বিষয়বস্তুতে চলুন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে
বাংলাদেশ
আইওসি কোডBAN
এনওসিবাংলাদেশ অলিম্পিক সংস্থা
প্যারিস, ফ্রান্স
২৬ জুলাই ২০২৪ (2024-07-26) – ১১ আগস্ট ২০২৪ (2024-08-11)
প্রতিযোগী২টি ক্রীড়ায় ২ জন
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে বাংলাদেশ থেকে ২ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছিল। এটি হবে গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশের একাদশতম অংশগ্রহণ।

প্রতিযোগী[সম্পাদনা]

অলিম্পিক গেমসে অংশগ্রহনকারী প্রতিযোগীদের তালিকা নিচে দেওয়া হল।

ক্রীড়া পুরুষ নারী মোট
তীরন্দাজ
শুটিং
মোট

তীরন্দাজ[সম্পাদনা]

একজন বাংলাদেশী তীরন্দাজ ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত পুরুষদের একক রিকার্ভ প্রতিযোগিতায় ২০২৪ সালে ফাইনাল খেলায় শীর্ষ পাঁচটি ফলাফলের ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছে।


ক্রীড়াবিদ ইভেন্ট র‍্যাংকিং রাউন্ড রাউন্ড অব ৬৪ রাউন্ড অব ৩২ রাউন্ড অব ১৬ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল Final / BM
স্কোর ফল প্রতিপক্ষের স্কোর প্রতিপক্ষের স্কোর প্রতিপক্ষের স্কোর প্রতিপক্ষের স্কোর প্রতিপক্ষের স্কোর প্রতিপক্ষের স্কোর র‍্যাংক
  পুরুষদের একক
0

শুটিং[সম্পাদনা]

বাংলাদেশি শুটার সার্বজনীন কোটার ভিত্তিতে প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্য কোটার স্থান অর্জন করেছে। [১]


ক্রীড়াবিদ ইভেন্ট বাছাইপর্ব সেমিফাইনাল ফাইনাল
পয়েন্ট র‍্যাংক পয়েন্ট র‍্যাংক পয়েন্ট র‍্যাংক
মো. রবিউল ইসলাম পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Quota Places by Nation and Number"issf-sports.org/ISSF। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪