হাইড্রলিক প্রকৌশল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাইড্রলিক প্রকৌশল পুরকৌশলের একটি শাখা। এটি তরল পদার্থ বিশেষ করে বিশুদ্ধ এবং দূষিত পানি প্রবাহ এবং পরিবহনের প্রকৌশল বিদ্যা। তরল পদার্থের পরিবহনে অভিকর্ষ বল বিশেষ ভূমিকা পালন করে। পুরকৌশলের এই শাখা ব্রীজ, সেতু, খাল এবং বাঁধ প্রভৃতির নকশা এবং স্বাস্থ্য ও পরিবেশ প্রকৌশলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

হাইড্রলিক প্রকৌশল হচ্ছে পানি সংগ্রহ,সঞ্চয়,নিয়ন্ত্রণ,পরিবহন,পরিমাপ এবং ব্যবহারের ক্ষেত্রে উৎপন্ন সমস্যাগুলোতে তরল বলবিজ্ঞানের নীতিসমূহের ব্যবহারিক প্রয়োগ। হাইড্রলিক প্রকৌশলে যেকোনো কাজ শুরু করার আগে সম্পৃক্ত থাকা পানির পরিমাণ সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়।একজন হাইড্রলিক প্রকৌশলী নদীতে পরিবাহিত পলি,পলি দিয়ে তৈরী পাড়ের সাথে পানির মিথস্ক্রীয়া এবং পলি ক্ষয় ও জমা হওয়ার ব্যাপারে সম্যক ধারণা রাখেন।'একজন হাইড্রলিক প্রকৌশলী পানিসম্পর্কিত বিভিন্ন ধরনের স্থাপনা যেমন বাঁধ এর পানি নির্গমণপথ, মহাসড়কে সেতু, পানিসেচের জন্য খাল ও অন্যান্য স্থাপনা এবং তাপবিদ্যুত কেন্দ্রে ঠান্ডা পানি সরবরাহের ধারণামূলক নকশা প্রণয়ন করেন।

মৌলিক নীতিসমূহ[সম্পাদনা]

তরল বলবিজ্ঞান[সম্পাদনা]

বাস্তব প্রবাহী বৈশিষ্ট্য[সম্পাদনা]

আদর্শ এবং বাস্তব প্রবাহী[সম্পাদনা]

সান্দ্র প্রবাহ[সম্পাদনা]

সমরেখ এবং বিক্ষিপ্ত প্রবাহ[সম্পাদনা]

বার্নোলীর সমীকরন[সম্পাদনা]

সীমানা স্তর[সম্পাদনা]

প্রয়োগ[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

অনাদিকাল[সম্পাদনা]

আধুনিক কাল[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]