স্যাক্রেড গেমস (টিভি ধারাবাহিক)
| স্যাক্রেড গেমস | |
|---|---|
স্যাক্রেড গেমসের শিরোনাম কার্ড | |
| ধরন | অপরাধ ষড়যন্ত্র রোমহর্ষক রহস্য |
| উৎস | বিক্রম চন্দ্র কর্তৃক স্যাক্রেড গেমস |
| লেখক |
|
| পরিচালক | |
| শ্রেষ্ঠাংশে | |
| আবহ সঙ্গীত রচয়িতা | অলোকানন্দ দাসগুপ্ত |
| সুরকার | গান: ফেনম ডিভাইন রচিতা অরোরা আবহ সঙ্গীত: অলোকানন্দ দাসগুপ্ত |
| দেশ | ভারত |
| মূল ভাষা | হিন্দি |
| মৌসুমের সংখ্যা | ২ |
| পর্বের সংখ্যা | ১৬ (পর্বের তালিকা) |
| নির্মাণ | |
| নির্বাহী প্রযোজক |
|
| নির্মাণ স্থান | মুম্বই, ভারত |
| চিত্রগ্রাহক |
|
| সম্পাদক | আরতি বাজাজ |
| স্থিতিকাল | ৪৩-৫৮ মিনিট[২] |
| নির্মাণ প্রতিষ্ঠান | ফ্যান্টম ফিল্মস রিলায়েন্স এন্টারটেইনমেন্ট |
| পরিবেশক | নেটফ্লিক্স |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | নেটফ্লিক্স |
| মুক্তি | ৫ জুলাই ২০১৮ – বর্তমান |
স্যাক্রেড গেমস হল ভারতীয় ওয়েব টেলিভিশন রোমহর্ষক ধারাবাহিক। এটি বিক্রম চন্দ্রের ২০০৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এটি ভারতে প্রথম নেটফ্লিক্সের মৌলিক ধারাবাহিক। ফ্যান্টম ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে ও অনুরাগ কাশ্যপ। উপন্যাসটি থেকে চিত্রনাট্য রচনা করেছেন বরুণ গ্রোবর, স্মিতা সিং, বসন্ত নাথ। কেলি লুজেনবিয়েল, এরিক বারম্যাক, ও মোতওয়ানে এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।
গল্পে দেখা যায়, মুম্বইয়ের পুলিশ কর্মকর্তা সারতাজ সিং (সাইফ আলি খান) গ্যাংস্টার গণেশ গাইতোন্ডের (নওয়াজুদ্দীন সিদ্দিকী) নিকট থেকে ফোন কল পান, যে তাকে ২৫ দিনের মধ্যে শহরকে ধ্বংস থেকে রক্ষা করতে বলে। ধারাবাহিকটিতে এর পরবর্তী ২৫ দিনের ঘটনা প্রবাহের বিস্তারিত দেখানো হয়। এতে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্টে, গিরীশ কুলকার্নি, নীরজ কবি, জিতেন্দ্র জোশি, রাজশ্রী দেশপাণ্ডে, করণ ওয়াহি, সুখমণি সাধনা, আমির বশির, যতিন স্বর্ণা, এলনাজ নুরুজি, পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ওয়াহ ও কুবরা শেঠ।
কুশীলব
[সম্পাদনা]| অভিনয়শিল্পী | চরিত্র | মৌসুম | |
|---|---|---|---|
| ১ম মৌসুম | ২য় মৌসুম | ||
| সাইফ আলি খান | ইনস্পেক্টর সারতাজ সিং | কেন্দ্রীয় | |
| নওয়াজুদ্দীন সিদ্দিকী | গণেশ গাইতোন্ডে | কেন্দ্রীয় | |
| রাধিকা আপ্টে | অঞ্জলি মথুর | কেন্দ্রীয় | |
| পঙ্কজ ত্রিপাঠি | গুরুজী খান্না | পুনরাবৃত্ত | কেন্দ্রীয় |
| কাল্কি কেকল্যাঁ | বাটিয়া অ্যাবেলম্যান | কেন্দ্রীয় | |
| রণবীর শোরি | শহীদ খান | কেন্দ্রীয় | |
| নীরজ কবি | ডিসিপি দিলীপ পারুলকর | পুনরাবৃত্ত | |
| যতিন সর্না | দীপক "বান্টি" শিন্দে | পুনরাবৃত্ত | |
| কুব্রা সেঠ | কুকু | পুনরাবৃত্ত | |
| জিতেন্দ্র জোশি | কনস্টেবল অশোক কাটেকর | পুনরাবৃত্ত | |
| রাজশ্রী দেশপাণ্ডে | সুভদ্রা | পুনরাবৃত্ত | |
| এলনাজ নুরুজি | জোয়া মির্জা/জমিলা | পুনরাবৃত্ত | |
| লুক কেনি | ম্যালকম মুরাদ | পুনরাবৃত্ত | |
| আমির বশির | ইনস্পেক্টর মাজিদ আলি খান | পুনরাবৃত্ত | |
| গীতাঞ্জলি থাপা | নয়নিকা সেহগল | পুনরাবৃত্ত | |
| সুরভিন চাওলা | জোজো মাসকারেনহাস | পুনরাবৃত্ত | |
| শালিনী বৎস | কান্তা বাঈ | পুনরাবৃত্ত | |
| অমৃতা সুভাষ | কুসুম দেবী যাদব | পুনরাবৃত্ত | |
| গিরীশ কুলকার্নি | বিপিন ভোসলে | পুনরাবৃত্ত | |
| অনুপ্রিয়া গোয়েঙ্কা | মেঘা সিং | পুনরাবৃত্ত | |
| আফফান খান | কিশোর সারতাজ সিং | পুনরাবৃত্ত | |
| সানি পাওয়ার | কিশোর গণেশ গাইতোন্ডে | পুনরাবৃত্ত | |
| দানিশ পান্ডোর | বড় বাদরিয়া | পুনরাবৃত্ত | |
| অনিল মাঙ্গে | ছোট বাদরিয়া | পুনরাবৃত্ত | |
| বিক্রম কোচার | মথু | পুনরাবৃত্ত | |
| সমীর কোচার | এসিআইও মার্কন্ড | পুনরাবৃত্ত | |
| চিত্তরঞ্জন ত্রিপাঠি | ত্রিবেদী | পুনরাবৃত্ত | |
| রাজেন্দ্র শিসক্ত | এএসআই দোবালে | পুনরাবৃত্ত | |
| সুখমণি সাধনা | মিক্কি | পুনরাবৃত্ত | |
| মুণি ঝা | পরিতোষ শাহ | পুনরাবৃত্ত | |
| করণ ওয়াহি | করণ মালহোত্রা | পুনরাবৃত্ত | |
| নবাব শাহ | সলিম কাকা | পুনরাবৃত্ত | |
| সানন্দ বর্মা[৩] | পুরুষোত্তম বড়িয়া | পুনরাবৃত্ত | |
| জয়প্রীত সিং | কনস্টেবল দিলবাগ সিং | পুনরাবৃত্ত | |
| সৌরভ সচদেব | সুলেমান ঈশা | পুনরাবৃত্ত | |
| নেহা শিতোল | শালিনী কাটেকর | পুনরাবৃত্ত | |
| স্মিতা থাম্বে | এটিএস বিশ্লেষক রমা | পুনরাবৃত্ত | |
| হর্ষিতা গৌর | ম্যারি মাসকারেনহাস | পুনরাবৃত্ত | |
| প্রিয়াঙ্কা সেঠিয়া | হর্ষ বড়িয়া | পুনরাবৃত্ত | |
| সন্দেশ কুলকার্নি | গাইতোন্ডের বাবা | পুনরাবৃত্ত | |
| বিভাবরী দেশপাণ্ডে | গাইতোন্ডের মা | পুনরাবৃত্ত | |
| জন সেনগুপ্ত | মথুর | পুনরাবৃত্ত | |
| অ্যামি ওয়াহ | কুশল | পুনরাবৃত্ত | |
মৌসুম ও পর্ব
[সম্পাদনা]স্যাক্রেড গেমস ধারাবাহিকটির দুটি মৌসুম প্রচারিত হয়েছে। প্রতিটি মৌসুমে আটটি করে পর্ব রয়েছে। প্রথম মৌসুমের চারটি পর্ব ২০১৮ সালের ২৯শে জুন নেটফ্লিক্সে প্রচারিত হয়। ২০১৮ সালের ৫ই জুলাই ১৯১ দেশে প্রথম মৌসুমের আটটি পর্ব একসাথে প্রচারিত হয়। দ্বিতীয় মৌসুমটি ২০১৯ সালের ১৫ই আগস্ট মুক্তি পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What makes Gaitonde click? Varun Grover decodes Sacred Games and its protagonists"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
- ↑ "Sacred Games | Netflix Official Site"। নেটফ্লিক্স।
- ↑ "This Bhabiji Ghar Par Hai actor bags a negative role in Sacred Games 2" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। ১১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্যাক্রেড গেমস (ইংরেজি)
- ২০১৮-এ অভিষিক্ত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক
- ২০১০-এর দশকের ভারতীয় টেলিভিশন ধারাবাহিক
- হিন্দি ভাষার টেলিভিশন অনুষ্ঠান
- ভারতীয় নাট্য টেলিভিশন ধারাবাহিক
- ভারতীয় অপরাধ টেলিভিশন ধারাবাহিক
- ভারতীয় উপন্যাস অবলম্বনে টেলিভিশন অনুষ্ঠান
- কল্পকাহিনিতে বলিউড
- কল্পকাহিনীতে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং
- মহারাষ্ট্র পুলিশের কাল্পনিক চিত্রায়ণ
- ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক চিত্রায়ণ
- রাজীব গান্ধীর সাংস্কৃতিক চিত্রায়ন
- সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে টেলিভিশন ধারাবাহিক
- নেটফ্লিক্স কর্তৃক পরিবেশিত ভারতীয় অনুষ্ঠান
- জনপ্রিয় সংস্কৃতিতে ভারত–পাকিস্তান সম্পর্ক
- মুম্বইয়ের পটভূমিতে টেলিভিশন অনুষ্ঠান
- ভারতীয় অপরাধমূলক নাট্য টেলিভিশন ধারাবাহিক
- রোমাঞ্চকর টেলিভিশন ধারাবাহিক
- রহস্য টেলিভিশন ধারাবাহিক
- নেটফ্লিক্সের হিন্দি ভাষার মৌলিক অনুষ্ঠান
- নেটফ্লিক্সের টেলিভিশন ধারাবাহিক