিত সম্পাদনা দেখে মনে হয়েছিল এ অধিকারটি পেলে ভালো হতো। —ইয়াহিয়াবলুন... ১৩:১৫, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
কেন হতে পারে না? নিরীক্ষক হলেন যারা অন্যের যুক্ত করা লেখা পর্যালোচনা করবেন। সেক্ষেত্রে নিজের লেখা আড়ষ্ট থাকলে, আপনি অন্যের যুক্ত করা লেখা আড়ষ্ট কিনা সেটি কীভাবে নির্ণয় করবেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২০, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: সমস্যাটা হচ্ছে, হয়তো অনুবাদে সময় কম দেয়ার কারণে কিছু অনুবাদ সাবলীল হচ্ছে না। সম্ভবত নিজের লেখা নিবন্ধগুলোতে এরকম সমস্যা নেই। যাই হোক, যদি ৪৪ জন নিরীক্ষক এবং প্রশাসাকদের কেউ নিয়মিত এগুলো পর্যালোচনা করে তবে আমার এ অধিকারের বিশেষ কোনো প্রয়োজন হবে না এবং না পাওয়ার কারণে সম্পাদনাও প্রভাব পরবে না। —ইয়াহিয়াবলুন... ১৩:৪৩, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

SH Mahfooz[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়ায় কিছু নিবন্ধ তৈরী করেছি। এবং মাঝে মাঝে বিভিন্ন পাতায় সম্পাদনাও করে থাকি। অধিকারটির দ্বারা উইকিপিডিয়ার আরও কিছু উন্নতি করতে চাই। SH Mahfooz (আলাপ) ০৯:০৯, ২৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি নতুনদের এই অধিকার দেওয়া হয় না। তাছাড়া আপনার আবেদনের কারণ থেকে বুঝাই যাচ্ছে এই অধিকার কি কাজে লাগে তা সম্পর্কে আপনার ধারণা নেই। দয়া করে ভালো অবদান রাখতে থাকুন, তারপর আপনি বুঝবেন এই অধিকার আপনার প্রয়োজন কিনা। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৫, ২৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Aishik Rehman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

অমীমাংসিত পরিবর্তন পাতায় জমে থাকা অমীমাংসিত পাতাসমূহ পর্যালোচনা করার সুবিধার্থে আমি নিরীক্ষক অধিকারের জন্য আবেদন করছি। আশা করি এর মাধ্যমে উইকিপিডিয়ার প্রশাসনিক কাজ ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারবো। পুনশ্চঃ আমি একজন স্বয়ংক্রিয় পরীক্ষক কোপার্নিকাস (আলাপ) ০৪:৩৩, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি বাংলাতে যতগুলো অধিকার আছে তা প্রায় সবগুলো একসাথে আবেদন Wikipedia:Hat collecting~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৩৬, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Shashanka Chandra Das[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Shashanka Chandra Das (আলাপ) ০৮:৪১, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে সকল অধিকারের জন্য একসাথে আবেদন করা হ্যাট কালেকটিং। উইকিপিডিয়ায় আপনি একদম নতুন। অনুগ্রহ করে আবেদনের ক্রাইটেরিয়াগুলো পড়ে নিন। — আদিভাইআলাপ০৯:১৬, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি। অনুগ্রহ করে আরও অভিজ্ঞতা অর্জন করুন যাতে আপনার নিরীক্ষা কার্যক্রমের প্রতি আস্থা তৈরি হয়। ধন্যবাদ। — তানভির১৬:১৮, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]