২০০২ এশিয়ান গেমসে ভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দক্ষিণ কোরিয়াবুসানে অনুষ্ঠিত ২০০২ এশিয়ান গেমসে ভারত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১০টি স্বর্ণ পদক নিয়ে ভারত সপ্তম স্থান অধিকার করেছিল।

সুনীতা রানীর স্বর্ণ ও ব্রোঞ্জ পদক, যা তিনি মহিলাদের ১৫০০ মিটার এবং মহিলাদের ৫০০০ মিটার বিভাগে জিতেছিলেন, ডোপিং-য়ের মিথ্যা অভিযোগে তা প্রথমে বাতিল করা হয়। এর ফলে ভারত পদক তালিকায় অষ্টম স্থান অধিকার করে। এর পরে তিনি আপিলের মাধ্যমে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে সক্ষম হলে, তার দুটি পদক পুনরার্পণ করা হয় তাকে । ফলত ভারত পদক টেবিলের আগের অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে আসে।

ক্রীড়ানুসারে পদক তালিকা[সম্পাদনা]

ক্রীড়া স্বর্ণ রৌপ্য রোঞ্জ মোট
মল্লক্রীড়া ১৭
টেনিস
কিউ স্পোর্টস
কাবাডি
গলফ
শ্যুটিং
সেলিং
হকি
তায়কন্দো
অশ্বারোহণ
নৌচালনা
কুস্তি
Tমোট ১১ ১২ ১৩ ৩৬

পদকজয়ীদের তালিকা[সম্পাদনা]

পদক ক্রীড়াবিদ ক্রীড়া বিভাগ
 স্বর্ণ সরস্বতী সাহা মল্লক্রীড়া মহিলাদের ২০০ মিটার
 স্বর্ণ কে এম বীণামল মল্লক্রীড়া মহিলাদের ৪০০ মিটার
 স্বর্ণ সুনীতা রানী মল্লক্রীড়া মহিলাদের ১৫০০ মিটার
 স্বর্ণ নীলম জশবন্ত সিং মল্লক্রীড়া মহিলাদের ডিস্ক নিক্ষেপ
 স্বর্ণ অঞ্জু ববি জর্জ মল্লক্রীড়া মহিলাদের দীর্ঘ লম্ফি
 স্বর্ণ মনজিত কৌর

সোমা বিশ্বাস

কে এম বীণামল

জিন্সি ফিলিপ
মল্লক্রীড়া মহিলাদের ৪*৪০০ মিটার রিলে
 স্বর্ণ বাহাদুর সিং সাগু মল্লক্রীড়া পুরুষদের শট পুট
 স্বর্ণ ভারত পুরুষ জাতীয় কাবাডি দল কাবাডি পুরুষদের দলগত বিভাগ
 স্বর্ণ শিব কাপুর গলফ পুরুষদের একক
 স্বর্ণ লিয়েন্ডার পেজ

মহেশ ভূপতি
টেনিস পুরুষদের দ্বৈত
 স্বর্ণ ইয়াসিন মার্চেন্ট

রাফাত হাবিব
কিউ স্পোর্টস স্নুকার দ্বৈত
 রৌপ্য কে এম বীণামল মল্লক্রীড়া মহিলাদের ৪০০ মিটার দৌড়
 রৌপ্য মাধুরী সিং মল্লক্রীড়া মহিলাদের ৮০০ মিটার দৌড়
 রৌপ্য অঞ্জু ববি জর্জ মল্লক্রীড়া মহিলাদের হাই জাম্প
 রৌপ্য সোমা বিশ্বাস মল্লক্রীড়া মহিলাদের হেপ্টাথেলন
 রৌপ্য কে এম বিনু মল্লক্রীড়া পুরুষদের ৮০০ মিটাএ
 রৌপ্য Purakkotte Ramachandran

মনোজ লাল

সতবীর সিং

ভূপিন্দার সিং
মল্লক্রীড়া পুরুষদের ৪ *৪০০ মিটার রিলে
 রৌপ্য গীত শেঠি

অলোক কুমার
কিউ স্পোর্টস বিলিয়ার্ড দ্বৈত
 রৌপ্য মানবজিত সিং সান্ধু

মানশের সিং

আনওয়ার সুলতান
শ্যুটিং পুরুষদের ট্র‍্যাপ টিম
 রৌপ্য অঞ্জলি ভাগবত

দীপালি দেশপান্ডে

সুমা শিরুর
শ্যুটিং মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দল
 রৌপ্য নীতিন মোঙ্গিয়া সেলিং OK Dinghy
 রৌপ্য ভারত পুরুষ জাতীয় হকি দল হকি পুরুষদের দলগত বিভাগ
 রৌপ্য মনীষা মালহোত্রা

মহেশ ভূপতি
টেনিস মিশ্র দ্বৈত
 ব্রোঞ্জ সুনীতা রানী শ্যুটিং মহিলাদের ৫০০০ মিটার দৌড়
 ব্রোঞ্জ জে জে শোভা মল্লক্রীড়া মহিলাদের হেপ্টাথেলন
 ব্রোঞ্জ শক্তি সিং মল্লক্রীড়া পুরুষদের শত পুট
 ব্রোঞ্জ অনিল কুমার মল্লক্রীড়া পুরুষদের ডিসকাস থ্রো
 ব্রোঞ্জ বিশাল উপ্পল

মুস্তাফা ঘৌস
টেনিস পুরুষদের দ্বৈত
 ব্রোঞ্জ লিয়েন্ডার পেজ

সানিয়া মির্জা
টেনিস মিশ্র দ্বৈত
 ব্রোঞ্জ গীত শেঠি কিউ স্পোর্টস বিলিয়ার্ড একক
 ব্রোঞ্জ পলবিন্দর সিং চিমা কুস্তি পুরুষদের ১২০কেজি ফ্রিস্টাইল
 ব্রোঞ্জ জেনিল কৃষ্ণান

ইন্দরপল সিং

রোশন লাল

পাওলোস কান্ডারি কুনেল
রোয়িং Men's Coxless Four
 ব্রোঞ্জ ইন্দ্রজিত লাম্বা

ভগীরথ সিং

রাজেশ পাট্টু

দীপ কুমার আহলাওত
অশ্বারোহণ দলগত ইভেন্টিং
 ব্রোঞ্জ রাজেশ চৌধুরী সেলিং লেসার রেডিয়াল
 ব্রোঞ্জ আশিম মোঙ্গিয়া

মহেশ রামচন্দ্রন
সেলিং এন্টারপ্রাইজ
 ব্রোঞ্জ সুরেন্দ্র ভান্ডারি তাইইকোন্দু পুরুষদের ৫৮ কেজি