হেক্সাডেকেন
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Hexadecane[১]
| |
অন্যান্য নাম
Cetane
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
বেইলস্টেইন রেফারেন্স | 1736592 |
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০৮.০৭২ |
ইসি-নম্বর |
|
মেলিন রেফারেন্স | 103739 |
এমইএসএইচ | n-hexadecane |
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
C16H34 | |
আণবিক ভর | ২২৬.৪৫ g·mol−১ |
বর্ণ | Colourless liquid |
গন্ধ | Gasoline-like to odorless |
ঘনত্ব | 0.77 g/cm3[২] |
গলনাঙ্ক | ১৮ °সে (৬৪ °ফা; ২৯১ K)[২] |
স্ফুটনাঙ্ক | ২৮৭ °সে (৫৪৯ °ফা; ৫৬০ K)[২] |
লগ পি | 8.859 |
বাষ্প চাপ | < 0.1 mbar (20 °C) |
কেএইচ | 43 nmol Pa−1 kg−1 |
-187.63·10−6 cm3/mol | |
প্রতিসরাঙ্ক (nD) | 1.434 |
তাপ রসায়নবিদ্যা | |
তাপ ধারকত্ব, C | 499.72 J K−1 mol−1 or 2.21 J K−1 g−1 |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
586.18 J K−1 mol−1 |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
−458.3–−454.3 kJ mol−1 |
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcH |
−10.7009–−10.6973 MJ mol−1 |
ঝুঁকি প্রবণতা | |
জিএইচএস চিত্রলিপি | |
জিএইচএস সাংকেতিক শব্দ | সতর্কতা |
জিএইচএস বিপত্তি বিবৃতি | H315 |
ফ্ল্যাশ পয়েন্ট | ১৩৫ °সে (২৭৫ °ফা; ৪০৮ K)[২] |
২১৫ °সে (৪১৯ °ফা; ৪৮৮ K)[২] | |
সম্পর্কিত যৌগ | |
সম্পর্কিত alkanes
|
|
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
হেক্সাডেকেন (যাকে সিটেনও বলা হয়) হল একটি জৈব যৌগ। এটি একটি ষোল কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। হেক্সাডেকেনের রাসায়নিক সংকেত হল C16H34। হেক্সাডেকেন ষোলটি কার্বন পরমাণু নিয়ে যে শৃঙ্খল গঠিত করে, তাতে তিনটি করে হাইড্রোজেন পরমাণু দুই প্রান্তের শেষ দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। আর দুটি করে হাইড্রোজেন পরমাণু বাকি অন্যান্য চৌদ্দটি কার্বন পরমাণুর প্রত্যেকটির সাথে যুক্ত হয়।
ভৌত ধর্ম
[সম্পাদনা]এটি একটি বর্ণহীন তরল। জলের থেকে হালকা। এর ঘনত্ব ০.৭৭ গ্রাম/সিসি। জলে অদ্রবনীয় কিন্তু জৈব যৌগে দ্রবণীয়।
সিটেন সংখ্যা
[সম্পাদনা]সিটেন সংখ্যাকে প্রায়শই সংক্ষেপে সিটেন বলা হয়। এটি ডিজেল জ্বলনের একটি পরিমাপ। চাপ প্রয়োগে সংকোচন অবস্থায় সিটেন খুব সহজেই জ্বলতে পারে। এই কারণে এটির সিটেন সংখ্যা ১০০ ধরা হয়। অন্যান্য জ্বালানি মিশ্রণের জ্বলন ক্ষমতার তুলনা সিটেনের সঙ্গে করা হয়। এক্ষেত্রে এটি একটি সূচক হিসাবে কাজ করে।