বিষয়বস্তুতে চলুন

অঞ্জন দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত
প্রাথমিক তথ্য
জন্ম (1953-01-19) জানুয়ারি ১৯, ১৯৫৩ (বয়স ৭১)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাশহুর লোক, বাংলা আধুনিক, অভিনেতা, পরিচালক
কার্যকাল১৯৮১-বর্তমান

অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস”, “রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জনযাত্রা নামে বাংলাদেশের সাজ্জাদ হুসাইন একটি বই লিখেছেন।[]

প্রাকজীবন

[সম্পাদনা]

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে।  সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়।

তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতাভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যান এ সাংবাদিকের কাজ করেন।

অভিনয়

[সম্পাদনা]

অঞ্জন দত্ত ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন।[] তাকে দেখা গেছে ‘একদিন অচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীণ’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’ সহ আরো বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’তে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

অঞ্জন দত্ত ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন।

অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম

[সম্পাদনা]

পরিচালিত ছবি

[সম্পাদনা]
  • ০১. বড়দিন - ১৯৯৮
  • ০২. বো ব্যারাকস ফরএভার - ২০০৪
  • ০৩. কলকাতা - ২০০৫
  • ০৪. দ্য বঙ কানেকশন - ২০০৬
  • ০৫. চলো, লেটস গো! - ২০০৮
  • ০৬. চৌরাস্তা ক্রসরোডস অফ লাভ - ২০০৯
  • ০৭. ম্যাডলি বাঙ্গালী - ২০০৯
  • ০৮. ব্যোমকেশ বক্সী - ২০১০
  • ০৯. রঞ্জনা আমি আর আসবোনা- ২০১১
  • ১০. আবার ব্যোমকেশ - ২০১২
  • ১১. দত্ত ভার্সেস দত্ত - ২০১২
  • ১২. গণেশ টকিস - ২১ জুন, ২০১৩
  • ১৩. শেষ বলে কিছু নেই - ২০১৪
  • ১৪. ব্যোমকেশ- ২০১৫
  • ১৫. ব্যোমকেশ ও চিড়িয়াখানা - ২০১৬
  • ১৬. হেমন্ত - ২০১৬
  • ১৭. ব্যোমকেশ ও অগ্নিবাণ - ২০১৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "যা হতে চেয়েছি, পারিনি: অঞ্জন দত্ত"দৈনিক প্রথম আলো। ২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  2. "বিখ্যাত হতে চেয়েছিলাম: অঞ্জন দত্ত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]