হরিলাল উপাধ্যায়
অবয়ব
হরিলাল উপাধ্যায় | |
---|---|
জন্ম | ২২ জানুয়ারি ১৯১৬ |
মৃত্যু | ১৫ জানুয়ারি ১৯৯৪ | (বয়স ৭৭)
জাতীয়তা | Indian |
অন্যান্য নাম | হরিভাই কবি, সন্যাসী |
পেশা | লেখক, কবি, জ্যোতির্বিজ্ঞানী |
পরিচিতির কারণ | রামকলি, গৌরী, অন্তর খোলে আঁখ, সহেলী, অন্ধকার ছায়া |
ওয়েবসাইট | http://www.harilalupadhyay.org |
হরিলাল উপাধ্যায় (২২ জানুয়ারি ১৯১৬ - ১৫ জানুয়ারি ১৯৯৪) ছিলেন একজন গুজরাতি লেখক।
কাজ
[সম্পাদনা]অসংখ্য কবিতা, গল্প ও উপন্যাস লিখেছেন। তার রচিত কিছু সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে রামকলি, গৌরী, অন্তর খোলে আঁখ, সহেলী, অন্ধকার ছায়া প্রভৃতি। লেখালিখির পাশাপাশি তিনি জ্যোতিষচচ্রা করতেন।
অর্জন
[সম্পাদনা]তিনি জ্যোতির্বিজ্ঞান সংশোধন অ্যাওয়ার্ড, কানাইলাল মুন্সী অ্যাওয়ার্ড পেয়েছেন।
মৃত্যু
[সম্পাদনা]১৯৯৪ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি তিনি মারা যান।