ফয়েরবাক সম্বন্ধে থিসিসসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Theses on Feuerbach থেকে পুনর্নির্দেশিত)

ফয়ারবাখ সম্বন্ধে অভিসন্দর্ভরাজি (জার্মান: Thesen über Feuerbach) হচ্ছে দার্শনিক কার্ল মার্কস লিখিত এগারোটি সংক্ষিপ্ত নোট। এটি ১৮৪৫ সালে লিখিত জার্মান ভাবাদর্শ নামক গ্রন্থের প্রথম অধ্যায়ের জন্য রচিত মৌলিক রূপরেখা। ১৮৮৮ সালে ফ্রিডরিখ এঙ্গেলসের লুডভিগ ফয়ারবাখ নামক পুস্তকে এই অভিসন্দর্ভাবলি প্রকাশিত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মো. আবদুল ওদুদ (দ্বিতীয় সংস্করণ, এপ্রিল ২০১৪)। রাষ্ট্রদর্শন। ঢাকা: মনন পাবলিকেশন। পৃষ্ঠা ৪৮৯। আইএসবিএন 978-98-43300-90-4  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য);