হাম্বলি
(হানবালি থেকে পুনর্নির্দেশিত)
হাম্বলি মাযহাব সুন্নি ইসলামের অন্যতম চারটি মাযহাবের মধ্যে একটি। এটা ইরাকি আলেম ইমাম আহমদ বিন মুহাম্মাদ বিন হাম্বল আবদুল্লাহ আল-শাইবানীর নামে নামকরণ করা হয়েছে, আর প্রাতিষ্ঠানিরূপ দিয়েছেন ইমাম আহমদ ইবন হাম্বলের ছাত্ররা। চারটি মাযহাবের মধ্যে, হাম্বলি মাযহাবের অনুসারী সংখ্যাই সবচেয়ে কম। বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী সংখ্যা খুব কম। হাম্বলি মাযহাবকে ক্ষেত্রবিশেষ আহলে সুন্নাহ বা আসারি বলেও পরিচয় দেওয়া হয়।
এ মাযহাবটি বর্তমানে সৌদি আরবে প্রতিষ্ঠিত, যেখানে এর অধিকাংশ অনুসারী রয়েছে। তবে এ ছাড়াও কাতার, মিশর, সিরিয়াতেও এ মাযহাবের অনেক অনুসারী রয়েছে। অধুনা পশ্চিমাদেশ, কাশ্মির, এমনকি বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী পাওয়া যায়, যদিও বাংলাদেশে এর সংখ্যা এখনও খুব কম।
স্বকীয় নিয়ম[সম্পাদনা]
- অযু: যে ৭টি বিষয় অযু ভেঙ্গে দেয় তার মধ্যে অন্যতম একটা হলো শারিরীক চাহিদাবশত বিপরীত লিঙ্গের কারও ত্বক স্পর্শ করা, যেটা অনেকটা মালেকি মাযহাবের সাথে মিলে যায়। অন্যদিকে শাফেয়ি মাযহাবে বিপরীত লিঙ্গের কাওকে স্পর্শ করলেই অযু ভেঙ্গে যায়, যেখানে হানাফি মাযহাবে শুধুমাত্র কাওকে স্পর্শ করলে অযু ভাঙ্গে না।
- রুকু: রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে দাঁড়ানোর সময় হাত তুলা (রাফউল ইয়াদাইন) সুন্নত, যেখানে শাফেয়ি মাযহাবের সাথে সাদৃশ্য রয়েছে। এবং রুকু থেকে দাঁড়ানোর পর নামাযরত ব্যক্তি চায়লে আগের মত হাত বাঁধতে পারে। যেখানে অন্য মাযহাবে হাত দু পাশে ছেড়ে দাঁড়ানোই নিয়ম।
- তাশাহুদ: আল্লাহর নাম উচ্চারণের সময় আঙুল উঠাতে ও নামাতে হয়।
- তাসমিয়া বা বিসমিল্লাহ বলা: ওযু, গোসল ও তয়াম্মুমে বিসমিল্লাহ বলা এ মাযহাবে ওয়াজিব বলে বিবেচিত।
- কোন ওজর ব্যতীত, পুরুষের জন্য জামাতে নামায পড়া ওয়াজিব বলে বিবেচিত।
প্রসিদ্ধ আলিমগণ[সম্পাদনা]
- ইমাম আবী বাকর আল-খাল্লাল
- ইমাম আল-হাসান ইবন আলী আল-বারবাহারী (মৃঃ ৩২৯ হি)
- ইমাম ইবনে আকিল (মৃঃ ৪৮৮ হি)
- ইমাম আউন আদ-দীন ইবন হুবাইরা (মৃঃ ৫৬০ হি)
- শাইখ আব্দুল কাদীর জিলানী (মৃঃ ৫৬১ হি)
- ইমাম আবু আল-ফারজ ইবন আল-জাওজী (মৃঃ ৫৯৭ হি)
- ইমাম হাম্মাদ আল-হাররানী (মৃঃ ৫৯৮ হি)
- ইমাম ইবনে কুদামাহ আল-মাকদীসী (মৃঃ ৬২০ হি)
- ইমাম আব্দুল আল-গনী আল-মাকদীসী (মৃঃ ৬০০ হি)
- ইমাম মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ
- ইমাম তাকিউদ্দীন ইবন তাইমিয়্যাহ (মৃঃ ৭২৮ হি)
- ইমাম ইবনুল কায়্যিম আল-জাওযী (মৃঃ ৭৫১ হি)
- ইমাম ইবনু মুফলিহ
- ইমাম আহমদ বিন আবদুল হাদী
- ইমাম ইবনে রজব আল-হাম্বলী (মৃঃ ৭৯৫ হি)
- ইমাম আলাউদ্দীন আল-মারদাওয়ী
- ইমাম মূসা আল-হাজ্জাওয়ী
- ইমাম আহমদ বিন হামদান
- ইমাম মনসুর আল-বুহুতি
- ইমাম মারঈ আল-কারমি
- ইমাম ইবন বালবান আল-বা‘লী
- ইমাম মুহাম্মদ বিন আহমদ আস-সাফ্ফারিনি
- ইমাম আবদুর রহমান আল-বা‘লী
- শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব
- শাইখ ইবন হুমাইদ (মৃঃ ১২৯৫ হি)
- শাইখ নাসির আস-সা‘দী
- শাইখ আল-জুমা
- শাইখ আদনান নাহহাম
- শাইখ মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমীন (মৃঃ ১৪২১ হি)
- শাইখ নাসির আল-ক্বুয়াইমি
- শাইখ মুহাম্মদ বিন সায়্যিদ
- শাইখ মুত্বলাক্ব আল-জাসির
- শাইখ আমির বাহজাত
আরও পড়ুন[সম্পাদনা]
- আবদুল-হালিম আল-জুনদী, আহমদ বিন হাম্বল ইমাম আহলে সুন্নাহ, দারুল-মাআরিফ কর্তৃক কায়রোতে প্রকাশিত
- ডা. 'আলী সামি আল-নাশার, নাশাহ আল-ফিকর আল-ফালাসাফি ফি আল-ইসলাম, বালাম ১, দারুল-মাআরিফ থেকে প্রকাশিত, ৭ম সংস্করণ, ১৯৭৭
- শাইখ বকর আবু যাইদ, আল-মাদখাল আল-মুফাস্সাল
- ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), যাইল 'আলা তাবাকাত আল-হানাবিলাহ
- ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), মাযহাব বিরোধিতার খণ্ডন
- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
- ইমরান হেলাল(সংকলক), হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ, হাম্বলী ফিকহ্ কর্তৃক প্রকাশিত