২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ
তারিখ১৩ মে ২০১৪ – ১২ জানুয়ারী ২০১৪
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন ও ফাইনাল
আয়োজক বাংলাদেশ
বিজয়ীদক্ষিণাঞ্চল (১ম শিরোপা)
রানার-আপউত্তরাঞ্চল
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়তাইজুল ইসলাম (উত্তরাঞ্চল)
সর্বাধিক রান সংগ্রহকারীইমরুল কায়েস (৫১১)
সর্বাধিক উইকেটধারীতাইজুল ইসলাম (৪১)

২০১২–১৩ বাংলাদেশ ক্রিকেট লিগ হলো বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় আসর, এটি একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট যা বাংলাদেশে ১২ জানুয়ারী ২০১৪ থেকে ১৩ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১] গত আসরে মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়, তারা ফাইনালে উত্তরাঞ্চলকে ৩১ রানে পরাজিত করে।[২]


এই মৌসুমে উত্তরাঞ্চলে ২১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণাঞ্চল[৩]

ভেন্যু[সম্পাদনা]

ঢাকা ঢাকা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ
ধারণক্ষমতা: ২৫,৪১৬ ধারণক্ষমতা: ২০,০০
ম্যাচ: ১ ম্যাচ: ৬

পয়েন্ট টেবিল[সম্পাদনা]

দল[৪] খেলা জয় হার ড্র ফহ পয়েন্ট
উত্তরাঞ্চল ৫৪
দক্ষিণাঞ্চল '৪১
মধ্যাঞ্চল ১৪
পূর্বাঞ্চল ১৮
  •      ফাইনালে উত্তির্ন.

ফাইনাল[সম্পাদনা]

০৯-১৩ ফেব্রুয়ারী ২০১৪
স্কোরকার্ড
২৭১ (৮৩ ওভার)
সৌম্য সরকার ৭০ (১৩১)
তাইজুল ইসলাম ৮/৮৬ (৩১)
২৩৫ (৯৭.৫ ওভার)
নাসির হোসেন ৭০ (১১৩)
আল-আমিন হোসেন ৪/৩৫ (১৭)
৫৩৬ (১১৬.৩ ওভার)
ইমরুল কায়েস ২০৪ (২৬৬)
সুবাশিষ রয় ৩/১২৮ (২২)
৩৫৯ (৮৭.৪ ওভার)
ফরহাদ হোসেন ১২৯ (২১৯)
আব্দুর রাজ্জাক ৬/১০২ (৩২.৪)
দক্ষিণাঞ্চল ২১৩ রানে জয়ী।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: এনামুল হক এবং লেসলি রেইফার
ম্যাচসেরা: ইমরুল কায়েস
  • উত্তরাঞ্চল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ"। ২০২৩-১২-৩০। 
  2. "মধ্যাঞ্চলের বিসিএলের প্রথম শিরোপা জয়"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 
  3. "Razzak Six leads South Zone to title" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ 
  4. "বাংলাদেশ ক্রিকেট লিগ টেবিল - ২০১২–১৩"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]