আবদুর রব (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
(আবদুর রব থেকে পুনর্নির্দেশিত)
আবদুর রব বলতে বোঝানো যেতে পারে:
- আবদুর রব (চাঁদপুরের রাজনীতিবিদ) –চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য।
- আবদুর রব (বরিশালের রাজনীতিবিদ) –বাকেরগঞ্জ-১৩ আসনের সাবেক সংসদ সদস্য।
- আবদুর রব (শিক্ষাবিদ) –ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান।
আরও দেখুন
[সম্পাদনা]- আবদুর রব মিঞা –চাঁদপুর জেলার রাজনীতিবিদ।
- মোহাম্মদ আবদুর রব –বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা।
- আ. স. ম. আবদুর রব –বাংলাদেশী রাজনীতিবদি। জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) এর নেতা।
- আবদুর রব জৌনপুরী –একজন আলেম ও ধর্মপ্রচারক ছিলেন।
- আব্দুর রব বগা মিয়া –বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ।
- আব্দুর রব চৌধুরী –লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।
- সৈয়দ আব্দুর রব –একজন বাঙালি সমাজ সেবক ও সাংবাদিক ছিলেন।
- আবদুর রব সেরনিয়াবাত –বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী।