হাওলাদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাওলদার থেকে পুনর্নির্দেশিত)
করম আলী হাওলাদার বীর প্রতীক, এখানে আমরা হাওলাদার পদবি দেখতে পারি

হাওলাদার (ফার্সি: حول دار) হলো আরবি এবং ফার্সি শব্দদ্বয়ের মিশ্রণজাত (حول “হাওলা” আরবি শব্দ আর دار “দার” ফার্সি শব্দ) একটি বংশীয় পদবি। বাংলা ভাষায় শব্দটির অর্থ হাওলাদার (বিশেষ্য) হাওলা জমির মালিক বা ঐ জমি ভোগ করেন যিনি। হাওলাদার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়। প্রচলিত আছে, ব্রিটিশ আমলে জমি চাষের সুবিধার জন্য বৃহৎ জমিতে 'আইল' দিয়ে ভাগ করে দেয়া হতো। এই আইলের মালিকদের বলা হতো 'আইলদার'। 'আইলদার' থেকেই হাওলাদার হয়েছে। মূলত 'হাওলাদার' হলো ধনী কৃষক সম্প্রদায়ের বংশ, যাদের অনেক জমি আছে।[১] বরিশাল বিভাগের লোকজনের মাঝে এই পদবি অধিক প্রচলিত। এছাড়াও খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের সর্বত্র, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যে মুসলিমদের মধ্যে এবং পাকিস্তানের কিছু অংশে হাওলাদার বংশ পাওয়া যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bengali to Bengali | Alphabet হ | Page 9"accessibledictionary.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭