বিষয়বস্তুতে চলুন

হাশিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Hashemites থেকে পুনর্নির্দেশিত)
আল-হাশিম

জর্ডান, ইরাক ও হেজাজে ব্যবহৃত প্রতীক
রাষ্ট্রহেজাজ (বর্তমান সৌদি আরব), সিরিয়া, ইরাক, জর্ডান
মূল বংশবনু হাশিম
উপাধি
প্রতিষ্ঠাকাল১৯১৬ (হেজাজ)
১৯২০ (সিরিয়া)
১৯২১ (ইরাক ও জর্ডান)
প্রতিষ্ঠাতাহুসাইন বিন আলি
শেষ শাসকআলি (হেজাজ)
প্রথম ফয়সাল (সিরিয়া)
দ্বিতীয় ফয়সাল (ইরাক)
বর্তমান প্রধানজর্ডান: দ্বিতীয় আবদুল্লাহ বিন হুসাইন
ইরাক: রাদ বিন জাইদ
ক্ষমতাচ্যুতি১৯২৫ (হেজাজ) (সৌদিদের হাতে ক্ষমতাচ্যুত)
১৯২০ (সিরিয়া) (ফরাসি-সিরিয়ান যুদ্ধ)
১৯৫৮ (ইরাক) (১৪ জুলাই বিপ্লব)

আল-হাশিম (আরবি: الهاشميون, al-Hāshimīyūn) হল হেজাজ (১৯১৬-১৯২৫), ইরাক (১৯২১-১৯৫৮) এবং জর্ডানের (১৯২১-বর্তমান) শাসক রাজবংশ। এই পরিবার হাসান ইবনে আলির বংশধর। ১০ম শতাব্দী থেকে শুরু করে ১৯২৪ সালে আল সৌদ কর্তৃক হেজাজ বিজিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা নিরবচ্ছিন্নভাবে মক্কা শাসন করেছে। মুহাম্মাদ এর প্রপিতামহ হাশিম ইবনে আবদ মানাফ এই পরিবারের প্রথম পূর্বপুরুষ এবং তার নামানুসারে আল-হাশিম নামের উদ্ভব। বর্তমান রাজবংশটি হুসাইন বিন আলি প্রতিষ্ঠা করেছেন। ১৯০৮ সালে খলিফা দ্বিতীয় আবদুল হামিদ তাকে মক্কার আমির ও শরিফ নিযুক্ত করেন। ১৯১৬ সালে হুসাইন নিজেকে আরবের বাদশাহ ঘোষণা দেন এবং উসমানীয়দের বিরুদ্ধে আরব বিদ্রোহের সূচনা করেন। ১৯২১ সালে তার পুত্র আবদুল্লাহফয়সাল যথাক্রমে জর্ডানইরাকের সিংহাসনে বসেন।

প্রথম বিশ্বযুদ্ধ ও পরবর্তী সময়

[সম্পাদনা]

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৬ সালে শরিফ হুসাইন বিন আলি উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেন।[] ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি স্বাধীনভাবে হেজাজ শাসন করেছেন। তিনি নিজেকে হেজাজের বাদশাহ ঘোষণা দেন। বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা উসমানীয়দের বিপক্ষে ছিল এবং তারা হুসাইনকে সমর্থন ও সহায়তা প্রদান করে। আরবে হুসাইন বিন আলির প্রধান প্রতিপক্ষ নজদের আবদুল আজিজ ইবনে সৌদ ১৯২৫ সালে হেজাজ দখল করেন। এরপর এই অঞ্চল সৌদি আরবের সাথে একীভূত করে নেয়া হয়।

হুসাইন বিন আলির পাঁচজন পুত্র ছিল:

বংশলতিকা

[সম্পাদনা]
কুরাইশ থেকে শুরু করে আল-হাশিমের বংশলতিকা।[][][][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. T. E. Lawrence (1926), Seven Pillars of Wisdom, reprinted 2000 Penguin classics, p. 53
  2. Stitt, George (১৯৪৮)। A Prince of Arabia, the Amir Shereef Ali Haider। George Allen & Unwin, London। 
  3. Bosworth, Clifford Edmund (১৯৯৬)। The New Islamic Dynasties। Edinburgh University Press। 
  4. Antonius, George (১৯৪৬)। The Arab Awakening। Capricorn Books, New York। 
  5. The Hashemites, 1827-present

বহিঃসংযোগ

[সম্পাদনা]