২০১৯ কুল্লু বাস দূর্ঘটনা

স্থানাঙ্ক: ৩১°৩৮′ উত্তর ৭৭°২১′ পূর্ব / ৩১.৬৩° উত্তর ৭৭.৩৫° পূর্ব / 31.63; 77.35
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯ কুল্লু বাস দূর্ঘটনা
বিস্তারিত
তারিখ20 June 2019
সময়4 PM IST
অবস্থানধথ মোড়, বানজার তহশিল, কুল্লু জেলা, হিমাচল প্রদেশ, ভারত
স্থানাঙ্ক৩১°৩৮′ উত্তর ৭৭°২১′ পূর্ব / ৩১.৬৩° উত্তর ৭৭.৩৫° পূর্ব / 31.63; 77.35
দেশ ভারত
পরিচালনাকারীবেসরকারী বাস
দুর্ঘটনার ধরন৩০০ মিটার গভীর নালায় পতন
পরিসংখ্যান
নিহত৪৪
আহত৩৪

২০১৯ সালের ২০ জুন তারিখে, একটি অতিবোঝাই বাস হিমাচল প্রদেশের কুলু জেলার বানজার তহশিলে ধথ মরহ নামক স্থানে একটি গভীর নালায় গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ জন মারা যায় এবং ৩৪ জন আহত হয়। [১][২]

দুর্ঘটনা[সম্পাদনা]

ব্যক্তিগত বাস নিবন্ধকরণ নম্বর (এইচপি ৬৬-৭০৬৫) কুল্লু-গাদাগুশাইনি রুটে চলাচল করতো। বাঞ্জার বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার এটা ভাইযোথ এ কাছে মোড় নিতে দিয়ে পড়ে যায়। [৩] ধোথ মোড়ের কাছাকাছি বাসটি যখন রাস্তার উপরের অংশে চলা শুরু করেছিল, তখন এটি বাঁকের কাছে এসে এটি বানজর নোলার উপত্যকায় পড়ে যায়। মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়ায় এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে বানজর হাসপাতালে নেওয়া হয়। আহতরা বান্জার ও কুলু হাসপাতালে চিকিৎসাধীন ছিলো, গুরুতর আহতদের চন্ডীগড়ের পিজিআইএমআইআর- এ প্রেরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মধ্যে বেশিরভাগই বাড়ি ফিরছিলো, তারা বানজার সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল। [৪]

তদন্ত[সম্পাদনা]

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুল্লু পরিচালনায় একটি ম্যাজিস্টেরিয়াল তদন্তের নির্দেশ দেন। ঠাকুর বলেছিলেন যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দোষী প্রমাণিত হলে বাসের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Death Toll in Kullu Bus Accident Rises to 44, Over 30 in Hospital as Transport Minister Rushes to Take Stock"News18। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  2. Ghazali, Mohammad; Dutta Roy, Divyanshu। "44 Dead As Bus Falls Into Gorge In Himachal Pradesh, Many Were Sitting On Roof"NDTV। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  3. "44 killed as overloaded bus skids off Himachal Pradesh road into gorge"The Times of India। ২১ জুন ২০১৯। 
  4. Sharma, Suresh (২১ জুন ২০১৯)। "Kullu accident: Toll rises to 44, CM orders magisterial probe"The Times of India 
  5. "A Day After Kullu Bus Accident, Himachal CM Says Will Act Against Bus Owners Found Guilty of Overloading"News18। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯