হেদায়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেদায়াত ( আরবি: هداية, হিদায়াহ আইপিএ: [hɪdaj.jaː] ) একটি আরবি শব্দ যার অর্থ "পথপ্রদর্শন"। ইসলামী বিশ্বাস অনুসারে, আল্লাহ মানুষের কাছে মূলত কুরআন আকারে হেদায়েত প্রদান করেছেন। শুধু কুরআনের মাধ্যমে নয়, হেদায়াত বা পথপ্রদর্শন মুহাম্মদ (সা) এর মাধ্যমেও প্রদান করা হয়েছে এবং তিনি যেভাবে তাঁর জীবন যাপন করেছিলেন তা নবীজীর সুন্নাহ হিসাবে পরিচিত। তাঁর শিক্ষা এবং কুরআনে দিকনির্দেশের মাধ্যমে মুসলমানরা উন্নততর জীবনধারা অর্জনের আশা করেন।[১]

‘হুদা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘গাইড’। কুরআনে এই গ্রন্থটিকে আল্লাহ 'আল্লাহভিরুদের জন্য হুদা/পথ প্রদর্শক' নামে উল্লেখ করেছেন।[২] ‘হুদাল্লিল মুত্তাকিন’ও (স্রষ্টার পরিচয়প্রাপ্ত মানুষের জন্য আলোর পরশ) বলেন, কারণ তিনি শুধু তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hidayah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে অক্সফোর্ড ইসলামিক ডিকশনারি
  2. "কুরআনের দেখানো পথে চলুন"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩ 
  3. "ইজ গাইডেন্স অ্যা ডিভাইন গিফট ফর দ্যা চুজেন?"অ্যাবাউট ইসলাম