আবু বকর আল-খাল্লাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবু বাকর আল-খাল্লাল থেকে পুনর্নির্দেশিত)

আবু বাকর আল-খাল্লাল (আরবি: أبو بكر الخلال, মৃ. ৩১১ হি./৯২৩ খৃ.) ছিলেন একজন হাম্বলি ফিকহশাস্ত্রবিদ। তাঁর পুরো নাম আহমাদ ইবন মুহাম্মাদ ইবন হারুন ইবন ইয়াজিদ আল-বাগদাদি।[১]

আল-খাল্লাল আহমাদ ইবন হাম্বলের পুত্র আবদুল্লাহ-সহ আহমদ ইবন হাম্বলের সরাসরি পাঁচজন ছাত্রের মধ্যে একজন ছিলেন। তাঁর করা ইবনে হাম্বলের মতামতের সংগ্রহ শেষ পর্যন্ত বিশটি খণ্ডে পৌঁছে এবং শেষ পর্যন্ত হাম্বলি মাযহাবে সংরক্ষণের দিকে পরিচালিত করে। তিনি তার সময়ের প্রধান হাম্বলি পণ্ডিত হিসেবে বিবেচিত হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Oxford international encyclopedia of legal history। Stanley Nider Katz, Oxford University Press। Oxford [UK]: Oxford University Press। ২০০৯। আইএসবিএন 978-0-19-533651-1ওসিএলসি 317597953 
  2. Ṭabarī,?-923; طبري (১৯৮৯)। The history of al-Ṭabarī = Taʼrīkh al-rusul wa'l mulūk. Volume 1, General introduction and from the creation to the flood। Franz Rosenthal। Albany, N.Y.। আইএসবিএন 978-1-4384-1783-7ওসিএলসি 916449355