অঞ্জু ববি জর্জ
![]() Anju Boby George in 2006 | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | Changanassery, Kottayam, Kerala, India | ১৯ এপ্রিল ১৯৭৭
ক্রীড়া | |
দেশ | ![]() |
ক্রীড়া | Athletics |
বিভাগ | Long jump Triple jump |
সাফল্য ও খেতাব | |
ব্যক্তিগত সেরা | Long jump: 6.83 m NR (Athens 2004) Triple jump: 13.67 (Hyderabad 2002) |
পদকের তথ্য | |
30 July 2013 তারিখে হালনাগাদকৃত |
অঞ্জু ববি জর্জ (জন্ম: ১৯ এপ্রিল ১৯৭৭) হলেন একজন ভারতীয় অ্যাথলিট। অঞ্জু ববি জর্জ ইতিহাস সৃষ্টি করেছেন যখন তিনি প্যারিসে ২০০৩ ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় লং জাম্প ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন। এই গৌরব অর্জনের সঙ্গে সঙ্গে এ পর্যন্ত তিনি হলেন প্রথম কোনো ভারতীয় অ্যাথলিট যিনি একটা ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৬.৭০ মিটার লাফিয়ে একটা পদক জিতেছেন।[১] তার এক শ্রেষ্ঠ প্রদর্শনের সাহায্যে তিনি ২০০৫ খ্রিষ্টাব্দে আইএএএফ ওয়র্ল্ড অ্যাথলেটিক্স ফাইনাল প্রতিযোগিতায় সোনার পদক জেতার জন্যে গিয়েছিলেন। ২০০৫ খ্রিষ্টাব্দে মন্টে কার্লোতে ওয়র্ল্ড অ্যাথলেটিক্স ফাইনালে অঞ্জু রুপো থেকে সোনা জেতার পর্যায়ে উন্নীত হন, কেননা, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা রাশিয়ার তাতিয়ানা কোতোভার অযোগ্যতা প্রমাণ; ২০০৫ খ্রিষ্টাব্দের হেলসিঙ্কি ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় ব্যক্তির সম্প্রতি পুনঃপরীক্ষা হয়েছিল।[২] ২০০২ খ্রিষ্টাব্দে অঞ্জু ববি জর্জ অর্জুন পুরস্কারে ভূষিত হন।[৩]
২০০৪ এথেন্স অলিম্পিক্স প্রতিযোগিতায় তিনি তার শ্রেষ্ঠ ব্যক্তিগত স্কোর ৬.৮৩ প্রদর্শন করে পঞ্চম স্থান প্রাপ্ত পেয়েছিলেন।.
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অঞ্জু ববি জর্জ কেরালার কোট্টায়াম জেলার চাঙ্গানাসারি তালুকের চীরাঞ্চিরা গ্রামে কোচুপারাম্বিল পরিবারে জন্মেছেন, যেটা কে টি মার্কোসে একটা গোঁড়া পরিবার।[৪] তার পিতার কাছে তার অ্যাথলেটিক্সে হাতেখড়ি এবং তার আগ্রহ বৃদ্ধি পায় কোরুথোড়ে স্কুলে তার শিক্ষকের চেষ্টায়। তিনি সিকেএম কোরুথোড়ে স্কুলে পড়াশোনা করেন এবং বিমলা কলেজ থেকে স্নাতক হন। ১৯৯১-৯২ স্কুল অ্যাথলেটিক মিটে তিনি ১০০ মিটার হার্ডলস এবং রিলে রেস জেতেন এবং লং জাম্প ও হাই জাম্প ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন, এভাবে তিনি ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় স্কুল ক্রীড়ায় অঞ্জুর প্রতিভা দেখা গিয়েছিল, যেখানে তিনি ১০০ মিটার হার্ডলস এবং ৪ x ১০০ মিটার রিলে রেসে তৃতীয় স্থান দখল করেন।
পেশাদারি কর্মজীবন
[সম্পাদনা]যদিও তিনি হেপ্টাথলন দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীকালে তিনি তার জাম্প ইভেন্টগুলোতে মনঃসংযোগ করে ১৯৯৬ দিল্লি জুনিয়র চ্যাম্পিয়নশিপে লং জাম্পে পদক জিততে মনস্থির করেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দে বেঙ্গালুরু ফেডারেশন কাপ প্রতিযোগিতায় অঞ্জু ট্রিপল জাম্পএ জাতীয় রেকর্ড করেন এবং নেপাল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমসে রুপোর পদক লাভ করেন। তিনি ২০০১ খ্রিষ্টাব্দে তিরুবনন্তপুরম ন্যাশনাল সার্কিট মিটে তার নিজের রেকর্ড ভেঙে লং জাম্পে ৬.৭৪ মিটার করেন। ওই বছরই লুধিয়ানা জাতীয় ক্রীড়ায় ট্রিপল জাম্পে অঞ্জু সোনা জেতেন। হায়দরাবাদ জাতীয় ক্রীড়াতেও তিনি তার শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। ম্যাঞ্চেস্টার শহরে ২০০২ কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় তিনি ৬.৪৯ মিটার সম্পূর্ণ করে ব্রোঞ্জ পদক লাভ করেন। বুসান শহরে এশিয়ান গেমস প্রতিযোগিতায় অঞ্জু সোনা জিতেছিলেন।
{{টেমপ্লেট: কাজ চলছে|উইকি লাভস ওমেন ২০১৯ - উইকিপিডিয়া}}
See also
[সম্পাদনা]- List of Indian women athletes
- List of Kerala Olympians
- Indian Squad for 2008 Olympics
- List of Indian records in athletics
উল্লেখসমূহ
[সম্পাদনা]- ↑ "EVENT REPORT WOMEN LONG JUMP FINAL"। IAAF। ৩০ আগস্ট ২০০৩।
- ↑ "IAAF ratifies Anju's top finish in 2005 World Athletics Final"। Times of India। PTI। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭।
- ↑ "Anju Bobby George is now a gold medallist"। The Hindu। Chennai, India। ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Anju Bobby George Profile - Anju Bobby George Biography - Indian Athlete Anju Bobby"।
বহির্সংযোগসমূহ
[সম্পাদনা]- Anju Bobby George আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে পদক বিজয়ী
- বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক বিজয়ী
- ভারতের অলিম্পিক মল্লক্রীড়াবিদ
- ক্রীড়ায় পদ্মশ্রী প্রাপক
- ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- জীবিত ব্যক্তি
- ১৯৭৭-এ জন্ম
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী
- এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- ভারতীয় মহিলা দীর্ঘ লম্ফবিদ
- কেরলের মহিলা ক্রীড়াবিদ
- ২০০২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২০০৬ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- এশিয়ান গেমসে পদক বিজয়ী মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- এশিয়ান গেমসে রৌপ্যপদক বিজয়ী ভারতীয়
- ২০০২ এশিয়ান গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০০২ কমনওয়েলথ গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০০৬ এশিয়ান গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী ভারতীয়
- মালয়ালী ব্যক্তি
- অর্জুন পুরস্কার প্রাপক
- রাজীব গান্ধী খেলরত্ন প্রাপক
- দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- দক্ষিণ এশীয় গেমসে মল্লক্রীড়ায় পদক বিজয়ী
- ভারতীয় ক্রীড়া নির্বাহী ও প্রশাসক
- কেরলের মল্লক্রীড়াবিদ