আলাপ:শিবপুরী জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্ঞাতার্থে[সম্পাদনা]

@Marajozkee: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ১,৭২৬,০৫০ জন এবং আয়তনে ৩৯৭৯ বর্গ কিলোমিটার।] অংশটি ত্রুটিপূর্ণ। [টি] শব্দটি সংখ্যার সাথে একত্রিত হবে। যেমন: ২৫১ টি = ২৫১টি; ফাঁকা রাখলে শব্দ হিসেবে বৃদ্ধি পায় ও তা ভুল হবে। এছাড়াও অত্র নিবন্ধের অন্যান্য অংশ সংশোধন করে (প্রযোজ্য ক্ষেত্রে) বিশ্বকোষীয় পর্যায়ে উপনীত করার আমন্ত্রণ জানাচ্ছি! - Suvray (আলাপ) ১৫:২৬, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সৃষ্ট অন্যান্য জেলা সম্পর্কীয় নিবন্ধগুলোও পুণরায় পর্যালোচনা করা প্রয়োজন! যেমন: গোয়ালিয়র জেলা [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ২,০৩২,০৩৬ জন এবং আয়তনে ৪৫৬০ বর্গ কিলোমিটার।] - Suvray (আলাপ) ১৫:২৯, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Suvray: সংশোধন করে দিয়েছি। একটু দেখে নেবেন। Marajozkee (আলাপ) ১৪:২৯, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Marajozkee: আপনা কর্তৃক সৃষ্ট প্রত্যেকটি জেলার নিবন্ধে [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা ...] রয়েছে। প্রয়োজনীয় সংশোধন করা প্রয়োজন! - Suvray (আলাপ) ১১:৪৮, ২১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]