বিষয়বস্তুতে চলুন

২০১৬ নিস আক্রমণ

স্থানাঙ্ক: ৪৩°৪১′৩৭″ উত্তর ৭°১৫′২১″ পূর্ব / ৪৩.৬৯৩৬° উত্তর ৭.২৫৫৭° পূর্ব / 43.6936; 7.2557
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ নিস হামলা
ফ্রান্সে সন্ত্রাসের অংশ
প্রোমানাদ দেজঙলে (সৈকত পাশে), যেখানে আক্রমণ সংঘটিত হয়েছে
পশ্চিম থেকে পূর্ব আক্রমণকারী পথসমূহ
স্থানপ্রোমানাদ দেজঙলে, নিস, ফ্রান্স
স্থানাংক৪৩°৪১′৩৭″ উত্তর ৭°১৫′২১″ পূর্ব / ৪৩.৬৯৩৬° উত্তর ৭.২৫৫৭° পূর্ব / 43.6936; 7.2557
তারিখ১৪ জুলাই ২০১৬ (2016-07-14) (বাস্তিল দিবস)
আনু. ২২:৪০ সিইডিটি (ইউটিসি+০২:০০)
হামলার ধরনট্রাক দ্বারা আক্রমণ
ব্যবহৃত অস্ত্রকার্গো ট্রাক এবং একটি পিস্তল
নিহত৮৪+ (অপরাধীসহ)[][]
আহত২০২ (৫২ গুরুতর)[]
হামলাকারীমোহামেদ লাউয়েজ বুলে

২০১৬ সালে ১৪ জুলাই, বৃহস্পতিবার রাত ১০টার পর মোহামেদ লাউয়েজ বুলে নামে এক ৩১ বছর বয়সী ফ্রাঙ্কো-তিউনিসীয় নাগরিক বাস্তিল দিবসে একটি ৩২ টন ওজনের ভারী ট্রাক নিয়ে ফ্রান্সের নিস শহরের এক সড়কে উৎসবে মাতয়ারা জনতার উপর দিয়ে চালিয়ে নিয়ে যান প্রায় ২ কিলোমিটার।[] এর ফলে ৮৪ জনের মৃত্য হয় ও ২০২ জন আহত হয়। আহতদের মধ্যে ৫২ জনের আঘাত গুরুতর। নিহতদের মধ্যে ১০ জনেরও বেশি শিশু। এটি ২০১৫ সালের জানুয়ারি ও নভেম্বরে ঘটে যাওয়া হামলার পর ফ্রান্সের বুকে তৃতীয় জঙ্গি হামলা।

হামলাকারী

[সম্পাদনা]

হামলাকারী মোহামেদ লাউয়েজ বুলে'র জন্ম তিউনিসিয়ায় হলেও তিনি বর্তমানে কর্মসূত্রে ফ্রান্সে বসবাস করতেন। ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত সেদেশে কাজ করার পারমিটও তার ছিল। এর আগে তিনি ছিঁচকে চুরি, প্রভৃতি বিভিন্ন ছোটখাট অপরাধে যুক্ত ছিলেন। সেই কারণে পুলিশের খাতায় তার নামও ছিল। নিস হামলার মাধ্যমে তিনি ৮৪ জনেরও বেশি মানুষকে হত্যা করেন।[]

হামলা

[সম্পাদনা]

কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় ২২:১০-এর দিকে[] একটি বড় সাদা রঙের ট্রাক নিস শহরের একটি খোলা চত্বরের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখা যায়। এসময় ট্রাকটি এলোপাতাড়ি চলছিল। হঠাৎ ট্রাকটি বাঁক নিয়ে রাস্তা থেকে সড়ে চত্বরের দিকে আসতে থাকে। ২২:৪০ এর সময় আতশবাজি খেলার সমাপনী পর্ব চলছিল। এ'সময় ট্রাকটি লেভাল শিশু হাসপাতালের বিপরীতে থাকা যান প্রতিবন্ধকগুলো ভেঙে ফেলে। এক মোটর সাইকেল আরোহী সম্ভবত বিষয়টি বুঝতে পেরে ট্রাকটিকে থামাতে সেটিকে অতিক্রম করে গিয়ে ট্রাকের চালকের আসনের পাশের দরজা খুলতে গিয়ে ট্রাকের চাকার তলে পতিত হন। এটি দেখে স্থানীয় পুলিশ ট্রাকটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।[] এ'সময় ট্রাকের চালক গতি বাড়িয়ে দেন, উত্তর-পূর্বে এগোতে থাকেন এবং চত্বরে সমবেত অসংখ্য মানুষের উপরে হামলা করেন। পুলিশ ক্রমাগত গুলি করে ট্রাকটিকে থামাবার চেষ্টা করলে চালকও পালটা গুলি ছোড়েন। এছাড়া চালক সমবেত জনতার উপরেও গুলি চালাতে থাকেন। এইভাবে প্রায় দুই কিলোমিটার ট্রাকটি চলতে থাকায় অগণিত মানুষ হতাহত ও নিহত হন। পরে একটি হোটেলের সামনে ট্রাকটিকে ঘিরে ধরে পুলিশ।[] পুলিশের ক্রমাগত গুলিতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের চালকও নিহত হন।[] ট্রাকের ভেতর থেকে পুলিশ একটি ম্যাগাজিন, বন্দুক, ফাঁকা গ্রেনেড ও একটি খেলনা এম১৬ রাইফেল উদ্ধার করে।[১০]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "EN DIRECT – Attentat sur la promenade des Anglais à Nice"Le Figaro (French ভাষায়)। France। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৬ 
  2. "Terror Attack on Nice: At Least 80 Dead After Grenade-Filled Truck Plows Into Crowd, Officials Say"। ABC। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬ 
  3. "Latest updates on France lorry attack"। BBC। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬ 
  4. "বাস্তিল দিবসেই রক্তাক্ত ফ্রান্স", এই সময়, শহর সংস্করণ, কলকাতা, ১৬ জুলাই, ২০১৬। পৃঃ - ১+
  5. "আবার রক্তাক্ত ফ্রান্স, উৎসবের নিসে 'জঙ্গি' ট্রাক পিষে মারল ৮৪ জনকে"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬ 
  6. "At least 74 killed as truck plows into crowd in Nice, France, on Bastille Day"The Jerusalem Post 
  7. Willgress, Lydia; Samuel, Henry (১৫ জুলাই ২০১৬)। "Hero motorcyclist attempted to stop Nice terror attacker"The Telegraph। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬ 
  8. "Nice attack: What we know of the Bastille Day killings"। BBC। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬ 
  9. Almasy, Steve (১৪ জুলাই ২০১৬)। "Live updates: Truck driver attacks crowd in Nice, killing dozens"CNN 
  10. "Lorry have guns inside"BBC। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]