মুন্সি প্রেমচাঁদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Munshi Premchand থেকে পুনর্নির্দেশিত)
মুন্সি প্রেমচাঁদ
জন্ম
ধনপত রাই

(১৮৮০-০৭-৩১)৩১ জুলাই ১৮৮০
লামহি, বাণারস রাজ্য, ব্রিটিশ ভারত
মৃত্যু৮ অক্টোবর ১৯৩৬
নাগরিকত্বভারতীয়
পেশালেখক, ঔপন্যাসিক
পরিচিতির কারণগোদান, নির্মলা, বাজার-এ-হুস্ন, কর্মভূমি, শাতরাঞ্জ কে খিলাড়ি, গাবান, ঈদ্গাহ
দাম্পত্য সঙ্গীশিবরাণি দেবি
সন্তানঅমৃত রাই
স্বাক্ষর

মুন্সি প্রেমচাঁদ (৩১ জুলাই ১৮৮০ - ৮ অক্টোবর ১৯৩৬) আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

আধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক প্রেমচাঁদ ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। ৮ অক্টোবর, ১৯৩৬ ভারতের বারাণসীতে তাঁর মৃত্যু হয়। মুন্সী প্রেমচাঁদ উর্দু ও হিন্দি সাহিত্যের স্বনামধন্য কথাশিল্পী। তার আসল নাম ধনপত রায়। তবে মুন্সী প্রেমচাঁদ নামেই তিনি পরিচিত। তাকে জীবনবাদী সাহিত্যিক বলা হয়। হিন্দি সাহিত্যে ‘উপন্যাস-সম্রাট’ হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করে তাঁকে 'হিন্দি সাহিত্যের বঙ্কিম' বলা হয়। ১৯১০ সালে 'বড়ে ঘরকী বেটি' প্রকাশিত হলে উর্দু সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেন। তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান । তার প্রায় যাবতীয় সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত ও বহুল পঠিত।

কর্মজীবন[সম্পাদনা]

উল্লেখযোগ্য রচনা[সম্পাদনা]

তাঁর রচিত উল্লেখযোগ্য রচনা গুলো হল প্রেম পঁচিশি, প্রেম বত্তিশি, খাক পরোয়ানা, খোয়াব ও খেয়াল, ফেরদৌসে খেয়াল, প্রেম চল্লিশি, আখেরি তোফাহ, যাদরাহ, নির্মলা ইত্যাদি।


উপন্যাস:

  • বরদান
  • প্রতিজ্ঞা
  • সেবাসদন
  • প্রেমাশ্রম
  • নির্মলা
  • রঙ্গভূমি

নাটক:

  • সংগ্রাম
  • কার্বলা
  • প্রেম কী বেদী

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]