আব্দুস সালাম পিন্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-২ থেকে সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১ – ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

আব্দুস সালাম পিন্টু একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-শিক্ষামন্ত্রী ছিলেন।[১][২]

জীবনী[সম্পাদনা]

পিন্টু ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১শে আগস্ট ২০০৪ গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকায়, ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়।[৩] ২০১৬ সালে বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হন।[৪] তার ভাই মাওলানা তাজউদ্দিন হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে একজন। ২১শে আগস্ট গ্রেনেড হামলার নৈপথ্যে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।[৫] ২০১৬ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি বিএনপি'র নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ex-dy minister Abdus Salam Pintu held"thedailystar.net। The Daily Star। ৩ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "19 accused in attack on Hasina still absconding"। ২০১৫-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১১ 
  3. "Justice in long wait"। ২০১৬-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১১ 
  4. "Long list with many surprises"। ২০১৬-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১১ 
  5. "A test for investigators"The Daily Star। ২০১২-০৮-১৮। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৬ 
  6. "Long list with many surprises"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮