বিষয়বস্তুতে চলুন

হামিদা বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হামিদা বেগম
সিনিয়র সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
কাজের মেয়াদ
২৪ মে ২০২৩  ৬ মে ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমোঃ মশিউর রহমান এনডিসি
উত্তরসূরীমোসাম্মৎ শাহানারা খাতুন
সচিব
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৪ ফেব্রুয়ারি ২০২১  ২৩ মে ২০২৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমেসবাহুল ইসলাম
উত্তরসূরীমোঃ মশিউর রহমান এনডিসি
ব্যক্তিগত বিবরণ
জন্মনরসিংদী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

মোসাম্মৎ হামিদা বেগম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি সর্বশেষ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হামিদা নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশ ও বিদেশে তিনি একাধিক প্রশিক্ষণ লাভ করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

হামিদা বেগম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি কর্মরত ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[]

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[] তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[]

২২ মে ২০২৩ সালে হামিদা বেগমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব"বাংলা ট্রিবিউন। ৮ ফেব্রুয়ারি ২০২১। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  2. "মোসাম্মৎ হামিদা বেগমের জীবন বৃত্তান্ত"পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  3. "প্রশাসনে সচিব পদমর্যাদায় ১০ নারী"দৈনিকশিক্ষা। ১৭ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হামিদা বেগম"পূর্বপশ্চিমবিডি। ৮ ফেব্রুয়ারি ২০২১। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  5. "পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব"ইত্তেফাক। ৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  6. "পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিভাগে নতুন সচিব"জাগো নিউজ। ২২ মে ২০২৩।