হুয়ান এনরিকে আইয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান আইয়েস
১৯২৬ সালে আইয়েস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান এনরিকে আইয়েস
জন্ম (১৮৯১-০১-২০)২০ জানুয়ারি ১৮৯১
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
মৃত্যু ২৫ জুলাই ১৯৭৬(1976-07-25) (বয়স ৮৫)
মৃত্যুর স্থান আর্জেন্টিনা
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

হুয়ান এনরিকে আইয়েস (স্পেনীয়: Juan Enrique Hayes, স্পেনীয় উচ্চারণ: [xwˈan enrˈike ˈajjes]; ২০ জানুয়ারি ১৮৯১ – ২৫ জুলাই ১৯৭৬) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। ভক্তদের কাছে মায়েস্ত্রো,[১] হ্যারি এবং ইংলেস ডাকনামে পরিচিত আইয়েস তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রোসারিও সেন্ত্রাল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

আইয়েস ১৯১০ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সর্বমোট ২৫ ম্যাচে ১০টি গোল করেছিলেন। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বমোট একটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬) অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি রানার-আপ হয়েছিলেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

আইয়েস কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[২][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হুয়ান এনরিকে আইয়েস ১৮৯১ সালের ২০শে জানুয়ারি তারিখে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৭৬ সালের ২৫শে জুলাই তারিখে, আর্জেন্টিনায় ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
১৯১৫
১৯১৬
১৯১৮
১৯১৯
সর্বমোট ২৫ ১০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Harry Hayes fue maestro de una escuela que ha perdurado en el fútbol rosarino on Oro Canalla website (archived, 25 Apr 2005)
  2. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  3. "Argentina - Squad" [আর্জেন্টিনা - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]