২০২৪ সুপার কাপ (ভারত) ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৪ কলিঙ্গ সুপার কাপের ফাইনাল
প্রতিযোগিতা২০২৪ কলিঙ্গ সুপার কাপ
খেলায় অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল ৩–২ গোল ব্যবধানে জয়লাভ করে।
তারিখ২৮ জানুয়ারি ২০২৪
ম্যান অফ দ্যা ম্যাচসাউল ক্রেসপো (ইস্টবেঙ্গল)
রেফারিভেঙ্কটেশ আর
দর্শক সংখ্যা১০,১২১
২০২৫

২০২৪ কলিঙ্গ সুপার কাপের ফাইনাল হল ৪র্থ ইন্ডিয়ান সুপার কাপের ফাইনাল ম্যাচ, যা ২০২৪ কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ন নির্ধারণ করতে খেলা হয়েছিল। এটি ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে ইস্টবেঙ্গল এবং ওড়িশার মধ্যে ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল ম্যাচটি ১০,১২১ জন সমর্থকের সামনে অনুষ্ঠিত হয়েছিলো। ভারতের ভেঙ্কটেশ আর রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন। খেলায় অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল ৩–২ গোল ব্যবধানে জয়লাভ করে। এর সাথে ইস্টবেঙ্গল তাদের প্রথম সুপার কাপ জয় লাভ করে।

ভেন্যু[সম্পাদনা]

ফাইনাল ম্যাচটি ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হয়েছিল।[১]

২০২৪ সুপার কাপ (ভারত)-এর ফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
ভুবনেশ্বর
কলিঙ্গ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১২,০০০

নোট

ফাইনালে যাওয়ার পথ[সম্পাদনা]

ইস্টবেঙ্গল পর্ব ওড়িশা
বিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব বিপক্ষ ফলাফল
হায়দ্রাবাদ ৩–২ ১ম খেলা বেঙ্গালুরু ১–০
শ্রীনিদি ডেকান ২–১ ২য় খেলা ইন্টার কাশী ৩–০
মোহনবাগান ৩–১ ৩য় খেলা গোয়া ৩–২
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন EAB MBG SRD HYD
ইস্টবেঙ্গল +৪ নক-আউট পর্ব ৩–১ ২–১ ৩–২
মোহনবাগান ২–১ ২–১
শ্রীনিদি ডেকান +১ ৪–১
হায়দ্রাবাদ −৫
চুড়ান্ত পরিসংখ্যান
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন OFC FCG BEN INT
ওড়িশা (H) +৫ নক-আউট পর্ব ৩–২ ১–০ ৩–০
গোয়া +১ ১–০ ২–১
বেঙ্গালুরু −২ ১–১
ইন্টার কাশী −৪
উৎস: এআইএফএফ
(H) স্বাগতিক।
বিপক্ষ ফলাফল নক আউট পর্ব বিপক্ষ ফলাফল
জামশেদপুর ২–০ সেমি-ফাইনাল মুম্বাই সিটি ১–০

ফাইনাল ম্যাচ[সম্পাদনা]

ইস্টবেঙ্গল৩–২ (অ.স.প.)ওড়িশা
প্রতিবেদন
ইস্টবেঙ্গল
ওড়িশা

হিরো অব দ্যা ম্যাচ

  • সাউল ক্রেসপো (ইস্টবেঙ্গল)

ম্যাচের নিয়ম

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)
  • সর্বাধিক ১৫ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত .
  • সর্বাধিক ৫ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় বদল করা যাবে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২০২৪ সালের ৯ জানুয়ারি থেকে ওড়িশায় শুরু হবে কলিঙ্গ সুপার কাপ"দ্য-এআইএফএফ.কম। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]