হেলেন ডি পউরটালিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেলেন ডি পউরটালিস
ব্যক্তিগত তথ্য
জন্ম নামহেলেন বারবে
জাতীয়তাসুইস
জন্ম(১৮৬৮-০৪-২৮)২৮ এপ্রিল ১৮৬৮
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২ নভেম্বর ১৯৪৫(1945-11-02) (বয়স ৭৭)
জেনেভা, সুইজারল্যান্ড
উচ্চতাঅজানা
ক্রীড়া
ক্লাবইয়টসম্যান ইউনিয়ন
পদকের তথ্য
পোতচালনা
  সুইজারল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯০০ প্যারিস ১ থেকে ২ টন প্রথম রেস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯০০ প্যারিস ১ থেকে ২ টন দ্বিতীয় রেস
৮ মে ২০১৫ তারিখে হালনাগাদকৃত

হেলেন ডি পউরটালিস (ইংরেজি: Hélène de Pourtalès; ২৮ এপ্রিল ১৮৬৮ নিউ ইয়র্ক সিটি - ২ নভেম্বর ১৯৪৫ জেনেভা), জন্মসূত্রে হেলেন বারবে, একজন সুইস নাবিক ছিলেন যিনি ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। [১]

পেশাগত জীবন[সম্পাদনা]

লেরিনা নামক যেই সুইস বোটটি ২-৩ টন বিভাগে প্রথম রেসে সোনা ও দ্বিতীয় রেসে রূপো জেতে উনি তার নাবিকদলের সদস্যা ছিলেন। উনি মুক্ত বিভাগেও অংশগ্রহণ করেছিলেন তবে রেস শেষ করেননি। হাল ধরেছিলেন ওনার স্বামী হারমান ও ওনার স্বামীর ভাইপো বার্নার্ডও দলে ছিলেন। উনি অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম মহিলাদের মধ্যে একজন। সেইবারের অলিম্পিকে প্রথম মহিলাদের অংশ নিতে দেওয়া হয় ও হেলেন মহিলাদের মধ্যে প্রথম সোনা জয় করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hélène de Pourtalès Bio, Stats, and Results"। Olympic Sports। ২০১৪-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-০৮