২০২৩–২৪ সৈয়দ মুশতাক আলী ট্রফি
তারিখ | ১৬ অক্টোবর – ৬ নভেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | বিসিসিআই |
ক্রিকেটের ধরন | টি২০ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন এবং নকআউট |
বিজয়ী | পাঞ্জাব (১ম শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩৮ |
খেলার সংখ্যা | ১৩৬ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অভিষেক শর্মা (পাঞ্জাব) |
সর্বাধিক রান সংগ্রহকারী | রিয়ান পরাগ (৫১০) (আসাম) |
সর্বাধিক উইকেটধারী | রবি তেজা (১৯) (হায়দ্রাবাদ) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | bcci.tv |
২০২৩–২৪ সৈয়দ মুশতাক আলী ট্রফি ছিল সৈয়দ মুশতাক আলী ট্রফির ১৬তম সংস্করণ আসর, ভারতের একটি বার্ষিক টুয়েন্টি২০ টুর্নামেন্ট। ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়েছিল, এটি ৩৮টি রঞ্জি ট্রফি দলের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং পাঞ্জাব তাদের প্রথম শিরোপা জিতেছিল। ফাইনালে তারা বরোদাকে ২০ রানে হারিয়েছে।[১] [২] এই টুর্নামেন্টে সমস্ত ৩৮টি সিনিয়র রাজ্য দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে, তিনটি গ্রুপে আটটি দল এবং দুটি গ্রুপে সাতটি দল।[৩] টুর্নামেন্টটি ২০২৩-২৪ সালের ভারতীয় ঘরোয়া ক্রিকেট মৌসুমের অংশ হিসেবে ২০২৩ সালের এপ্রিলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছিল।[৪] মুম্বাই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।[৫]
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বাই | ৭ | ৬ | ১ | ০ | ২৪ | +১.৯৭৬ |
২ | বরোদা | ৭ | ৬ | ১ | ০ | ২৪ | +১.৫৮৩ |
৩ | হায়দ্রাবাদ | ৭ | ৬ | ১ | ০ | ২৪ | +১.৩৭১ |
৪ | হরিয়ানা | ৭ | ৩ | ৪ | ০ | ১২ | +০.৯৯৫ |
৫ | ছত্তিশগড় | ৭ | ৩ | ৪ | ০ | ১২ | +০.০০৫ |
৬ | জম্মু ও কাশ্মীর | ৭ | ৩ | ৪ | ০ | ১২ | −০.৪৩১ |
৭ | মিজোরাম | ৭ | ১ | ৬ | ০ | ৪ | −২.২৯১ |
৮ | মেঘালয় | ৭ | ০ | ৭ | ০ | ০ | −২.৯৩২ |
কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
প্রাথমিক কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|
১ | কেরালা | ৭ | ৬ | ১ | ০ | ২৪ | +২.০৫২ |
২ | আসাম | ৭ | ৫ | ২ | ০ | ২০ | +১.১২৫ |
৩ | হিমাচল প্রদেশ | ৭ | ৫ | ২ | ০ | ২০ | +১.৮১৩ |
৪ | সার্ভিসেস | ৭ | ৪ | ৩ | ০ | ১৬ | +০.৪৫৪ |
৫ | ওড়িশা | ৭ | ৪ | ৩ | ০ | ১৬ | +০.৪৫৩ |
৬ | চণ্ডীগড় | ৭ | ৩ | ৪ | ০ | ১২ | +০.৫৬৯ |
৭ | বিহার | ৭ | ১ | ৬ | ০ | ৪ | −১.১২২ |
৮ | সিকিম | ৭ | ০ | ৭ | ০ | ০ | −৫.৩৮৭ |
কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
প্রাথমিক কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
গ্রুপ সি
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|
১ | পাঞ্জাব | ৭ | ৬ | ১ | ০ | ২৪ | +৩.৭২৭ |
২ | গুজরাত | ৭ | ৫ | ২ | ০ | ২০ | +১.৮৪২ |
৩ | সৌরাষ্ট্র | ৭ | ৫ | ২ | ০ | ২০ | +২.৩২৪ |
৪ | গোয়া | ৭ | ৪ | ৩ | ০ | ১৬ | +০.৭৪৭ |
৫ | রেলওয়ে | ৭ | ৪ | ৩ | ০ | ১৬ | +০.৭৪৮ |
৬ | অন্ধ্র | ৭ | ৩ | ৪ | ০ | ১২ | +০.১৬৭ |
৭ | মণিপুর | ৭ | ১ | ৬ | ০ | ৪ | −৩.০৬৭ |
৮ | অরুণাচল প্রদেশ | ৭ | ০ | ৭ | ০ | ০ | −৬.৯৪৬ |
কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
প্রাথমিক কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
গ্রুপ ডি
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|
১ | বিদর্ভ | ৬ | ৪ | ২ | ০ | ১৬ | +০.৯১৩ |
২ | বাংলা | ৬ | ৪ | ২ | ০ | ১৬ | +০.৪০৪ |
৩ | ঝাড়খণ্ড | ৬ | ৪ | ২ | ০ | ১৬ | +০.১৫৪ |
৪ | রাজস্থান | ৬ | ৩ | ২ | ১ | ১৪ | +০.৪৫৩ |
৫ | মহারাষ্ট্র | ৬ | ৩ | ৩ | ০ | ১২ | +০.৪২৮ |
৬ | উত্তরাখণ্ড | ৬ | ২ | ৪ | ০ | ৮ | +০.০৪৬ |
৭ | পুদুচেরি | ৬ | ০ | ৫ | ১ | ২ | −২.৬৬০ |
কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
প্রাথমিক কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
গ্রুপ ই
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|
১ | দিল্লি | ৬ | ৫ | ০ | ১ | ২২ | +২.৯৭৩ |
২ | উত্তরপ্রদেশ | ৬ | ৩ | ২ | ১ | ১৪ | +১.৮১৬ |
৩ | কর্ণাটক | ৬ | ৩ | ২ | ১ | ১৪ | +১.৩৫৮ |
৪ | মধ্যপ্রদেশ | ৬ | ৩ | ২ | ১ | ১৪ | +০.১৮১ |
৫ | তামিলনাড়ু | ৬ | ৩ | ২ | ১ | ১৪ | −০.২৮২ |
৬ | ত্রিপুরা | ৬ | ১ | ৫ | ০ | ৪ | −২.৩৮৭ |
৭ | নাগাল্যান্ড | ৬ | ০ | ৫ | ১ | ২ | −৩.২২৬ |
কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
প্রাথমিক কোয়ার্টার-ফাইনালে অগ্রসর
নকআউট পর্ব
[সম্পাদনা]প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল | কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||||||||||
সি১ | পাঞ্জাব | ১৭৪/৫ (১৯.১ ওভার) | |||||||||||||||||
সি২ | গুজরাত | ১২৭/৮ (২০ ওভার) | ই২ | উত্তরপ্রদেশ | ১৬৯/৩ (২০ ওভার) | ||||||||||||||
ই২ | উত্তরপ্রদেশ | ১৩০/৪ (১৮.৪ ওভার) | সি১ | পাঞ্জাব | ১৮৪/৪ (১৮.৪ ওভার) | ||||||||||||||
দিল্লি | ১৮৩/৭ (২০ ওভার) | ||||||||||||||||||
ই১ | দিল্লি | ১৭৬/৬ (২০ ওভার) | |||||||||||||||||
ডি১ | বিদর্ভ | ১৩৭/৯ (২০ ওভার) | |||||||||||||||||
সি১ | পাঞ্জাব | ২২৩/৪ (২০ ওভার) | |||||||||||||||||
এ২ | বরোদা | ২০৩/৭ (২০ ওভার) | |||||||||||||||||
বি১ | কেরালা | ১৫৮/৬ (২০ ওভার) | |||||||||||||||||
বি২ | আসাম | ১৩৮/৮ (২০ ওভার) | বি২ | আসাম | ১৬২/৪ (১৭.১ ওভার) | ||||||||||||||
ডি২ | বাংলা | ১৪২/২ (১৭.৫ ওভার) | এ২ | বরোদা | ১৪৬/৪ (১৬.১ ওভার) | ||||||||||||||
বি২ | আসাম | ১৪৩ (২০ ওভার) | |||||||||||||||||
এ১ | মুম্বাই | ১৪৮/৮ (২০ ওভার) | |||||||||||||||||
এ২ | বরোদা | ১৪৯/৭ (১৮.৫ ওভার) |
প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল
[সম্পাদনা]গুজরাত
১২৭/৮ (২০ ওভার) |
ব
|
উত্তরপ্রদেশ
১৩০/৪ (১৮.৪ ওভার) |
সৌরভ চৌহান ৩২ (২১)
ভুবনেশ্বর কুমার ৩/২১ (৪ ওভার) |
- উত্তরপ্রদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলা
১৩৮/৮ (২০ ওভার) |
ব
|
আসাম
১৪২/২ (১৭.৫ ওভার) |
করণ লাল ২৪ (২০)
আকাশ সেনগুপ্ত ৩/২৯ (৪ ওভার) |
- আসাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
কোয়ার্টার-ফাইনাল
[সম্পাদনা]কেরালা
১৫৮/৬ (২০ ওভার) |
ব
|
আসাম
১৬২/৪ (১৭.১ ওভার) |
সালমান নিজার ৫৭ (৪৪)
আকাশ সেনগুপ্ত ৩/২৯ (৪ ওভার) |
- আসাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
সেমি-ফাইনাল
[সম্পাদনা]বরোদা
১৪২ (২০ ওভার) |
ব
|
আসাম
১৪৬/৪ (১৬.১ ওভার) |
নিনাদ রথবা ৪৪ (২৬)
আকাশ সেনগুপ্ত ২/৩২ (৩.১ ওভার) |
- বরোদা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "India's domestic season takes off in June"। Cricbuzz। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩।
- ↑ "Duleep Trophy to kick off India's earliest ever domestic season on June 28"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩।
- ↑ "BCCI's domestic season will begin early on June 28"। The New Indian। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১১।
- ↑ "BCCI announces India's domestic season for 2023-24"। Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩।
- ↑ "Sarfaraz the hero as Mumbai claim maiden Syed Mushtaq Ali title in last-over thriller"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১২।