ইংল্যান্ডে শ্রমিক শ্রেণির অবস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইংল্যান্ডে শ্রমিক শ্রেণির অবস্থা
Die Lage der arbeitenden Klasse in England
লেখকফ্রিডরিখ এঙ্গেলস
মূল শিরোনামDie Lage der arbeitenden Klasse in England
অনুবাদকMrs. F. Kelley Wischnewetzky (Florence Kelley)
দেশজার্মানি
ভাষাজার্মান
ধরনরাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান
প্রকাশকOtto Wigand, Leipzig
প্রকাশনার তারিখ
1845 in German, 1887 in English
মিডিয়া ধরনমুদ্রণ (বই)
আইএসবিএন১-৪০৬৯-২০৩৬-৩
পরবর্তী বইকমিউনিস্ট ইস্তেহার 

ইংল্যান্ডে শ্রমিক শ্রেণির অবস্থা (জার্মান: Die Lage der arbeitenden Klasse in England) ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একটি গ্রন্থ। তিনি ১৮৪৫ সালে এটি রচনা করেন। গ্রন্থটি ভিক্টোরিয়ান ইংল্যান্ডের শিল্প শ্রমিকশ্রেণীর একটি সমীক্ষা। তিনি সেখানে থাকাকালীন কারখানা শ্রমিকদের দুর্দশা সম্পর্কে বিশেষভাবে অবগত হন এবং রীতিমত গবেষণা করে গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে সচেতন করে তোলার চেষ্টা করেন। তিনি আরো দেখান যে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি কারখানা মালিকদের দ্বারা শ্রমিকগণ আবশ্যিকভাবেই শোষিত হন। তবে এই ব্যবস্থা বেশিদিন চলতে পারে না, চলা সংগতও নয়। এই ব্যবস্থার অন্তর্নিহিত মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণে তা ভেঙে পড়তে বাধ্য।[১][২]

এঙ্গেলস লন্ডন লিডস, ম্যানচেস্টার ঘুরে ঘুরে ঘেঁষাঘেঁষি করে থাকা শ্রমিকদের দুরবস্থা প্রত্যক্ষ করেন। বিশেষভাবে তিনি পরিচিত হন ম্যানচেস্টারের শ্রমিকদের সংগে। ইংল্যান্ডে বসবাসের সময় তিনি লন্ডনেই কাটান অধিকাংশ সময়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইয়েভগেনিয়া স্তেপানভা, এঙ্গেলস ন্যাশনাল বুক এজেন্সি প্রা লি, দ্বিতীয় মুদ্রণ সেপ্টেম্বর ২০১২, কলকাতা, পৃষ্ঠা ১৮
  2. মো. আবদুল ওদুদ; প্রাচ্য ও পাশ্চাত্যের সমাজ ও রাষ্ট্রের দার্শনিক চিন্তা, মনন পাবলিকেশন, ঢাকা; এপ্রিল, ২০০৮; পৃষ্ঠা- ৫৩৩; ISBN 984-30-0000712-6

বহিঃসংযোগ[সম্পাদনা]