২০১০ দক্ষিণ এশীয় গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স থেকে পুনর্নির্দেশিত)
একাদশ দক্ষিণ এশীয় গেমস
কুটুম্ব, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রতিযোগিতার লোগো ছিল
কুটুম্ব, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রতিযোগিতার লোগো ছিল
কুটুম্ব, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রতিযোগিতার লোগো ছিল
স্বাগতিক শহরবাংলাদেশঢাকা, বাংলাদেশ
অংশগ্রহণকারী জাতিসমূহ
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ২০০০+ (আনুমানিক)
বিষয়সমূহ২৩টি ক্রীড়া
উদ্বোধনী অনুষ্ঠান২৯ জানুয়ারি
সমাপ্তি অনুষ্ঠান৯ ফেব্রুয়ারি
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনশেখ হাসিনা
প্রধান মিলনস্থনবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
২০০৬ ২০১৬  >

২০১০ দক্ষিণ এশীয় গেমস বা একাদশ দক্ষিণ এশীয় গেমস হল একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা দক্ষিণ এশীয় গেমসের ১১তম আসর হিসাবে ২০১০ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।[১] এটি ছিল ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসের তৃতীয় আসর। ঢাকা একমাত্র শহর যেখানে পরপর তিনবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লোগো ও মাসকাট[সম্পাদনা]

খেলা সমূহ[সম্পাদনা]

১১তম দক্ষিণ এশীয় গেমসের ২৩ খেলা নিয়ে অনুষ্ঠিত হয়।[১]

অংশগ্রহণকারী দেশ[সম্পাদনা]

অংশগ্রহণকারী জাতী অঞ্চল

৮টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পদক তালিকা[সম্পাদনা]

  *   স্বাগতিক জাতি (বাংলাদেশ)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 ভারত (IND)৯০৫৫৩০১৭৫
 পাকিস্তান (PAK)১৯২৫৩৬৮০
 বাংলাদেশ (BAN)*১৮২৩৫৬৯৭
 শ্রীলঙ্কা (SRI)১৬৩৫৫৪১০৫
 নেপাল (NEP)১৯৩৬
 আফগানিস্তান (AFG)১৬৩২
 ভুটান (BHU)
 মালদ্বীপ (MDV)
মোট (৮টি জাতি)১৫৮১৫৮২১৬৫৩২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "11th South Asian Games to start in January 2010"। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]