বিষয়বস্তুতে চলুন

কমল নারায়ণ চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Anupamdutta73 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:০৭, ২২ মার্চ ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

কমল নারায়ণ চৌধুরী
কমল নারায়ণ চৌধুরী
জন্ম১৯১৬
মৃত্যুটেমপ্লেট:মৃত্যু তারিখ ও বয়স।৩ আগস্ট, ১৯৮৫।১৯১৬
জাতীয়তাভারতীয়

কমল নারায়ণ চৌধুরী (অসমীয়া: কমল নাৰায়ণ চৌধুৰী);(ইংরেজি: Kamal Narayan Choudhury) অসমের একজন বিখ্যাত চলচ্চিত্র ও সঙ্গীত পরিচালক। তিনি বহুসংখ্যক অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভাইটি নামক প্রথম অসমীয়া রঙিন চলচ্চিত্রের নির্মাতা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন[]। ।

জন্ম ও শিক্ষা

১৯১৬ সনের ২০ সেপ্টেম্বর তারিখে অসমের গুয়াহাটি মহানগরে কমল নারায়ণ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম প্রসন্ন নারায়ণ চৌধুরী ও মাতার নাম হরবালা চৌধুরী। ১৯৩৬ সালে তিনি কটন কলেজিয়েট সরকারী বিদ্যালয় থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

কর্মজীবন

১৯৪১ সালে মনোমতি নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি অসমীয়া চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তাঁর সর্বপ্রথম পরিচালনা করা চলচ্চিত্রের নাম বদন বরফুকন যেটি ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল। কিছু বৎসর বিরতির পর ১৯৭২ সালে তিনি পুনরায় ভাইটি নামক চলচ্চিত্র দ্বারা অসমীয়া চলচ্চিত্র জগতে ফিরে আসেন। উল্লেখযোগ্য যে এইটিই প্রথম অসমীয়া রঙিন চলচ্চিত্র। তিনি প্রতিধ্বনি, নিমিলা অংক, মুকুতা, মরমমন প্রজাপতি ইত্যাদি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন[]

মৃত্যু

১৯৮৫ সালের ৩ আগস্ট তারিখে কলম নারায়ণ চৌধুরী আমাদের থেকে চিরবিদায় নিয়ে ইহলোক ত্যাগ করে স্বর্গগামী হয়।

তথ্যসূত্র

  1. "Film Directors"। enajori.com। সেপ্টেম্বর ১২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১৩