হ্যারিয়েট বিচার স্টো
হ্যারিয়েট বিচার স্টো | |
---|---|
স্থানীয় নাম | Harriet Beecher Stowe |
জন্ম | হ্যারিয়েট এলিজাবেথ বিচার ১৪ জুন ১৮১১ লিচফিল্ড, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১ জুলাই ১৮৯৬ হার্টফোর্ড, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
ছদ্মনাম | ক্রিস্টোফার ক্রোফিল্ড |
ভাষা | ইংরেজি |
জাতীয়তা | মার্কিন |
ধরন | ঔপন্যাসিক, প্রাবন্ধিক |
উল্লেখযোগ্য রচনা | আঙ্কল টমস্ কেবিন |
দাম্পত্যসঙ্গী | ক্যালভিন এলিস স্টো |
স্বাক্ষর |
হ্যারিয়েট এলিজাবেথ বিচার স্টো (ইংরেজি: Harriet Elisabeth Beecher Stowe, /stoʊ/; ১৪ই জুন ১৮১১ - ১লা জুলাই ১৮৯৬) ছিলেন একজন মার্কিন লেখিকা এবং দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি প্রখ্যাত বিচার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আফ্রিকান-মার্কিনদের দাসত্বের রুঢ় অবস্থা নিয়ে রচিত আঙ্কল টমস্ কেবিন বইয়ের লেখিকা হিসাবে সুপরিচিত। বইটি উপন্যাস ও নাটক হিসেবে মিলিয়নের অধিক কপি বিক্রি হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এর প্রভাব লক্ষ করা যায়। যার ফলে যুক্তরাষ্ট্রের উত্তরাংশে দাসত্ব-বিরোধী দল গড়ে ওঠে, অন্যদিকে দক্ষিণাংশে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। স্টো উপন্যাস, আত্মকথা, প্রবন্ধ ও চিঠিসহ ৩০টি বই রচনা করেন। তিনি তার রচিত বইসমূহ ও সামাজিক সমস্যার ক্ষেত্রে তার অবস্থানের জন্য প্রভাবশালী হয়ে ওঠেন।
জীবনী
[সম্পাদনা]জন্ম ও পরিবার
[সম্পাদনা]হ্যারিয়েট ১৮১১ সালের ১৪ই জুন কানেটিকাটের লিচফিল্ডে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ক্যালভানিস্ট ধর্মযাজক লাইম্যান বিচার (১৭৭৫-১৮৬৩)। তিনি দাসপ্রথা বিলোপের পক্ষে ছিলেন। তার মাতা রোক্সানা বিচার (জন্ম: ফুটি) একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন। স্টো-এর যখন পাঁচ বছর বয়স তখন তিনি মারা যান।[২] রোক্সানার মাতামহ অ্যান্ড্রু ওয়ার্ড ছিলেন মার্কিন স্বাধীনতা যুদ্ধের একজন জেনারেল। ১৩ ভাইবোনের মধ্যে হ্যারিয়েট সপ্তম।[৩] তার ভাইবোনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বড় বোন ক্যাথরিন বিচার, যিনি একজন শিক্ষাবিদ ও লেখক ছিলেন; ভাই হেনরি ওয়ার্ড বিচার, একজন ধর্ম প্রচারক ও দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী; চার্লস বিচার, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন; এবং এডওয়ার্ড বিচার ছিলেন একজন ভাষাবিজ্ঞানী।[৪]
আঙ্কল টমস্ কেবিন ও গৃহযুদ্ধ
[সম্পাদনা]স্টো তার বড় বোন ক্যাথরিনের কাছে লেখাপড়া শেখা শুরু করেন। ছোটবেলা থেকেই তার বই পড়ার নেশা ছিল। তার সবচেয়ে প্রিয় বই ছিল আরব্য রজনী। ছোটবেলা থেকে তিনি দাসদের ওপর নিষ্ঠুর নির্যাতন দেখে বড় হয়েছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে নির্যাতন বেশি ছিল। আমেরিকার দক্ষিণাংশের অঙ্গরাজ্য, অর্থাৎ সাউথ ক্যারোলিনা, লুইজিয়ানা, মিসিসিপি, ফ্লোরিডা, অ্যালাবামা, জর্জিয়া দাসপ্রথার পক্ষে ছিল। ফলে তার মূল পরিকল্পনা ছিল উত্তরাংশের অঙ্গরাজ্যগুলোর (ভার্জিনিয়া, আরকানসাস, নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্য) মানুষদের দাসপ্রথার ভয়াবহতা সম্পর্কে জানানো। সে পরিকল্পনা থেকেই তিনি ন্যাশনাল এরায় লিখতে শুরু করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ম্যাকফারল্যান্ড, ফিলিপ (২০০৭)। Loves of Harriet Beecher Stowe। নিউ ইয়র্ক: গ্রোভ প্রেস। পৃষ্ঠা ১১২। আইএসবিএন 978-0-8021-4390-7।
- ↑ ক খ আল মোহন, আব্দুল্লাহ (১০ জুন ২০১৭)। "তোমায় সালাম হ্যারিয়েট বিচার স্টো"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ হেড্রিক, জোন (১৯৯৪)। Harriet Beecher Stowe: a Life। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৬। আইএসবিএন 0-19-506639-1। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ অ্যাপলগেট, ডেবি (২০০৬)। The Most Famous Man in America: The Biography of Henry Ward Beecher। ডাবলডে রিলিজিয়াস পাবলিশিং গ্রুপ। আইএসবিএন 978-0-307-42400-6।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় হ্যারিয়েট বিচার স্টো
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হ্যারিয়েট বিচার স্টো (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভে হ্যারিয়েট বিচার স্টো কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- গুটেনবের্গ প্রকল্পে হ্যারিয়েট বিচার স্টো-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে হ্যারিয়েট বিচার স্টো