বিষয়বস্তুতে চলুন

আহমাদ ইবন ইবরাহিম আল-ওয়াসিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আহমাদ ইবন ইবরাহিম আল-ওয়াসিতি (৬৫৭-৭১১ হিজরি) একজন হানবালি-সুফি শায়খ ছিলেন। তিনি ইবন শায়খ আল-হাযযামিন নামেও পরিচিত ছিলেন। তিনি একইসাথে ইবন তাইমিয়ার শিক্ষক ও ছাত্র ছিলেন।[]

উল্লেখযোগ্য কর্ম

[সম্পাদনা]
  • শারহ্ মানাযিল আস-সায়েরীন [ইমাম ‘আবদুল্লাহ আল-আনসারী আল-হারাওয়ীর প্রসিদ্ধ মানাযিল আস-সায়েরীনের ব্যাখ্যা]
  • মুখতাসার সিরাত আন-নবাবীয়্যাহ্ [সিরাত ইবন হিশামের সংক্ষিপ্তসার]
  • মিফতাহ্ ত্বরিক আল-আওলিয়া
  • মায়দান আল-মুহাব্বাত ওয়াল ইরফান
  • কিতাবুর রিহলাহ্ []

মৃত্যু

[সম্পাদনা]

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দামেশকে তার পাঠদান চালিয়ে যান। তিনি ৭১১ হিজরির ১৬ ই রবিউস সানি, শনিবার বিকালে মৃত্যুবরণ করেন। পরবর্তী দিন উমাইয়া মসজিদে তার জানাযা হয়। ক্বাসিয়্যুন পাহাড়ের পাদদেশে তাকে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Post, Arjan (২০২০)। Journeys of a Taymiyyan Sufi: Sufism Through the Eyes of Imad al-Din al-Wasiti। Leiden: Brill। পৃষ্ঠা 1। আইএসবিএন 9789004431294 
  2. Abdullahi Ali, Mohamed (২০১৮)। Miftāḥ Ṭarīq al-Awliyā: The Key to the Saintly Path। ‎CreateSpace Independent Publishing Platform। পৃষ্ঠা iv। আইএসবিএন 978-1727665468 
  3. Abdullahi Ali, Mohamed (২০১৮)। Miftāḥ Ṭarīq al-Awliyā: The Key to the Saintly Path। ‎CreateSpace Independent Publishing Platform। পৃষ্ঠা v। আইএসবিএন 978-1727665468