বিষয়বস্তুতে চলুন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে
বাংলাদেশ
আইওসি কোডBAN
এনওসিবাংলাদেশ অলিম্পিক সংস্থা
প্যারিস, ফ্রান্স
২৬ জুলাই ২০২৪ (2024-07-26) – ১১ আগস্ট ২০২৪ (2024-08-11)
প্রতিযোগী৪টি ক্রীড়ায় ৫ জন
পতাকা বাহকসাগর ইসলামসোনিয়া খাতুন
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে বাংলাদেশ থেকে ৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছিলো। এটি হল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশের একাদশতম অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় সব প্রতিযোগী পদক অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন।

প্রতিযোগী

[সম্পাদনা]

অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের তালিকা নিচে দেওয়া হলো।

ক্রীড়া পুরুষ নারী মোট
তীরন্দাজ
অ্যাথলেটিক্স
শুটিং
সাঁতার
মোট

তীরন্দাজী

[সম্পাদনা]

আনতালিয়ায়, তুরস্কে ২০২৪ সালের ফাইনাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টে শীর্ষ পাঁচে স্থান পাওয়ার মাধ্যমে একজন বাংলাদেশি তীরন্দাজ ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছিল।

ক্রীড়াবিদ ইভেন্ট র‍্যাংকিং রাউন্ড শেষ ৬৪ দলের পর্ব শেষ ৩২ দলের পর্ব শেষ ১৬ দলের পর্ব কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল / ব্রোঞ্জ
ফলাফল র‍্যাংকিং প্রতিপক্ষের ফলাফল প্রতিপক্ষের ফলাফল প্রতিপক্ষের ফলাফল প্রতিপক্ষের ফলাফল প্রতিপক্ষের ফলাফল প্রতিপক্ষের ফলাফল র‍্যাংক
 মো. সাগর ইসলাম পুরুষদের একক ৬৫২ ৪৫  নেসপোলি (ITA)
পরাজিত ০–৬
অগ্রসর হন নি

অ্যাথলেটিক্স

[সম্পাদনা]

বাংলাদেশ থেকে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিযোগিতার জন্য একজন স্প্রিন্টার অংশগ্রহণ করেছিল।[]

চাবিকাঠি
  • টীকা–ট্র্যাক ইভেন্টগুলোর জন্য প্রদত্ত র‍্যাংকগুলি কেবলমাত্র অ্যাথলিটের হিটের মধ্যে সীমাবদ্ধ
  • Q = পরবর্তী রাউন্ডের জন্য যোগ্য
  • q = পরবর্তী রাউন্ডের জন্য দ্রুততম পরাজিত হিসেবে যোগ্য বা ফিল্ড ইভেন্টে যোগ্যতা অর্জন না করে অবস্থানের মাধ্যমে যোগ্য
  • NR = জাতীয় রেকর্ড
  • N/A = ইভেন্টের জন্য রাউন্ড প্রযোজ্য নয়
  • Bye = অ্যাথলিটকে রাউন্ডে প্রতিযোগিতা করতে হবে না
ট্র্যাক ইভেন্টগুলি
ক্রীড়াবিদ ইভেন্ট হিট রিপচেজ সেমি-ফাইনাল ফাইনাল
ফলাফল র‍্যাংক ফলাফল র‍্যাংক ফলাফল র‍্যাংক ফলাফল র‍্যাংক
ইমরানুর রহমান পুরুষদের ১০০ মিটার ১০.৭৩ ২৫ অগ্রসর হন নি

শুটিং

[সম্পাদনা]

বাংলাদেশ থেকে একজন শুটার সার্বজনীন কোটা বরাদ্দের ভিত্তিতে প্যারিস অলিম্পিক ২০২৪ এর জন্য কোটার স্থান অর্জন করেছিল।[]

ক্রীড়াবিদ ইভেন্ট বাছাইপর্ব ফাইনাল
পয়েন্ট র‍্যাংক পয়েন্ট র‍্যাংক
মো. রবিউল ইসলাম পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ৬২৪.২ ৪৩ অগ্রসর হন নি

সাঁতার

[সম্পাদনা]

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ থেকে দুইজন সাঁতারু অংশগ্রহণ করেছিলেন।

ক্রীড়াবিদ ইভেন্ট হিট সেমি-ফাইনাল ফাইনাল
সময় র‍্যাংক সময় র‍্যাংক সময় র‍্যাংক
সামিউল ইসলাম রাফি পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল ৫৩.১০ ৬৯ অগ্রসর হতে পারেননি
সোনিয়া খাতুন মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল ৩০.৫২ ৬৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Athletics Paris 2024 Final Entries"World Athletics। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  2. "Quota Places by Nation and Number"issf-sports.org/ISSF। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪